আর্টিস্টিক জিমন্যাস্টিকস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন
২১ নং লাইন:
== ইতিহাস ==
[[হোমার]], [[এরিস্টটল]] এবং [[প্লেটো|প্লেটো’র]] ন্যায় বিখ্যাত লেখকগণ জিমন্যাস্টিকসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। এতে সাঁতার, দৌঁড়, কুস্তি, মুষ্টিযুদ্ধ ইত্যাদি ক্রীড়াগুলো অন্তর্ভূক্ত ছিল; যা পরবর্তীকালে পৃথক ক্রীড়া হিসেবে আবির্ভূত হয়।<ref>{{Ru icon}}{{cite web | url = http://www.krugosvet.ru/articles/102/1010208/1010208a3.htm | archiveurl = http://web.archive.org/web/20080620082659/http://www.krugosvet.ru/articles/102/1010208/1010208a3.htm | archivedate = 2008-06-20 | title = Sportivnaya gimnastika | work = Enciklopediya Krugosvet | accessdate = April 11, 2006}}</ref> এছাড়াও এটি সামরিক প্রশিক্ষণে ব্যবহৃত হতো। ঊনবিংশ শতকের শুরুতে জার্মানি ও বোহেমিয়ায় বর্তমানরূপে প্রচলিত জিমন্যাস্টিকস এক সময় সামরিক বাহিনীতে প্রচলিত ফ্রি স্টাইলে ব্যবহৃত ক্রীড়াটিকে পৃথক করতে একই সময়ে আর্টিস্টিক জিমন্যাস্টিকস ক্রীড়া বিষয়ের প্রবর্তন করা হয়।<ref>{{cite web | url = http://www.olympic.org/uk/sports/programme/history_uk.asp?DiscCode=GA&sportCode=GY | title = Artistic Gymnastics&nbsp;— History | work = [[IOC]] | accessdate = April 11, 2006}}</ref> জিমন্যাস্টিকসের জনক<ref>{{cite encyclopedia | url = http://encarta.msn.com/text_761567192___0/Gymnastics.html | title = Gymnastics | work = [[Encarta]] | accessdate = April 11, 2006|archiveurl=http://www.webcitation.org/5kwKijxRK|archivedate=2009-10-31|deadurl=yes}}</ref> হিসেবে পরিচিত জার্মান শিক্ষাবিদ [[Friedrich Ludwig Jahn|ফ্রেদরিখ লাদিগ জন]] হরাইজন্টাল বার ও প্যারালাল বারসহ অনেকগুলো অ্যাপারেটাস উদ্ভাবন করেছিলেন, যা অদ্যাবধি ব্যবহার করা হচ্ছে। [[Turnverein|টার্নভেরেইন]] ও [[Sokol|সোকোল]] প্রথমদিককার দুইটি জিমন্যাস্টিকস ক্লাবের মর্যাদা পেয়েছে।
 
== আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন ==
১৮৮১ সালে [[International Gymnastics Federation|আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন]] প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে জিমন্যাস্টিকসের সর্বোচ্চ ক্রীড়া পরিচালনাকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে। ১৯২১ সাল পর্যন্ত কেবলমাত্র তিনটি দেশ এর সদস্য ছিল ও তখন একে ইউরোপীয়ান জিমন্যাস্টিকস ফেডারেশন নামে পরিচিত ছিল। ইউরোপ বহির্ভূত দেশ ফেডারেশনে অন্তর্ভূক্ত হলে এর পূণঃর্গঠন অবশ্যম্ভাবী হয়ে পড়ে ও বর্তমানে এসে দাঁড়ায়। ১৮৯৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে জিমন্যাস্টিকস অন্তর্ভূক্ত হয়। কিন্তু ১৯২৮ সালের পূর্ব পর্যন্ত অলিম্পিকের আসরে মহিলাদের অংশগ্রহণ ছিল না। ১৯০৩ সাল থেকে প্রবর্তিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে পুরুষদের অংশগ্রহণ ১৯৩৪ সাল পর্যন্ত ছিল। এরপর থেকে মহিলা ও পুরুষ বিভাগের দুইটি শাখায় বিভাজন ঘটানো হয়।
 
১৯২৮ সালে অলিম্পিকে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ক্রীড়াবিষয় অন্তর্ভূক্ত হয়। ১৯৫০ সালে বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপের দ্বাদশ আসরে মহিলা আর্টিস্টিক জিমন্যাস্টিকস যুক্ত হয়। দলগত প্রতিযোগিতা, অল-এরাউন্ড ও অ্যাপারেটাস মূল খেলার মর্যাদা পায়। [[Gymnastics at the 1952 Summer Olympics|১৯৫২]] সালে হেলসিঙ্কিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিকস যুক্ত হয় ও অদ্যাবধি সংযুক্ত আছে।
 
== তথ্যসূত্র ==