থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৯ নং লাইন:
 
== অলৌকিক জুতোর কাহিনী ==
ক্ষমতালাভের কয়েক বছর পরেই ত্রয়োদশ দলাই লামার ক্ষুধামান্দ্য ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই অসুস্থতার কারণ হিসেবে অলৌকিক মন্ত্রপূত জুতোর একটি কাহিনী প্রচলিত রয়েছে, যার পরিণতিতে একজন উচ্চপদস্থ লামা সহ বেশ কিছু ব্যক্তি গ্রেপ্তার হন। ১৯০০ খ্রিষ্টাব্দে ত্রয়োদশ দলাই লামা লক্ষ্য করেন যে, তাঁর শিক্ষক [[লাস-রাব-গ্লিং-পা]] দ্বারা উপহার হিসেবে প্রদত্ত একজোড়া জুতো পরে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। এই জুতোজোড়া পরীক্ষা করে দেখা যায়, যে তার শুকতলার ভেতরে একটি ঘাতক মন্ত্র লুকোনো রয়েছে। [[লাস-রাব-গ্লিং-পা|লাস-রাব-গ্লিং-পাকে]] এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে নিরপরাধ ঘোষণা করে বলেন যে এই জুতো পড়লে তাঁর নিজের নাক থেকেও রক্তপাত। তিনি বলেন যে, ন্যাগ-রোং অঞ্চলের একজন জাদুকরী ক্ষমতা সম্পন্ন লামা তাঁকে এই জুতোজোড়া উপহার দিয়েছিলেন। সেই লামা তদন্তে স্বীকার করে যাবতীয় দোষ [[তিব্বতের রাজপ্রতিনিধি|প্রাক্তন রাজপ্রতিনিধি]] নবম [[দে-মো]] [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস|ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাসের]] ওপর চাপিয়ে দেন। [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস]] ও তাঁর পরিবারকে তিব্বত সরকার গ্রেপ্তার করেন ও কারাগারেই তাঁদের মৃত্যু ঘটে। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং বেশ কয়েক বছর পরবর্তী পুনর্জন্ম চিহ্নিতকরণ নিষিদ্ধ হয়ে যায়। যদিও গোল্ডস্টেইনের মতে ত্রয়োদশ দলাই লামাকে সরিয়ে ক্ষমতা দখলের উদ্দেশ্যে [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস]] এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন<ref> Goldstein, Melvyn. 1989C. A History of Modern Tibet, 1913-19591913–1951: Thethe Demisedemise of the Lamaist State.state (Berkeley: University of California Press., 1989) ISBN 978-0-520-07590-0</ref>, কিন্তু বেশ কয়েকজন ঐতিহাসিক মনে করেন যে, [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস|ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাসের]] শক্রুরা তাঁর ক্ষতিসাধনের উদ্দেশ্যে তাঁকে ফাঁসিয়েছিলেন। ত্রয়োদশ দলাই লামা পরবর্তীকালে [[চার্লস বেল|চার্লস বেলকে]] দেওয়া এক সাক্ষাতকারে বলেন যে [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস]] দোষী ছিলেন বলেই তাঁর বিশ্বাস।<ref> Bell, Charles. 1946. Portrait of the Dala Lama. London: Colins.<name=Bell46/ref>
 
==ব্রিটিশ আক্রমণ ও পলায়ন==
২৯ নং লাইন:
== পুনরায় ক্ষমতালাভ ==
{{wikisource|Proclamation of Independence of Tibet}}
এই সময় ব্রিটিশ সরকার থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শোর দেখাশোনার জন্য [[চার্লস বেল]] নামক [[সিক্কিম|সিক্কিমের]] একজন তিব্বতী ভাষায় পারদর্শী ব্রিটিশ আধিকারিককে দায়িত্ব প্রদান করেন। [[চার্লস বেল|বেল]] তাঁর বর্ণনায় থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শোকে একজন বৌদ্ধ ভিক্ষু অপেক্ষা একজন চৌখস প্রশাসক হিসেবে উল্লেখ করেন।{{#tag:ref|''The Dalai Lama was about five feet six inches in height. His complexion was the darker hue of one who is lowly born. The nose was lightly aquiline. The large well-set ears were a sign that he was an incarnation of Chen-re-zi. Eyebrows curved high and a full moustache with the ends well waxed, accentuated the alertness of the administrator, rather than the priest meditating apart. His dark-brown eyes were large and very prominent. They lit up as he spoke or listened, and his whole countenance shone with a quiet eagerness. He had small, neat hands and the closely shaven head of the priest.''<ref name=Bell46>Bell, Charles (1946) ''Portrait of a Dalai Lama: the Life and Times of the Great Thirteenth'', Publisher: Wisdom Publications (MA), January 1987, ISBN 978-0-86171-055-3 (first published as ''Portrait of the Dalai Lama'': London: Collins, 1946).</ref>|group=n}} থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো ঝাওয়ের বিরুদ্ধে ব্রিটিশদের নিকট সামরিক সাহায্য প্রার্থনা করেন কিন্তু রুশদের সঙ্গে চুক্তির ফলে ব্রিটিশরা তিব্বতে হস্তক্ষেপ করতে রাজী ছিল না। অপরদিকে চীনারা তিব্বতী মন্ত্রীদের গ্রেপ্তার করে ও চীনা সৈন্যরা বৌদ্ধবিহারগুলি লুঠপাট শুরু করে। এই পরিস্থিতে তিব্বতীরা চীনাদের পরিবর্তে ব্রিটিশদের দিকে ঝুঁকে পড়বে এই আশঙ্কায় ঝাওকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই সময় তিব্বতীরা চীনাদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিলে [[ত্শা-রোং-জ্লা-ব্জাং-দ্গ্রা'-'দুল]] ({{bo|w=tsha rong zla bzang dgra' 'dul}}) নামক তিব্বতের অন্যতম বিখ্যাত এক কূটনীতিক ও সামরিক অধিকর্তাকে এই বিদ্রোহ সংগঠিত করার জন্য পাঠানো হয়। ১৯১১ খ্রিষ্টাব্দে [[চিং রাজবংশ|চিং রাজবংশের]] পতন হলে নতুন সরকার তিব্বতের দিকে নজর দিতে ব্যর্থ হন।<ref>Mayhew, Bradley and Michael Kohn. (2005). Tibet, p. 32. Lonely Planet Publications. ISBN 1-74059-523-8.</ref> এই সময় তিব্বতীরা বিদ্রোহ ঘোষণা করে পুনরায় তিব্বতের অধিকার কেড়ে নিতে সক্ষম হন। ১৯১২ খ্রিষ্টাব্দে [[ত্রয়োদশ দলাই লামা]] [[ভারত]] থেকে যাত্রা করে এক সপ্তাহ পরে ব্সাম-স্দিংস বৌদ্ধবিহারে ({{bo|w=bsam sdings dgon}}) পৌঁছন। সেখানে এক মাস থেকে তিনি [[লাসা]] শহরের পরিস্থিতির ওপর নজর রাখেন এবং [[আম্বান|আম্বানের]] সমর্পণ পত্র লাভ করলে তিনি [[লাসা]] শহরে প্রবেশ করেন। এই বছর ১২ই ফেব্রুয়ারী তিনি [[চীন|চীনের]] সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিব্বতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।<ref name="Dalai">[http://www.tibetjustice.org/materials/tibet/tibet1.html "Proclamation Issued by His Holiness the Dalai Lama XIII (1913)"], [http://www.tibetjustice.org/index.html Tibet Justice Center]. Retrieved 20 March 2009</ref> ষোড়শ শতাব্দী থকে [[দলাই লামা|দলাই লামাদের]] বিদেশী শক্তির পৃষ্ঠপোষকতার ঐতিহ্যের বিপরীতে তিনি প্রথম [[দলাই লামা]] ছিলেন, যিনি তিব্বতী জাতীয়তাবাদের কথা বলেন এবং তিব্বতী জাতীয়তাবাদের প্রতীক হিসেবে [[তিব্বতের পতাকা]] চালু করেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে তিব্বতে অবস্থিত সমস্ত চীনা সৈন্যদের [[তিব্বত]] ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।<ref name= Shakya/>
 
== সিমলা চুক্তি, ১৯১৪ ==
৫৭ নং লাইন:
*Bell, Charles (1931) ''The Religion of Tibet''. Oxford: Clarendon Press
*Gelek, Surkhang Wangchen. 1982. "Tibet: The Critical Years (Part 1) "The Thirteenth Dalai Lama". ''The Tibet Journal''. Vol. VII, No. 4. Winter 1982, pp.&nbsp;11–19.
*Goldstein, Melvyn C. ''A History of Modern Tibet, 1913–1951: the demise of the Lamaist state'' (Berkeley: University of California Press, 1989) ISBN 978-0-520-07590-0
*Mullin, Glenn H. (2001). ''The Fourteen Dalai Lamas: A Sacred Legacy of Reincarnation'', pp.&nbsp;376–451. Clear Light Publishers. Santa Fe, New Mexico. ISBN 1-57416-092-3.
*Richardson, Hugh E.(1984): ''Tibet & its History''. Boulder and London: Shambala. ISBN 0-87773-292-2.