বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
৫২১ নং লাইন:
:[[User:Ferdous|ফেরদৌস]], ওষুধটির জেনেরিক নাম হল সিলডেনাফিল। এই ওষুধটি ভায়াগ্রা নামে একটি কোম্পানী বাজারজাত করে। অর্থাৎ ভায়াগ্রা একটি ব্র্যান্ড নেম, সেটি ওষুধটির জেনেরিক নাম নয়। ওষুধের জেনেরিক নামেই নিবন্ধ তৈরী করাই শ্রেয়। এক্ষেত্রে ইংরেজী উইকি ঠিক কাজই করেছে। এটি অনুকরণের প্রশ্ন নয়। ধরুন প্যারাসিটামল (জেনেরিক নাম) ওষুধটি বিভিন্ন কোম্পানী বিভিন্ন নামে বিক্রি করে, যেমন ক্যালপল, ক্রোসিন ইত্যাদি ব্র্যান্ড নেমে বিক্রি করে, সেক্ষেত্রে প্যারাসিটামল নামেই নিবন্ধ তৈরী হবে, ক্রোসিন বা ক্যালপল নামে নয়। আশা করি আমার বক্তব্য বোঝাতে পারলাম। আর, একটা কথা, আপনার যদি আমার বক্তব্যে বা কাজকর্মে অসন্তোষ হয়ে থাকে, আপনি অন্য উইকিপিডিয়ানদের মাধ্যমে না বলিয়ে আমাকে সরাসরি বলতে পারেন, আমি তাতে বিন্দুমাত্র কিছু মনে করব না। বরং তাতে সমস্ত ভুল বোঝাবুঝি খুব দ্রুত মিটে যাবে। -- [[User:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[User talk:Bodhisattwa|আলাপ]]) ০৬:৩০, ১৫ আগস্ট ২০১৪ (ইউটিসি)
:: আপনার সাথে যুক্তি তর্ক করার আগ্রহটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি। আমি উইকিতে কাজ করছিলাম সেটা বারবার বাধাগ্রস্থ হচ্ছে। সেজন্য এখানে আর থাকার মানে হয় না। আর অন্যকে দিয়ে বলিয়ে আপনাকে পরাস্থ করতে পারবে এরকম উইকিপিডিয়ান আমার দৃষ্টিতে একটিও নাই। ব্জ দিয়ে শব্দ শুরু করলেও আপনি সঠিক! ৎ এ কার দেওয়া শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আজো শেখা হয়ে ওঠে নাই। তবুও আপনি ঠিক। আপনাকে এভোয়েড করে কাজ করতে চেষ্টা করলাম। এখন বুঝতে পারছি আপনি কেন ক্ষ্যাপামী করছেন। [User:Masum Ibn Musa]] তার এক মন্তব্যে আমার নাম উল্লেখ করে আপনাকে অভিযুক্ত করেছিলেন বলে সেই ঝাল ঝাড়ার সুযোগে ছিলেন। শেম ইউর মেন্টালিটি। মাসুম ইবনে মুসা নিজে থেকেই বলেছিলেন। ট্যাগ করার ব্যাপারে আমি তাকে কিছুই বলিনি। বলেছিলাম বেলায়েত সাহেবকে। যাতে নিবন্ধগুলো সম্পাদনার সুযোগ পাই। যাই হোক এসব অহেতুক প্যাঁচাল করে লাভ নেই। আমি উইকিপিডিয়া ছেড়ে যাচ্ছি। আপনি গেলেও উইকিপিডিয়ার মঙ্গল হবে বলে আমি একান্ত ভাবেই বিশ্বাস করি। অবশ্য অন্যের বিশ্বাসে গোঁড়া লোকের কি আসে যায়! ভালো থাকবেন। [[User:Ferdous|<b><font color="#B93B8F">ফে</font><font color="#800000">র</font><font color="#B93B8F">দৌ</font><font color="#B93B8F">স</font><font color="#800000"></font></b>]] <sup>([[User talk:Ferdous|<span style="color:#006400">টক শো</span>]])</sup> ০৭:০২, ১৫ আগস্ট ২০১৪ (ইউটিসি)
:[[User:Ferdous|ফেরদৌস]], আমার কিছু বলার নেই, আমি এখনো পর্যন্ত আপনার সম্বন্ধে কোন খারাপ মন্তব্য করিনি। আর, আপনার সঙ্গে তর্ক করব বলেও আমি উঠে পড়ে লাগিনি। ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতেই আমি চেয়েছিলাম। আমি অত্যন্ত দুঃখিত, যে আমার সম্বন্ধে আপনার এই রকম ধারণা তৈরী হয়েছে। যাই হোক, উইকি থেকে আপনার বিদায় নেওয়ার কোন কারণ নেই। আপনার যদি মনে হয়, আমি বিদায় নিলেই উইকির মঙ্গল, তবে আমিই বিদায় নিচ্ছি। -- [[User:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[User talk:Bodhisattwa|আলাপ]]) ০৭:১০, ১৫ আগস্ট ২০১৪ (ইউটিসি)