জোন অব আর্ক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rony3679 (আলোচনা | অবদান)
Rony3679 (আলোচনা | অবদান)
৩২ নং লাইন:
 
== জোনের অভিযান ==
জোন সাদা পোশাক পরিধান করে একটি সাদা ঘোড়ায় চড়ে [[পঞ্চক্রুশধারী তরবারি]] হাতে ৪০০০ সৈন্য নিয়ে ১৪২৯ সালের ২৮শে এপ্রিল অবরুদ্ধ নগরী [[অরলেয়াঁ|অরলেয়াঁয়]] প্রবেশ করেন। প্রথম আক্রমণেই তাঁরা জয়লাভ করেন এবং এরপর তাঁদের একের পর এক সাফল্য আসতে থাকে। কিছুদিনের মধ্যেই তাঁরা ইংরেজ সৈন্যদের কবল থেকে [[তুরেলবুরুজ]] শহর উদ্ধার করেন। এর পর [[পাতে'র যুদ্ধ|পাতে'র যুদ্ধেও]] ইংরেজরা পরাজিত হয়। জুন মাসে জোন তার সৈন্যবাহিনী নিয়ে শত্রুদের ব্যূহ ভেদ করে [[রীইঁ]](Reims) নগরী অধিকার করেন। এরপর ১৬ই জুলাই সপ্তম চার্লস ফ্রান্সের রাজা হিসেবে আবার সিংহাসনে অভিষিক্ত হন এবং এভাবে জোন ফ্রান্সকে স্বাধীনতার পথে এগিয়ে দেন। জোনের মাধ্যমে ফ্রান্স ইংল্যান্ডের মধ্যকার [[শতবর্ষ ব্যাপী যুদ্ধ]] অবসান ঘটে।
 
== জোনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যা ==