ব্যবহারকারী:Rahat Jaman Aovi/সুসং দুর্গাপুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rahat Jaman Aovi (আলোচনা | অবদান)
সুসং দুর্গাপুর কিভাবে যাবেন
 
Joy.dtech (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
 
২২ নং লাইন:
রাত- ৮.২০ ঘটিকায়
জারিয়া হতে দুর্গাপুর সিএনজি মোটর বাইক দিয়ে যাওয়া যায়। সিএনজি ভাড়া ৪০ টাকা মোটর বাইক ভাড়া ৫০ টাকা। এছাড়া ময়মনসিংহ ব্রিজ এর মোড় হতে আধা ঘন্টা পরপর লোকাল বাস ও চলে ভাড়া ৮০ টাকা। নতুন আগতদের জন্য সরাসরি বাস এ বিশেষত বিআরটিসি তে আসাই ভাল এত ঝামেলা সহ্য করতে পারবেন না।
=== দুর্গাপুড়[[দুর্গাপুর উপজেলা|দুর্গাপুর]] থেকে যাওয়ার উপায় ===
বিজয়পুর, রানীখং, বিডিয়ার[[বিজিবি]] ক্যাম্প এসব ঘুরতে রিক্সা অথবা মোটর সাইকেল ভাড়া করতে হবে। সমেশ্বরী নদী পাড় হয়ে ওপাশে যেতে হবে। নদী পাড় হতে নৌকাকে দিতে হবে জনপ্রতি ৫ টাকা। আর মটর সাইকেল এর জন্য ১০ টাকা। মটর সাইকেল এ গেলে সব ঘুরে আসতে ৬ ঘন্টা মত সময় লাগবে। ১ টা মটর সাইকেলে ২ জন এর ভাড়া পড়বে ৫৫০-৬০০ টাকা। আর রিক্সায় গেলে ২ জন এ খরচ পড়বে ৪০০-৪৫০ টাকা। ফিরতে সময় লাগবে ৮ ঘন্টা মত। তবে রাস্তা মোটর সাইকেলে গেলেই সুবিধা হবে। এতে ঘুরে দেখার মত পর্যাপ্ত সময় পাওয়া যাবে।
 
===দুর্গাপুরে থাকার জায়গা===
*দুর্গাপুরে থাকার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো ইয়ুথইয়ং মেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বা [[ওয়াইএমসিএ]]-এর রেস্ট হাউস। এখানকার কক্ষ ভাড়া ৩০০-৫০০ টাকা। যোগাযোগ :০১৭১৬২৭৭৬৩৭, ০১৮১৮৬১৩৮৯৬।
*এ ছাড়া আছে ইয়ুথ ওমেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বা ওয়াইডব্লিউসিএ পরিচালিত আরেকটি রেস্ট হাউস। এখানকার কক্ষ ভাড়া ৩০০-৬০০ টাকা। যোগাযোগ :০১৭১১০২৭৯০১, ০১৭১২০৪২৯১৬
*উপজাতীয় কালচারাল একাডেমী গেস্ট হাউস