বিবকোড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{কাজ চলছে}} '''বিবকোড''' (ইংরেজিতে '''bibcode''') বা '''রেফকোড''' (...
(কোনও পার্থক্য নেই)

১৭:১০, ৬ আগস্ট ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

বিবকোড (ইংরেজিতে bibcode) বা রেফকোড ("refcode") হল যে কোনো মুদ্রিত উপাত্তকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক উপাত্ত সংরক্ষণ ব্যবস্থা কর্তৃক ব্যবহৃত এক রকম সংক্ষিপ্ত নির্দেশক। বিবলিওগ্রাফিক রেফারেন্স কোড (Bibliographic Reference Code বা REFCODE) প্রথম নির্মিত হয় সিম্বাদ (SIMBAD) এবং নাসা/আইপ্যাক এক্সট্রাগ্যালাক্টিক ডেটাবেস (NED)-এর ব্যবহারের জন্য, কিন্তু কার্যক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা একটা সাধারণ মানদণ্ডে পরিণত হয় এবং বর্তমানে অন্য অনেক সংস্থাই এর ব্যবহার করছে। উদাহরণস্বরূপ বলা যায় নাসার জ্যোতিঃপদার্থবিজ্ঞান উপাত্ত-সংরক্ষণ ব্যবস্থার কথা, যারা প্রথম বিবকোড কথাটার প্রচলন করেছিল[১][২]। এই কোডে ১৯টা অঙ্ক থাকে, যা নিম্নলিখিতভাবে সজ্জিতː—

YYYYJJJJJVVVVMPPPPA,

যেখানে YYYY হল বছর নির্দেশক চার অঙ্কবিশিষ্ট স্থান, যা উদ্দিষ্ট উপাত্তের প্রকাশনার বছরটি খ্রিস্টাব্দ হিসেবে চিহ্নিত করে। JJJJJ হল প্রকাশিত উপাত্তের উৎস (পত্রিকা/বই/গবেষণাপত্র প্রভৃতি) নির্দেশক স্থান। কোনো জার্নালের প্রকাশনার ক্ষেত্রে VVVV হল সংশ্লিষ্ট জার্নালের প্রকাশনা-সংখ্যার সূচক, এবং M দিয়ে বোঝানো হয় জার্নালের কোন্ বিভাগে উপাত্তটি প্রকাশিত হয়েছিল (যেমন, 'চিঠিপত্র' বা 'letters section' বোঝাতে L ব্যবহার করা হয়)। PPPP হল পৃষ্ঠার নম্বর, আর A বোঝায় রচয়িতাদের মধ্যে প্রথম জনের পদবীর প্রথম অক্ষর। কোনো নির্দিষ্ট নির্দেশের ক্ষেত্রে অপ্রয়োজনীয় স্থানগুলো বিন্দু (.) দিয়ে ভরাট করা হয়, আর ক্ষেত্রবিশেষে কোনো স্থানের পরিবর্ধনের প্রয়োজন হলে তা 'তাপ্পি' মেরে বাড়িয়ে নেওয়া হয়; যেমন, প্রকাশনার কোডের (JJJJJ) ডান দিকে এবং জার্নালের বিভাগ ও পৃষ্ঠার নম্বরসূচক ক্ষেত্রগুলোর বাঁ দিকে অতিরিক্ত অঙ্ক বসিয়ে তাপ্পি মারার প্রক্রিয়াটি চালানো হয়[১][২]। পৃষ্ঠা নম্বর ৯৯৯৯ এর বেশি হলে তা M স্থান পর্যন্ত বাড়ানো চলতে পারে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. M. Schmitz, G. Helou, P. Dubois, C. LaGue, B.F. Madore, H. G. Corwin Jr., and S. Lesteven (১৯৯৫)। "NED and SIMBAD Conventions for Bibliographic Reference Coding"। Daniel Egret and Miguel A. Albrecht। Information & On-Line Data in Astronomy। Kluwer Academic Publishers। আইএসবিএন 0-7923-3659-3। ৭ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২২ 
  2. "The ADS Data, help page"। NASA ADS। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০০৭