হুমায়ুন কবির (কবি): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anup Sadi ব্যবহারকারী হুমায়ুন কবীর পাতাটিকে হুমায়ুন কবির (কবি) শিরোনামে স্থানান্তর করেছেন
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{About|একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও কবি|একই নামের অন্য ব্যক্তির|হুমায়ুন কবির (দ্ব্যর্থতা নিরসন)}}
'''হুমায়ুন কবির''' (২৫ ডিসেম্বর, ১৯৪৮ - ৬ জুন, ১৯৭২) বিশ শতকের বাংলা ভাষার কবি। ব্রজমোহন কলেজ থেকে ১৯৬৩ সালে ম্যাট্রিক, ১৯৬৫ সালে একই কলেজ থেকে আই. এ. পাস করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং ১৯৬৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ. পাস করেন। ১৯৭০-এ বাংলা একাডেমী গবেষণা বৃত্তিলাভ করেন এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বাংলা একাডেমীতে তাঁর গবেষণার বিষয় ছিলো ''সাম্প্রতিক জীবন চৈতন্য ও জীবনানন্দ দাশের কবিতা''। পত্রপত্রিকায় তাঁর অসংখ্য প্রবন্ধ ছড়িয়ে আছে। ১৯৭২ সালের প্রথম দিকে গোপন বিপ্লবী রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করেন এবং বাম প্রগতিশীল সংগঠনের সাথে যোগাযোগ গড়ে ওঠে। একই বছর গোপন রাজনৈতিক কার্যকলাপের জন্য সরকারের রোষানলে পড়েন এবং গ্রেফতার বরণ করেন। [[পূর্ব বাংলার সর্বহারা পার্টি]] গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে ''লেখক সংগ্রাম শিবির'' প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে ''লেখক সংগ্রাম শিবিরের'' নাম পরিবর্তন করে '' বাংলাদেশ লেখক শিবির'' নাম রাখা হয়। পূর্ব বাংলার সর্বহারা পার্টির প্রধান নেতা [[সিরাজ সিকদার|সিরাজ সিকদারের]] সংগে পার্টির কর্মসূচির প্রয়োগ ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তাঁর বিরোধ দেখা দেয়। ১৯৭২ সালের ৬ জুন তিনি আততায়ীর গুলিতে ঢাকায় নিহত হন। তাঁরপ্রকাশিততাঁর প্রকাশিত গ্রন্থ হচ্ছে ''কুসুমিত ইস্পাত'' (১৯৭২) কবিতাগ্রন্থ এবং ১৯৮৫ সালে বাংলা একাডেমী প্রকাশিত ''হুমায়ুন কবির রচনাবলী'' <ref>[[সেলিনা হোসেন]] ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ঢাকা; এপ্রিল ২০০৩; পৃষ্ঠা- ৪৪০- ৪৪১।</ref>
 
==তথ্যসূত্র==