২০১৪-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sucheta Ghoshal (আলোচনা | অবদান)
casualties section on template
Sucheta Ghoshal (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৬ নং লাইন:
 
== আন্দোলনের প্রকৃতি ==
এই আন্দোলনের মূল ধারা কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নয়। লক্ষ্য করার মত বিষয় হল এই আন্দোলনের ধারায়, প্রথম দিন থেকেই ছাত্রছাত্রীদের তৈরি অগোণিতঅগণিত গান, ছড়া, কবিতা, পথনাটিকাই ছিল এই আন্দোলনের প্রধান হাতিয়ার।<ref name="naach"/><ref name="gaan"/> স্বভাবতই এই আন্দোলনের সাথে বারংবার তুলনা টানা হয়েছে সত্তরের দশকের ছাত্র আন্দোলনগুলির। সোস্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইল কার্যক্রমের মধ্যে দিয়ে গণ-অভ্যুথানঅভ্যুত্থান অবশ্য ইতিপূর্বে ভারতে খুব বিশেষ দেখা যায়নি। <ref>{{cite news|url=http://ibnlive.in.com/news/hokkolorob-movement-takes-social-media-by-storm-1-lakh-jadavpur-university-students-march-against-the-vc-to-protest-against-sexual-assault/500938-79.html| title=#Hokkolorob movement takes social media by storm; 1 lakh Jadavpur University students march against the VC to protest against sexual assault| newspaper=[[IBN Live]]| accessdate=23 September 2014}}</ref>
 
== প্রতিক্রিয়া ==
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই ছাত্রদের ধারাবাহিক বিক্ষোভ সামান্য কিছুদিনের মধ্যেই রাজ্যব্যাপী এক ছাত্র অভ্যুথানেরঅভ্যুত্থানের চেহারা নেয়। রাজ্যের বিভিন্ন ছোট-বড় স্কুল কলেজ তো বটেই আন্দোলনে অংশ নেয় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, ইংলিশ আণ্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি, আই আই টি বম্বে, প্রমুখ জাতীয় স্ততরের বিশ্ববিদ্যালয়গুলিও। বিক্ষোভ দমণের উপায় হসেবে লাঠিছার্জ ও হয়ে থাকে বারংবার, কোলকাতার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে শুরু করে হিমাচল প্রদেশের এক বিশ্ববিদ্যালয় সহ বহু স্কুল কলেজেই বিছিন্ন লাঠিচার্জের ঘটনা ঘটে। আন্দোলন ক্রমশই দানা বাঁধতে থাকলে পাষে এসে দাঁড়ায় বিদেশের বহু স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রছাত্রীদের দল।
 
== তথ্যসূত্র ==