হুমায়ুন কবির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎জন্ম ও শিক্ষা: বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
তথ্যসূত্র প্রদান ও পরিবর্ধন করা হলও
৩ নং লাইন:
==জন্ম ও শিক্ষা==
জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর কবিরুদ্দিন আহমদ তার পিতা। নওগাঁ কে. বি. স্কুল থেকে ইংরেজিতে লেটারসহ প্রথম বিভাগে ম্যাট্রিক (১৯২২) পাস। অতঃপর কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি। এই কলেজ থেকে ইংরেজিতে লেটারসহ প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করে আই. এ. (১৯২৪), ইংরেজিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বি.এ. অনার্স (১৯২৬) এবং ইংরেজিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এম. এ. (১৯২৮) ডিগ্রি লাভ। সরকারি বৃত্তি পেয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য ইংল্যান্ড গমন (১৯২৮)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একসেটর কলেজে ভর্তি। অক্সফোর্ড ইউনিয়নের সেক্রেটারি নির্বাচিত। অক্সফোর্ড থেকে দর্শন, ইতিহাস ও অর্থনীতিতে রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বি. এ. অনার্স ডিগ্রি লাভ (১৯৩১)।<ref>[[সেলিনা হোসেন]] ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৪৩৯-৪৪০।</ref>
 
==কর্মজীবন==
হুমায়ুন কবির চতুরঙ্গ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। [[মার্কসবাদ]] ও [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্র]] সম্পর্কেও তাঁর মূল্যবান রচনা আছে। দর্শন ও সমাজতত্ত্ব সম্পর্কে বাংলা ও ইংরেজি ভাষায় তিনি বহু গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছেন।<ref>[[রফিকুল ইসলাম (অধ্যাপক)|রফিকুল ইসলাম]], মোহাম্মদ আবু জাফর ও [[আবুল কাসেম ফজলুল হক]] সম্পাদিত; কবিতা সংগ্রহ; ঢাকা বিশ্ববিদ্যালয়; জুলাই ১৯৯০; পৃষ্ঠা- ৪৭০- ৪৭১।</ref>
 
== নির্বাচিত রচনাবলী ==
* স্বপ্নসাধ (কবিতা)
* সাথী (কবিতা)
* নদী ও নারী (উপন্যাস)
* ইমানুয়েল কান্ট (১৯৩৬)
* শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২)
* বাংলার কাব্য (১৯৪৫) (সমালোচনা গ্রন্থ)
* মার্ক্সবাদ (১৯৫১)
* মীর্জা আবু তালিব খান (১৯৬১)