প্রথম এলিজাবেথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
Bot: ja:エリザベス1世 is a good article
সম্পাদনা সারাংশ নেই
১৯ নং লাইন:
}}
 
'''প্রথম এলিজাবেথ''' ([[সেপ্টেম্বর ৭]], [[১৫৩৩‌]] - [[মার্চ ২৪]], [[১৬০৩]]) [[নভেম্বর ১৭|১৭ নভেম্বর]] [[১৫৫৮]] থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত [[যুক্তরাজ্য|ইংল্যান্ডের]] রাণী, [[ফ্রান্স|ফ্রান্সের]] রাণী (কেবল নামে) ও [[আয়ারল্যান্ড|আয়ারল্যান্ডের]] রাণী ছিলেন। বিয়ে১৫৩৩ করেননিসালের বলেএই তাকেদিনে কুমারীইংল্যান্ডের রাণীগ্রিনউইচে বলাজন্মগ্রহণ হতো।করেন তিনি।
 
{{অসম্পূর্ণ}}
টিউডর রাজবংশের পঞ্চম ও সর্বশেষ রানী ছিলেন তিনি। তার বাবা ছিলেন রাজা অষ্টম হেনরি। এলিজাবেথের বয়স যখন মাত্র আড়াই তখন তার মা অ্যানে বলিনকে শিরচ্ছেদ করে হত্যা করা হয় এবং এলিজাবেথকে অবৈধ ঘোষণা করা হয়।
 
এ অবস্থায় উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা কাটাতে ভাই ষষ্ঠ এডওয়ার্ড সিংহাসনের ভার অর্পণ করেন লেডি জেনি গ্রের কাছে। ১৫৫৮ সালে ১৭ নভেম্বর এলিজাবেথ সেবান রানী প্রথম মেরির স্থলাভিষিক্ত হন।
 
প্রোটেস্ট্যান্ট বিদ্রোহীদের সহযোগিতা দানের অভিযোগে এলিজাবেথ ক্যাথলিক অনুসারী মেরির শাসনামলে এক বছর অন্তরীণ ছিলেন। পরবর্তীকালে রানী হিসেবে এলিজাবেথের প্রথম পদক্ষেপ ছিল ইংলিশ প্রোটেস্ট্যান্ট চার্চ প্রতিষ্ঠা করা, যার সর্বোচ্চ গভর্নর ছিলেন তিনি নিজেই। এলিজাবেথ অবিবাহিত ছিলেন। এজন্য বিতর্কও তার পিছু নিয়েছিল।
 
মৃত্যুর ২০ বছর পরও সোনালি যুগের শাসক হিসেবে সমাদৃত ছিলেন তিনি। তার শাসনামল এলিজাবেথান এরা নামে পরিচিত। শেকসপিয়রের নাটকে এলিজাবেথান এরা ঘুরে-ফিরেই এসেছে। ১৬০৩ সালের ২৪ মার্চ রিচমন্ডে পরলোকগমন করেন তিনি।
 
 
[[বিষয়শ্রেণী:১৫৩৩-এ জন্ম]]