প্রমথনাথ মিত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Piyal Kundu (আলোচনা | অবদান)
বানান ঠিক
৫ নং লাইন:
[[১৮৭৫]] খ্রিস্টাব্দে প্রমথনাথ [[ইংল্যান্ড]] থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন । ইংল্যান্ডে পড়াশোনা করবার সময়ে তিনি [[আয়ারল্যান্ড]] এবং [[রাশিয়া|রাশিয়ার]] বিপ্লবীদের কথা জানতে পারেন এবং দেশে ফিরে বিপ্লবী দল গঠনের সংকল্প করেন । বিংশ শতকের প্রথম দিকে যে সব গুপ্ত সমিতি দেশে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তাদের মধ্যে সংযোগ রক্ষা করতেন । [[২৪ মার্চ]] [[১৯০২]] খ্রিস্টাব্দে তিনি [[সতীশচন্দ্র বসু]] দ্বারা প্রতিষ্ঠিত ভারত অনুশীলন সমিতির ডিরেক্টর নির্বাচিত হন । পরে এই সমিতির নাম বদল করে শুধু [[অনুশীলন সমিতি]] রাখা হয় । প্রমথনাথ এই সমিতির আর্থিক দায়িত্ব নিয়েছিলেন । তিনি অনুশীলন সমিতির [[ঢাকা]] শাখারও ডিরেক্টর নির্বাচিত হয়েছিলেন । ঢাকা অনুশীলন সমিতির [[পুলিন দাস]] তাঁরই প্রচেষ্টায় বিপ্লবী হয়েছিলেন ।
 
[[১৯০৬]] খ্রিস্টাব্দে তিনি নিখিল বঙ্গ বৈপ্লবিক সমিতির এবং [[কলকাতা|কলকাতায়]] [[সুবোধচন্দ্র বসু মল্লিক|সুবোধ মল্লিকের]] বাড়িতে অনুষ্ঠিত নিখিল বঙ্গ বিপ্লবী সম্মেলনের সভাপতি ছিলেন । তিনি বাঙালিদের শারীরিক ব্যায়মেরব্যায়ামের উপর গুরুত্ব দিতেন ।
 
প্রমথনাথ হাইকোর্টে ব্যারিস্টারি করতেন । তিনি বন্ধু [[সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়|সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের]] অনুরোধে রিপন কলেজে অধ্যাপনার কাজ নেন । তিনি ভাল বক্তা এবং [[ইংরেজি]] লেখায় দক্ষ ছিলেন । তিনি [[ভারতের জাতীয় কংগ্রেস|কংগ্রেসে]] কোনদিন যোগ দেন নি । [[১৮৮৩]] খ্রিস্টাব্দে তৎকালীন সরকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে [[আদালত]] অবমাননার দায়ে কারাদণ্ড দিলে তিনি বহু লোকের দল যোগাড় করে কারাগার ভেঙে সুরেন্দ্রনাথকে উদ্ধারের পরিকল্পনা করেছিলেন ।