হুমায়ুন কবির (কবি): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
পরিবর্ধন করা হলও
১ নং লাইন:
'''হুমায়ুন কবির''' (২৫ ডিসেম্বর, ১৯৪৮ - ৬ জুন, ১৯৭২) বিশ শতকের বাংলা ভাষার কবি। ব্রজমোহন কলেজ থেকে ১৯৬৩ সালে ম্যাট্রিক, ১৯৬৫ সালে একই কলেজ থেকে আই. এ. পাস করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং ১৯৬৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ. পাস করেন। ১৯৭০-এ বাংলা একাডেমী গবেষণা বৃত্তিলাভ করেন এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বাংলা একাডেমীতে তাঁর গবেষণার বিষয় ছিলো ''সাম্প্রতিক জীবন চৈতন্য ও জীবনানন্দ দাশের কবিতা''। পত্রপত্রিকায় তাঁর অসংখ্য প্রবন্ধ ছড়িয়ে আছে। ১৯৭২ সালের প্রথম দিকে গোপন বিপ্লবী রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করেন এবং বাম প্রগতিশীল সংগঠনের সাথে যোগাযোগ গড়ে ওঠে। একই বছর গোপন রাজনৈতিক কার্যকলাপের জন্য সরকারের রোষানলে পড়েন এবং গ্রেফতার বরণ করেন। [[পূর্ব বাংলার সর্বহারা পার্টি]] গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে ''লেখক সংগ্রাম শিবির'' প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে ''লেখক সংগ্রাম শিবিরের'' নাম পরিবর্তন করে '' বাংলাদেশ লেখক শিবির'' নাম রাখা হয়। পূর্ব বাংলার সর্বহারা পার্টির প্রধান নেতা [[সিরাজ সিকদার|সিরাজ সিকদারের]] সংগে পার্টির কর্মসূচির প্রয়োগ ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তাঁর বিরোধ দেখা দেয়। ১৯৭২ সালের ৬ জুন তিনি আততায়ীর গুলিতে ঢাকায় নিহত হন। তাঁরপ্রকাশিত গ্রন্থ হচ্ছে ''কুসুমিত ইস্পাত'' (১৯৭২) কবিতাগ্রন্থ এবং ১৯৮৫ সালে বাংলা একাডেমী প্রকাশিত ''হুমায়ুন কবির রচনাবলী'' <ref>[[সেলিনা হোসেন]] ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ঢাকা; এপ্রিল ২০০৩; পৃষ্ঠা- ৪৪০- ৪৪১।</ref>
'''হুমায়ুন কবীর''' (১৯০৬ - ১৯৬৯) বিশ শতকের বাংলা ভাষার কবি। তাঁর পৈতৃক নিবাস ফরিদপুর। ছাত্রজীবনে তিনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। কিছুকাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পর তিনি রাজনীতিতে যোগদান করেন এবং দীর্ঘকাল ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চতুরঙ্গ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তাঁর কাব্যের নাম 'স্বপ্নসাধ' ও 'সাথী'; উপন্যাস 'নদী ও নারী'। 'বাঙলার কাব্য' (১৯৫৬) সমালোচনা গ্রন্থ। মার্কসবাদ ও [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্র]] সম্পর্কেও তাঁর মূল্যবান রচনা আছে। দর্শন ও সমাজতত্ত্ব সম্পর্কে বাংলা ও ইংরেজি ভাষায় তিনি বহু গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছেন।<ref>[[রফিকুল ইসলাম (অধ্যাপক)|রফিকুল ইসলাম]], মোহাম্মদ আবু জাফর ও [[আবুল কাসেম ফজলুল হক]] সম্পাদিত; কবিতা সংগ্রহ; ঢাকা বিশ্ববিদ্যালয়; জুলাই ১৯৯০; পৃষ্ঠা- ৪৭০- ৪৭১।</ref>
 
==তথ্যসূত্র==
{{Reflist}}
<references/>
 
[[বিষয়শ্রেণী:১৯০৬১৯৪৮-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৬৯১৯৭২-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:বাঙালি কবি]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের কবি]]