থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
১৯ নং লাইন:
== চীন যাত্রা ==
[[বেজিং]] যাত্রার পথে থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো [[উটাই শান]] নামক বৌদ্ধ তীর্থস্থানে পৌছলে চীনে মার্কিন প্রতিনিধি [[উইলিয়াম উডভিল রকহিল|উইলিয়াম উডভিল রকহিলের]] সঙ্গে সাক্ষাত করেন। [[উইলিয়াম উডভিল রকহিল|রকহিল]] তাঁকে একজন অত্যন্ত বুদ্ধিদীপ্ত, মুক্তমনা, দয়ালু, সদাহাস্য ও বন্ধুসুলভ যুবা বলে বর্ণনা করেন।{{#tag:ref|''is a man of undoubted intelligence and ability, of quick understanding and of force of character. He is broad-minded -- and of great natural dignity.........he is a quick tempered and impulsive, but cheerful and kindly ''<ref name=Rockhill>Rockhill, W.W. 1910. “The Dalai Lama of Lhasa and their relations with Manchu Emperors of China, 1644-1908” T'oung Pao, vol. 11, pp: 1-104.</ref>|group=n}} ১৯০৮ খ্রিষ্টাব্দে তিনি [[বেজিং]] শহরে পৌছলে একজন স্বাধীন সার্বভৌম জাতির শাসক হিসেবে তাঁকে স্বাগত জানানো হয়।{{#tag:ref|''[the Dalai Lama] had been treated with all the ceremony which could have been accorded to any independent sovereign, and nothing can be found in Chinese works to indicate that he was looked upon in any other light."<ref name=Rockhill/>|group=n}} [[বেজিং]] শহরে বসবাস কালে তিনি জাপানী সামরিক উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাত করেন, যার ফলশ্রুতি হিসেবে পরবর্তীকালে ১৯০৯ খ্রিষ্টাব্দে জাপান তিব্বতী সেনাদের আধুনিকীকরণের উদ্দেশ্যে সামরিক উপদেষ্টা প্রেরণ করেন। থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো চীনের নিম্ন আধিকারিকদের সঙ্গে সাক্ষাতে অস্বীকার করেন ও একজন স্বাধীন জাতির শাসক হসেবে সরাসরি [[চিং রাজবংশ|চিং সাম্রাজ্ঞী]] [[চিজি|চিজির]] (慈禧) সঙ্গে সাক্ষাতের দাবী জানান। ১৯০৮ খ্রিষ্টাব্দের ১৪ই অক্টোবর তিনি [[চিং রাজবংশ|চিং সম্রাট]] [[জুয়ানটোং]] (宣統) এবং [[চিং রাজবংশ|সাম্রাজ্ঞী]] [[চিজি|চিজির]] সঙ্গে সাক্ষাত করেন। থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো সম্রাটের নি ঝুঁকে সম্মান জানাতে অস্বীকার করেন।<ref>Tamm, Eric Enno. "The Horse That Leaps Through Clouds: A Tale of Espionage, the Silk Road and the Rise of Modern China." Vancouver: Douglas & McIntyre, 2010, pp. 367. See http://horsethatleaps.com</ref>
 
== চীনা আক্রমণ ==
১৯০৯ খ্রিষ্টাব্দে পাঁচ বছর [[তিব্বত|তিব্বতের]] বাইরে কাটানোর পর থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো [[লাসা]] ফিরে আসেন ও তাঁকে পুনরায় তিব্বতের শাসনক্ষমতা প্রদান করা হয়। এই সময় মাঞ্চু সেনাপতি ঝাও এর্ফেং (趙爾豊) [[চিং রাজবংশ|চিং সম্রাটের]] নিকট আবেদন করে নিজেকে তিব্বতের [[আম্বান]] নিযুক্ত করতে এবং তাঁর সেনাবাহিনী [[তিব্বত]] নিয়ে যাওয়ার অনুমতিলাভ করতে সমর্থ হন। থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শোর ধর্মীয় কর্তৃত্ব সম্বন্ধে বলা হলেও ঝাও তাঁর রাজনৈতিক কর্তৃত্বের ব্যাপারে নীরব থাকেন। তিব্বতীরা এই পদক্ষেপকে দলাই লামার শাসনকে হঠিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র বলে মনে করে [[চিং রাজবংশ|চিং সম্রাটের]] নিকট ব্যর্থ আবেদন করেন। এই সময় তিব্বতী সে্নাবাহিনীরও কোন অস্তিত্ব ছিল না, যার ফলে তাঁরা ঝাওয়ের সেনাবাহিনীকে প্রতিরোধ করতে অসমর্থ হন। ১৯১০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে ঝাও প্রায় বিনা প্রতিরোধে [[লাসা]] অধিকার করেন। য়াব-গ্ঝিস-ফুন-খাং ({{bo|w=yab gzhis phun khang}}) নামক নবগঠিত তিব্বত বিদেশ দপ্তরের প্রধানকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দুই আধিকারিককে হত্যা করা হয়। থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় [[ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান]] ({{bo|w=ngag dbang blo bzang bstan pa'i rgyal mtshan}}) নামক তৃতীয় [[ত্শে-স্মোন-গ্লিং রিন-পো-ছে]] ({{bo|w=tshe smon gling rin po che}}) উপাধিধারী লামাকে [[তিব্বতের রাজপ্রতিনিধি]] নিযুক্ত করে [[লাসা]] ছেড়ে [[ভারত]] পালিয়ে যান।<ref>French, Patrick. Younghusband: The Last Great Imperial Adventurer, p. 258. (1994). Reprint: Flamingo, London. ISBN 978-0-00-637601-9.</ref>
 
== পুনরায় ক্ষমতালাভ ==
{{wikisource|Proclamation of Independence of Tibet}}
এই সময় ব্রিটিশ সরকার তাঁর দেখাশোনার জন্য [[চার্লস বেল]] নামক [[সিক্কিম|সিক্কিমের]] একজন তিব্বতী ভাষায় পারদর্শী ব্রিটিশ আধিকারিককে দায়িত্ব প্রদান করেন। [[চার্লস বেল|বেল]] তাঁর বর্ণনায় থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শোকে একজন বৌদ্ধ ভিক্ষু অপেক্ষা একজন চৌখস প্রশাসক হিসেবে উল্লেখ করেন।{{#tag:ref|''The Dalai Lama was about five feet six inches in height. His complexion was the darker hue of one who is lowly born. The nose was lightly aquiline. The large well-set ears were a sign that he was an incarnation of Chen-re-zi. Eyebrows curved high and a full moustache with the ends well waxed, accentuated the alertness of the administrator, rather than the priest meditating apart. His dark-brown eyes were large and very prominent. They lit up as he spoke or listened, and his whole countenance shone with a quiet eagerness. He had small, neat hands and the closely shaven head of the priest.''<ref>Bell, Charles (1946) ''Portrait of a Dalai Lama: the Life and Times of the Great Thirteenth'', Publisher: Wisdom Publications (MA), January 1987, ISBN 978-0-86171-055-3 (first published as ''Portrait of the Dalai Lama'': London: Collins, 1946).</ref>|group=n}} থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো ঝাওয়ের বিরুদ্ধে ব্রিটিশদের নিকট সামরিক সাহায্য প্রার্থনা করেন কিন্তু রুশদের সঙ্গে চুক্তির ফলে ব্রিটিশরা তিব্বতে হস্তক্ষেপ করতে রাজী ছিল না। অপরদিকে চীনারা তিব্বতী মন্ত্রীদের গ্রেপ্তার করে ও চীনা সৈন্যরা বৌদ্ধবিহারগুলি লুঠপাট শুরু করে। এই পরিস্থিতে তিব্বতীরা চীনাদের পরিবর্তে ব্রিটিশদের দিকে ঝুঁকে পড়বে এই আশঙ্কায় ঝাওকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই সময় তিব্বতীরা চীনাদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিলে [[ত্শা-রোং-জ্লা-ব্জাং-দ্গ্রা'-'দুল]] ({{bo|w=tsha rong zla bzang dgra' 'dul}}) নামক তিব্বতের অন্যতম বিখ্যাত এক কূটনীতিক ও সামরিক অধিকর্তাকে এই বিদ্রোহ সংগঠিত করার জন্য পাঠানো হয়। ১৯১১ খ্রিষ্টাব্দে [[চিং রাজবংশ|চিং রাজবংশের]] পতন হলে নতুন সরকার তিব্বতের দিকে নজর দিতে ব্যর্থ হন।<ref>Mayhew, Bradley and Michael Kohn. (2005). Tibet, p. 32. Lonely Planet Publications. ISBN 1-74059-523-8.</ref> এই সময় তিব্বতীরা বিদ্রোহ ঘোষণা করে পুনরায় তিব্বতের অধিকার কেড়ে নিতে সক্ষম হন। ১৯১২ খ্রিষ্টাব্দে [[ত্রয়োদশ দলাই লামা]] [[ভারত]] থেকে যাত্রা করে এক সপ্তাহ পরে ব্সাম-স্দিংস বৌদ্ধবিহারে ({{bo|w=bsam sdings dgon}}) পৌঁছন। সেখানে এক মাস থেকে তিনি [[লাসা]] শহরের পরিস্থিতির ওপর নজর রাখেন এবং [[আম্বান|আম্বানের]] সমর্পণ পত্র লাভ করলে তিনি [[লাসা]] শহরে প্রবেশ করেন। এই বছর ১২ই ফেব্রুয়ারী তিনি [[চীন|চীনের]] সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিব্বতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। ষোড়শ শতাব্দী থকে [[দলাই লামা|দলাই লামাদের]] বিদেশী শক্তির পৃষ্ঠপোষকতার ঐতিহ্যের বিপরীতে তিনি প্রথম [[দলাই লামা]] ছিলেন, যিনি তিব্বতী জাতীয়তাবাদের কথা বলেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে তিব্বতে অবস্থিত সমস্ত চীনা সৈন্যদের [[তিব্বত]] ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।<ref name= Shakya/>
 
== পাদটীকা ==
২৮ ⟶ ৩৫ নং লাইন:
== আরো পড়ুন ==
{{Commonscat|Thubten Gyatso, 13th Dalai Lama|থুব-ব্স্তান-র্গ্যা-ম্ত্শো}}
*Bell, Charles (1946) ''Portrait of a Dalai Lama: the Life and Times of the Great Thirteenth'' by Charles Alfred Bell, Sir Charles Bell, Publisher: Wisdom Publications (MA), January 1987, ISBN 978-0-86171-055-3 (first published as ''Portrait of the Dalai Lama'': London: Collins, 1946).
*Bell, Charles (1931) ''The Religion of Tibet''. Oxford: Clarendon Press
*Gelek, Surkhang Wangchen. 1982. "Tibet: The Critical Years (Part 1) "The Thirteenth Dalai Lama". ''The Tibet Journal''. Vol. VII, No. 4. Winter 1982, pp.&nbsp;11–19.