বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
202.86.216.113-এর সম্পাদিত সংস্করণ হতে AftabBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''উদীচী গণসাংস্কৃতিক সংগঠন''' বা উদীচী শিল্পীগোষ্ঠী, সংক্ষেপে উদীচী, বাংলাদেশের একটি সাংস্কৃতিক সংঘ। ১৯৬৯১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী [[সত্যেন সেন]], [[রণেশ দাশগুপ্ত]], [[শহীদুল্লাহ কায়সার]]সহ একঝাঁক তরুণ<ref>[http://www.orangebdgroup.com/samakal/details.php?news=23&action=main&option=all&menu_type=&pub_no=144&type= উদীচীই পারে চ্যালেঞ্জ নিতে, '''দৈনিক সমকাল''']</ref> [[উদীচী]] গঠন করেন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। উদীচী ’৬৮, ’৬৯, ’৭০, ’৭১, সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে [[সাংস্কৃতিক]] সংগ্রাম। এ [[সংগ্রাম]] গ্রাম-বাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে। এ সময় উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। সাম্প্রতিক কালে এই সংগঠনটি ইসলামিক মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছে।
 
২০১৩ সালে এই সংঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা [[একুশে পদক]] লাভ করে।