বাংলাদেশ প্রিমিয়ার লিগের অধিনায়কগণের তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+Link FL
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
[[বাংলাদেশ প্রিমিয়ার লীগ]] (বিপিএল) হল [[বাংলাদেশ ক্রিকেট বোর্ড]] (বিসিবি) আয়োজিত একটি পেশাদার [[টুয়েন্টি২০]] ক্রিকেট টুর্নামেন্ট। [[২০১২ বাংলাদেশ প্রিমিয়ার লীগ|২০১২]] সালের প্রথম আসরের পর থেকে প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হয়। <ref name="BCB">{{cite web|url=http://www.tigercricket.com.bd/domestic/bangladesh-premier-league/|title=Bangladesh Premier League|publisher=Bangladesh Cricket Board|accessdate=6 June 2014}}</ref> এখন পর্যন্ত হওয়া দুই আসরে ২২ জন খেলোয়াড় অন্তত ১ টি ম্যাচের জন্য হলেও অধিনায়কত্ব করেছেন।<ref name= "ESPN">{{cite web|url=http://stats.espncricinfo.com/bangladesh-premier-league-2013/engine/records/individual/most_matches_as_captain.html?id=159;type=trophy|title= Bangladesh Premier League/Records/Most matches as captain|publisher=[[ESPNcricinfo]]|accessdate=24 May 2014}}</ref>
 
২০১১ সাল হতে [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল]]-এর অধিনায়ক [[মুশফিকুর রহিম]], অধিনায়ক হিসেবে বিপিএল-এ সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহণ করেছেন। বিপিএল-এ খেলা ২৪ টি ম্যাচের প্রতিটিতেই তিনি অধিনায়ক ছিলেন এবং তাঁর সর্বমোট জয়ের হার ৬৬.৬৬%। ১০০% জয়ের হার নিয়ে [[ঢাকা গ্ল্যাডিয়েটরস]]-এর [[মোশারফ হোসেন]] এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। যদিও তিনি মাত্র একটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। অন্তত ১ টি ম্যাচের অধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে [[ব্রেন্ডন টেলর]]-এর জয়ের হার সবচেয়ে ভাল। তাঁর জয়ের হার ৬ ম্যাচে ৮৩.৩৩%। তবে যারা অন্তত ১০ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তাদের মধ্যে [[মাশরাফি বিন মর্তুজা]]-এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। ২১ টি ম্যাচে তাঁর জয়ের হার ৭৬.১৯%। মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা উভয়েই ১৬ টি করে ম্যাচে অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন। একইভাবে অন্তত ১০টি ম্যাচে অধিনায়কত্ব করা খেলোয়াড়দের মধ্যে [[শাহরিয়ার নাফীস]]-এর বিপিএল-এ সবচেয়ে খারাপ জয়ের হার রয়েছে। ১৪ টি ম্যাচে তাঁর জয়ের হার ২৮.৫৭%। ১০টি করে পরাজয় নিয়ে শাহরিয়ার নাফীস ও [[মাহমুদুল্লাহ|মাহমুদুল্লাহ রিয়াদ]] অধিনায়ক হিসেবে হারের তালিকায় সবার উপরে। শুধুমাত্র [[অলোক কাপালি]], শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম এবং লু ভিনসেন্ট দুটি দলের হয়ে বিপিএল-এ অধিনায়কত্ব করেছেন। অলোক কাপালি ও লু ভিনসেন্ট উভয়েই [[বরিশাল বার্নার্স]] ও [[সিলেট রয়্যালস]]-এর হয়ে অধিনায়কত্ব করেছেন। শাহরিয়ার নাফীস বরিশাল বার্নার্স ও [[খুলনা রয়েল বেঙ্গলস]]-এর অধিনায়কত্ব করেছেন। অপরদিকে মুশফিকুর রহিম [[দুরন্ত রাজশাহী]] ও সিলেট রয়েলস-কে নেতৃত্ব দিয়েছেন। <ref name= "ESPN"/>
 
পিটার ট্রেগো অধিনায়ক হিসেবে কোন জয় ছাড়া সবচেয়ে বেশি ম্যাচে অংশ নিয়েছেন। তিনি ৫ টি ম্যাচে তাঁর দলকে নেতৃত্ব দেন এবং ৫টিতেই তাঁর দল পরাজিত হয়। ৬ জন খেলোয়াড় সিলেট রয়ালস-কে নেতৃত্ব দিয়েছেন, ৫ জন খেলোয়াড় দুরন্ত রাজশাহী-কে নেতৃত্ব দিয়েছেন, ৪ জন খেলোয়াড় বরিশাল বার্নার্স-কে নেতৃত্ব দিয়েছেন, তিনজন করে খেলোয়াড় চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস এর অধিনায়কত্ব করেছেন এবং ২ জন খেলোয়াড় [[রংপুর রাইডার্স]]-কে নেতৃত্ব দিয়েছেন। অন্তত এক ম্যাচে হলেও অধিনায়কত্ব করা এই ২২ জনের মধ্যে ১৬ জন বাংলাদেশের খেলোয়াড়। বাকি ৬ জনের মাঝে ২ জন শ্রীলঙ্কার এবং ১ জন করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের। <ref name= "ESPN"/>
২৫৪ নং লাইন:
| ০.০০
|-
! scope="row" | <!--{{sortname|মোশারফ|হোসেন}}--> মোশারফ হোসেন <!--নিবন্ধ তৈরি হলে লিংক যোগ করা হবে-->
| {{cr|Bangladesh}}
| ২০১৩