লক নেস দানব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ফিক্স
১৩ নং লাইন:
'''লক নেস দানব''' হলো একটি [[ক্রিপটিড]] (প্রাণী যাদের অস্তিত্ত্বের কথা শোনা যায় কিন্তু বৈজ্ঞানীক কোন প্রমাণ নেই<ref name="SkepDic">{{cite web |url=http://skepdic.com/crypto.html |title=Cryptozoology |publisher=The Skeptic's Dictionary |date=09-02-23 |last=Carroll |first=Robert T.|accessdate=2009-04-12}}</ref>)। জনশ্রুতি অনুসারে, এটি স্কটল্যান্ডের [[লক নেস|লক নেসে]] বসবাসকারী অনেক বড় অদ্ভুত প্রাগৈতিহাসিক ড্রাগণ আকৃতির পাখাওয়ালা একটি প্রাণী। বিভিন্ন সময় যদিও এর ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায় তবে এটি স্কটল্যান্ড ও এর আশেপাশের হৃদের অন্যান্য রহস্যময় দানবদের যে বর্ণনা পাওয়া যায় তার সাথে অনেকটা মিলে যায় বলে মনে করা হয়। এ প্রাণী এর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস ও মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সূত্র ধরে, এটি প্রথম ১৯৩৩ সালে বিশ্ববাসীর নজড়ে আসে। অনেক বিতর্কিত ফোটোগ্রাফিক উপাদান এবং অস্তিত্ত্বের প্রমাণ সম্পর্কে অপর্যাপ্ত তথ্যের জন্য এ প্রাণীটিকে অনেকেই কাল্পনিক প্রাণী বলে মনে করে থাকেন।
 
সাধারণ বিশ্বাস ধারণা অনুসারে কোন প্রাণীর এতো দীর্ঘ সময় পৃথীবিতে টিকে থাকা সম্ভব নয় ও হৃদের গভীরে সর্যালোক প্রবেশ না করার কারণে এটিকে নিছক একটি গুজব বলে মনে করা হয়।<ref>{{cite book |author= A. G. Harmsworth |year=2009 |title=Loch-ness.org says the Plesiosaur theory is "Without doubt (the) most popular candidate among monster believers and the press". |url=http://www.loch-ness.org/candidates.html}}</ref> বৈজ্ঞানীক সম্প্রদায়, এটিকে অধুনিককালের পুরাণ হিসেবে আখ্যা দিয়েছেন।<ref>[[Robert Todd Carroll]], ''[[The Skeptic's Dictionary]]: A Collection of Strange Beliefs, Amusing Deceptions, and Dangerous Delusions'' pages 200–201 (John Wiley & Sons, Inc., 2003). ISBN 0-471-27242-6</ref> তবে এগুলো বাদ দিয়ে, লেক নেসের দানব পৃথিবীর অন্যতম রহস্য বলে বিবেচিত। ১৯৪০-এর দশক<ref>{{cite news|work=Edinburgh Scotsman|date=14 May 1945|title=Up Again|quote=So "Nessie" is at her tricks again. After a long, she has by all accounts bobbed up in home waters...|page=1}}</ref> থেকে কিংবদন্তি এ দানবটিকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নেসী (স্কটিশ নিসাগ থেকে এর উৎপত্তি)।{{efn|Derived from "Loch Ness". Also a familiar form of the girl's name Agnes, relatively common in Scotland, e.g. the Daily Mirror 4 August 1932 reports the wedding of "Miss Nessie Clark, a Banffshire schoolteacher"}}<ref name=Morag28>Campbell, Elizabeth Montgomery & David Solomon, ''The Search for Morag'' (Tom Stacey 1972) ISBN 0-85468-093-4, page 28 gives ''an-t-Seileag'', ''an-Niseag'', ''a-Mhorag'' for the monsters of Lochs Shiel, Ness and Morag, adding that they are feminine diminutives</ref> ক্রিপ্টোজুলজিতে (রহস্যময় প্রানী সম্পর্কিত বিজ্ঞান) বিগফুট, ইয়েতি, সাসকুয়াচের মতো রহস্যঘেরা প্রাণীদের পাশাপাশি নেসীও স্থান করে নিয়েছে।
 
==উৎপত্তি==