থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭ নং লাইন:
== রাজনৈতিক ক্ষমতালাভ ==
কুড়ি বছর বয়স পর্যন্ত থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো ধর্মীয় শিক্ষালাভেই অধিক মনোযোগ দেন। ১৮৯৫ খ্রিষ্টাব্দে তৃতীয় ফুর-ল্চোগ [[ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো (ফুরচোক)|ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো]] তাঁকে [[লাসা]] শহরের [[জোখাং]] মন্দিরে ভিক্ষুর শপথ প্রদান করেন। যদিও থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে চাইছিলেন না, তবুও এই বছরে ত্শোংস-'দু-র্গ্যাস-'দ্জোম ({{bo|w=tshongs 'du rgyas 'dzom}}) বা তিব্বত সরকারের জাতীয় সভা আহ্বান করে [[দলাই লামা|দলাই লামাকে]] [[তিব্বত|তিব্বতের]] রাজনৈতিক ক্ষমতাগ্রহণের অনুরোধ জানানো হয়। এর ফলশ্রুতি হিসেবে [[পোতালা প্রাসাদ|পোতালা প্রাসাদে]] এক অনুষ্ঠানের মাধ্যমে থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শোকে [[তিব্বত|তিব্বতের]] রাজনৈতিক ক্ষমতা প্রদান করা হয়। ক্ষমতালাভের প্রথম দুই বছর তাঁর শাসন শান্তিপূর্ণ ছিল, কিন্তু ১৮৯৬ খ্রিষ্টাব্দে লু চুয়ানলিন (鹿傳霖) নামক [[সিচুয়ান]] অঞ্চলের চীনা শাসক তিব্বতের শাসনাধীন ন্যাগ-রোং অঞ্চল অধিকারের উদ্দেশ্যে একটি সামরিক অভিযান প্রেরণ করেন ও ঝৌ ওয়ানশুন (周萬順) নামক তাঁর এক সেনাপতি এই অঞ্চল অধিকার করে নেন। থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো [[চিং রাজবংশ|চিং সম্রাট]] [[গুয়াংজু|গুয়াংজুর]] নিকট শেস-রাব-ছোস-'ফেলের ({{bo|w=shes rab chos 'phel}}) নেতৃত্বে [[কলকাতা]] হয়ে সমুদ্রপথে একটি গোপণ প্রতিনিধিদল পাঠান। এই প্রতিনিধিদলের মধ্যস্থতায় [[গুয়াংজু]] ন্যাগ-রোং অঞ্চল থেকে চীনা সেনাবাহিনী ফিরিয়ে নিতে নির্দেশ দেন ও এই অঞ্চলের ওপর [[তিব্বত|তিব্বতের]] শাসন মেনে নেন। [[তিব্বত|তিব্বতের]] শাসনকর্তা হিসেবে এটি ছিল থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শোর অন্যতম প্রধান কূটনৈতিক সাফল্য। ১৮৯৯ খ্রিষ্টাব্দে [[ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো (ফুরচোক)|ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শোর]] নির্দেশে দ্গে-ব্শেস-ল্হা-রাম্স-পা ({{bo|w=dge bshes lha rams pa}}) উপাধি লাভের পরীক্ষায় অবতীর্ণ হন এবং [[তিব্বত|তিব্বতের]] ইতিহাসে প্রথম [[দলাই লামা]] হিসেবে এই উপাধি লাভ করেন।<ref name= Shakya/>
 
== অলৌকিক জুতোর কাহিনী ==
ক্ষমতালাভের কয়েক বছর পরেই ত্রয়োদশ দলাই লামার ক্ষুধামান্দ্য ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই অসুস্থতার কারণ হিসেবে অলৌকিক মন্ত্রপূত জুতোর একটি কাহিনী প্রচলিত রয়েছে, যার পরিণতিতে একজন উচ্চপদস্থ লামা সহ বেশ কিছু ব্যক্তি গ্রেপ্তার হন। ১৯০০ খ্রিষ্টাব্দে ত্রয়োদশ দলাই লামা লক্ষ্য করেন যে, তাঁর শিক্ষক [[লাস-রাব-গ্লিং-পা]] দ্বারা উপহার হিসেবে প্রদত্ত একজোড়া জুতো পরে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। এই জুতোজোড়া পরীক্ষা করে দেখা যায়, যে তার শুকতলার ভেতরে একটি ঘাতক মন্ত্র লুকোনো রয়েছে। [[লাস-রাব-গ্লিং-পা|লাস-রাব-গ্লিং-পাকে]] এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে নিরপরাধ ঘোষণা করে বলেন যে এই জুতো পড়লে তাঁর নিজের নাক থেকেও রক্তপাত। তিনি বলেন যে, ন্যাগ-রোং অঞ্চলের একজন জাদুকরী ক্ষমতা সম্পন্ন লামা তাঁকে এই জুতোজোড়া উপহার দিয়েছিলেন। সেই লামা তদন্তে স্বীকার করে যাবতীয় দোষ [[তিব্বতের রাজপ্রতিনিধি|প্রাক্তন রাজপ্রতিনিধি]] নবম [[দে-মো]] [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস|ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাসের]] ওপর চাপিয়ে দেন। [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস]] ও তাঁর পরিবারকে তিব্বত সরকার গ্রেপ্তার করেন ও কারাগারেই তাঁদের মৃত্যু ঘটে। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং বেশ কয়েক বছর পরবর্তী পুনর্জন্ম চিহ্নিতকরণ নিষিদ্ধ হয়ে যায়। যদিও গোল্ডস্টেইনের মতে ত্রয়োদশ দলাই লামাকে সরিয়ে ক্ষমতা দখলের উদ্দেশ্যে [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস]] এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন<ref> Goldstein, Melvyn. 1989. A History of Modern Tibet, 1913-1959: The Demise of the Lamaist State. Berkeley: University of California Press.</ref>, কিন্তু বেশ কয়েকজন ঐতিহাসিক মনে করেন যে, [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস|ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাসের]] শক্রুরা তাঁর ক্ষতিসাধনের উদ্দেশ্যে তাঁকে ফাঁসিয়েছিলেন। ত্রয়োদশ দলাই লামা পরবর্তীকালে [[চার্লস বেল|চার্লস বেলকে]] দেওয়া এক সাক্ষাতকারে বলেন যে [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-রাব-র্গ্যাস]] দোষী ছিলেন বলেই তাঁর বিশ্বাস।<ref> Bell, Charles. 1946. Portrait of the Dala Lama. London: Colins.</ref>
 
==ব্রিটিশ আক্রমণ ও পলায়ন==