মাহেলা জয়াবর্ধনে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
+ 8টি বিষয়শ্রেণী হটক্যাটের মাধ্যমে
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন
১৯৬ নং লাইন:
 
দ্বিতীয় উইকেট তথা টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে-কোন উইকেটে সবচেয়ে [[partnership (cricket)|দীর্ঘতম জুটি]] গড়েন তিনি। জুলাই, ২০০৬ সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম জুটি হিসেবে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের]] বিপক্ষে [[কুমার সাঙ্গাকারা|সাঙ্গাকারা’র]] সাথে ৬২৪ রান করেন।<ref>{{cite web|url=http://stats.cricinfo.com/ci/content/records/283573.html|title=Test matches – Partnership records – Highest partnerships for any wicket|publisher=[[ESPNCricinfo]]|accessdate=3 April 2012}}</ref> দ্বিতীয় উইকেটে তৎকালীন [[বিশ্বরেকর্ড]] ছিল কলম্বোয় অনুষ্ঠিত [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] বিপক্ষে [[রোশন মহানামা]]-[[সনাথ জয়াসুরিয়া|সনাথ জয়াসুরিয়া’র]] ২২৫ রান।<ref>{{citation|url=http://www.sundayobserver.lk/2008/04/06/spo10.asp |title=World record-holder Mahanama Observer Schoolboy Cricketer in 1983 and 1984 |publisher=[[The Observer]]|date= 6 April 2008 |accessdate=3 April 2012}}</ref>
 
== ব্যক্তিগত জীবন ==
সুনীলা ও সেনেরাথ জয়াবর্ধনে দম্পতির সন্তান মাহেলা জয়াবর্ধনে ১৯৭৭ সালে কলম্বোয় জন্মগ্রহণ করেন। ধিশাল নামীয় তার এক ছোট ভাই ছিল। ষোল বছর বয়সে ধিশালের [[ক্যান্সার|মস্তিষ্কের টিউমারের]] কারণে অকাল মৃত্যু ঘটে। এ ঘটনাটি জয়াবর্ধনেকে মানসিকভাবে বিপর্যস্ত করে ও সাময়িকভাবে ক্রিকেট জীবন থেকে দূরে থাকতে হয় তাকে। পরবর্তীতে পরিবার ও সতীর্থ খেলোয়াড়দের অনুপ্রেরণায় তিনি আবারো তার সফল খেলোয়াড়ী জীবনে অগ্রসর হন। ভ্রমণবিষয়ক পরামর্শক ক্রিস্টিনা মল্লিকা সিরিসেনা নাম্নী এক তরুণীর পাণিগ্রহণ করেন মাহেলা। খেলাধূলার বাইরে হোপ ক্যান্সার প্রজেক্টের সাথে জড়িত তিনি।<ref>[http://www.hopelk.org/ hopelk.org]</ref> ছোট ভাই ধিলশালের স্মৃতিকে মনে রেখে হোপের প্রচারণায় অগ্রসর হয়েছেন। সতীর্থ খেলোয়াড়দের সহযোগিতায় মহরাগামা এলাকায় ৭৫০-শয্যার ক্যান্সার ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েছেন যা দেশের একমাত্র উল্লেখযোগ্য ক্যান্সার হাসপাতাল হিসেবে বিবেচিত হবে।
 
== তথ্যসূত্র ==