ভীম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sakkhar21 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Sakkhar21 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
==জন্ম==
[[পাণ্ডু]] নামক রাজা কিমিন্দম মুনির অভিশাপের (যে কোন নারীর সাথে সঙ্গম করতে গেলে– পাণ্ডু মৃত্যুবরণ করবেন) কারণে স্ত্রীসংগম থেকে বিরত থাকেন। এই কারণে [[পাণ্ডু]] তাঁর স্ত্রীদ্বয়ের [[কুন্তি]] ও মাদ্রি এর গর্ভে কোন সন্তান লাভ করতে পারলেন না। এরপর [[পাণ্ডু]] তাঁর স্ত্রী [[কুন্তী]]'কে ক্ষেত্রজ সন্তান উৎপাদনের জন্য অন্য পুরুষকে গ্রহণ করতে অনুরোধ করেন। [[কুন্তী]] সন্তান কামনায় তিনবার তিনজন দেবতাকে আহ্বান করেছিলেন। প্রথমবারে [[কুন্তি]] ধর্মরাজ কে আহবান করে [[যুধিষ্ঠির]] কে লাভ করেন তারপরে তিনি পবনদেব কে আহবান করে [[ভীম]] কে লাভ করেন।
দৈহিক আকৃতিতে [[ভীম]]ছিলেন বিশাল এবং শক্তি ছিল অপরিমিত। এঁর কোন দাড়ি না থাকায় [[কর্ণ]] এঁকে মাকুন্দ বলে পরিহাস করতেন। এর গায়ের রং ছিল কাঁচা সোনার মত। ইনি ছিলেন বিশাল কাঁধের অধিকারী, উন্নতবক্ষ ও অযুত হাতীর শক্তির সমান বলশালী। ইনি অতিরিক্ত ভোজনপটু ছিলেন বলে, বৃকোদর নামপ্রাপ্ত হন। বাকী চার পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের সাথে দ্রোণাচার্যের কাছে ইনি অস্ত্র শিক্ষা করেন। এরপর [[ভীম]] বলরামের কাছে বিশেষভাবে গদাযুদ্ধ শেখেন। ফলে ইনি অবিলম্বে গদা যুদ্ধে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ছোটবেলায় শারীরীক শক্তির কারণে কৌরবদের একশত ভাইকে সবসময় নিপীড়িত করতেন। বিপদের সময় [[দ্রৌপদী]] এবং [[ভীম]] এঁর উপরই সবচেয়ে বেশী নির্ভর করতেন। <ref>http://www.ebanglalibrary.com/mahabharata/?p=945</ref>
 
==শৈশব==
শৈশবে [[দুর্যোধন]] তাঁকে হত্যা করার জন্য প্রমাণকোটি নামক স্থানে একটি জলক্রীড়ার জন্য স্থান নির্বাচন করেন। পরে সকলকে ডেকে উক্ত স্থানে জলক্রীড়া করার সময় বিষ মিশ্রিত পিঠা খাওয়ান এবং লতা দিয়ে হাত পা বেঁধে নদীতে ফেলে দেন। এই অবস্থায় [[ভীম]] নাগ লোকে পৌঁছুলে, নাগদের দংশনে তাঁর শরীরস্থ বিষের ক্ষয় হয়। জ্ঞান লাভ করে [[ভীম]] নাগদের হত্যা করতে থাকেন। পরে নাগরাজ তাঁকে নিজের দৌহিত্র কুন্তীভোজের দৌহিত্র বলে চিনতে পেরে ভীমকে আলিঙ্গন করেন এবং রসায়ন পান করান। [[ভীম]] মোট আটটি রসায়ন-কুণ্ডু পান করে আট দিন ঘুমিয়ে কাটান। আটদিন ধরে [[ভীম]] রসায়ন হজম করে অযুত হাতির বল লাভ করেন। পরে নাগদের সহায়তায় ইনি ঘরে ফিরে আসেন।<ref>http://www.abasar.net/unimahabharat/bheem1.htm</ref>
==বিবাহ==
দুর্যোধন জুতগৃহে অন্যান্য পাণ্ডবদের সাথে এঁকেও পুড়িয়ে মারার উদ্যোগ নেন। পরে বিদুরের সহায়তায় অন্যান্যদের সাথে ভীমও রক্ষা পান। [[ভীম]] সুরঙ্গপথে সকলকে অন্যত্র পাঠিয়ে নিজেই জতুগৃহে অগ্নিসংযোগ করে সকলকে সাথে নিয়ে গঙ্গাতীরে উপস্থিত হন এবং সেখান থেকে বিদুরের প্রেরিত নৌকায় করে [[গঙ্গা]] পার হয়ে জঙ্গলে প্রবেশ করেন। এখানে সকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে [[ভীম]] একা সকলকে পাহারা দেন। এই বনে হিড়িম্ব নামক এক রাক্ষস বাস করতো। হিড়িম্ব এদের মাংস খাওয়ার জন্য তাঁর বোন হিড়িম্বাকে পাঠায়। কিন্তু [[হিড়িম্বা]] ভীমের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরী নারীরূপ ধরে ভীমের সামনে আসেন এবং হিড়িম্বের অভিসন্ধির কথা বলে দেন। পরে ভীম হিড়িম্বকে বধ করলে রাক্ষস দের প্রথা অনুসারে যিনি তাদের রাজা কে হত্যা করবেন তার সাথে তাদের রাজার বোনের মানে [[হিড়িম্বা]]র বিয়ে হবে এবং তিনি তাদের রাজা হবেন। [[হিড়িম্বা]] ও [[ভীম]] এর একমাত্র পুত্র [[ঘটোৎকচ]]। পরে এই [[ঘটোৎকচ]] [[কুরুক্ষেত্রের যুদ্ধ]] ১৫ তম দিনে মারা যান [[কর্ণ]] এর হাতে।<ref>http://www.ebanglalibrary.com/mahabharata/?p=913</ref>
==জরাসন্ধ বধ==
এরপর পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে রাজধানী স্থাপন করে রাজত্ব শুরু করলে, যুধিষ্ঠির রাজা হন। নারদের পরামর্শে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের আয়োজন করেন। মগধরাজ জরাসন্ধ এই যজ্ঞের বিঘ্ন সৃষ্টি করবেন জেনে কৃষ্ণ ভীম ও অর্জুনকে সাথে নিয়ে মগধ রাজ্যে উপস্থিত হন। কৃষ্ণ, ভীম ও অর্জুন স্নাতক ব্রাহ্মণবেশে জরাসন্ধের সম্মূখে আসেন। জরাসন্ধ এই তিনজনের হাতে অস্ত্রব্যবহারের চিহ্ন দেখে প্রকৃত পরিচয় জানতে ইচ্ছা করলে, কৃষ্ণ তাঁদের প্রকৃত পরিচয় দেন। এরপর জরাসন্ধের সাথে ভীমের মল্লযুদ্ধ হয়। ভীম একাধিকবার জরাসন্ধকে পরাজিত করে শরীর বিছিন্ন করেন, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে উক্তশরীর জোড়া লেগে জরাসন্ধ জীবিত হয়ে উঠতে থাকেন। এরপর কৃষ্ণের ইশারায় ভীম বিচ্ছিন্ন হওয়া দেহকে মিলিত হওয়ায় বাধা সৃষ্টি করলে- জরাসন্ধের প্রকৃত মৃত্যু ঘটে। রাজসূয় যজ্ঞের অর্থ আহরণের জন্য পাণ্ডবরা দিগ্বিজয়ে বের হলে ভীম পূব দিকে যাত্রা করেন। এই যাত্রায় ইনি পাঞ্চাল, বিদেহ, দশার্ণ, চেদি, কোশল, অযোধ্যা প্রভৃতি দেশ জয় করে ইন্দ্রপ্রস্থে ফিরে আসেন।
২৫ নং লাইন:
ভীম গোপনে ধৃতরাষ্ট্রকে অপমান করলে, ধৃতরাষ্ট্র বনবাসী হন। ময়দানব বিন্দু সরোবর থেকে বৃষপর্বা গদা এনে ভীমকে উপহার দিয়েছিলেন। মহাপ্রস্থানের পথে দ্রৌপদী, সহদেব, নকুল, ও অর্জুনের পরে এর পতন ঘটে। অতিভোজন ও আত্ম-প্রশংসার কারণে এঁর পতন ঘটেছিল।
 
==তথ্যসূত্র==
 
http://www.abasar.net/unimahabharat/bheem1.htm
http://www.onushilon.org.bd/myth/hindu/vim.htm
http://www.ebanglalibrary.com/mahabharata/?p=945
http://www.ebanglalibrary.com/mahabharata/?p=913
 
 
'https://bn.wikipedia.org/wiki/ভীম' থেকে আনীত