উইকিপিডিয়া:ব্যবহারকারীর পাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sayak Bepari-এর সম্পাদিত সংস্করণ হতে Pratyya Ghosh-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
২৪ নং লাইন:
যদি আপনি আপনার ব্যবহারকারী পাতা তৈরিতে আগ্রহী না হন তবে আপনি আপনার ব্যবহারকারী পাতাটি, অন্য ব্যবহারকারীদের জ্ঞাতার্থে আপনার ব্যবহারকারী আলাপ পাতায় [[উইকিপিডিয়া:পুর্ননির্দেশ|পুর্ননির্দেশ]] করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
 
ইসলামীক তথ্য
== আপনার ব্যবহারকারী পাতায় কী ''থাকতে পারে''? ==
 
আপনি একটি ব্যবহাকারী পাতা নোটিশের মাধ্যমে শুরু করতে পারেন।"{{tl|user page}}" লিখলে তা একটি ট্যাগ তৈরি করবে। আপনাকে যে, এই ট্যাগটি লাগাতেই হবে এমন নয়, তবে এটি সাহায্যকারী হতে পারে, বিশেষ করে যারা উইকিপিডিয়ায় নতুন তাদের জন্য, কারণ তারা হয়তো বিশ্বকোষীয় নিবন্ধের সাথে ব্যবহারকারী পাতা গুলিয়ে ফেলতে পারেন।
 
আপনার ব্যবহারকারী পাতা উইকিপিডিয়ার সকল প্রকল্পসমূহের জন্য প্রযোজ্য। এটি তাই নিজের হোমপেইজ-এর সাথে গুলিয়ে ফেলবেন না। [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়|উইকিপিডিয়া কোনো ব্লগ, ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ রক্ষাকারী সাইট, বা স্মৃতিচারণমূলক সাইট নয়]]। তার থেকে ব্যবহার করুন এই হিসেবে যে, এটি উইকিপিডিয়ায় আপনার নিবন্ধ সম্পাদনার ক্ষেত্রে বিভিন্ন রকম গোছগাছ করা ও অন্যান্য [[উইকিপিডিয়া:উইকিপিডিয়ান|উইকিপিডিয়ানদের]] সাথে যোগাযোগ রক্ষা করার জন্য।
 
কিছু ব্যবহাকারী তাঁদের ব্যবহারকারী পাতায় তাঁদের যোগাযোগের তথ্য (ই-মেইল, ফেইসবুক আই.ডি. ইত্যাদি), ছবি, তাঁদের মূলনাম, তাঁদের বসবাসের স্থান, তাঁদের ইচ্ছা-অনিচ্ছার বিষয়, পছন্দ-অপছন্দ, হোমপেইজের সংযোগ এবং আরো অনেক কিছু। আপনি যদি আপনার গোপনীয়তা নিয়ে চিন্তিত হন, তবে আপনি এই ধরনের তথ্যগুলো নাও দিতে পারেন। আপনাকে সচেতন থাকতে হবে, এই তথ্যগুলো উইকিপিডিয়া ছাড়াও অন্য কোনো ওয়েবসাইটে অনুলেপন হতে পারে।
 
আপনি আপনার ব্যবহারকারী পাতা উইকিপিডিয়া ব্যবহারের জন্য "কী করতে হবে" মূলক সংযোগগুলো দিয়ে আরো সমৃদ্ধ করতে পারেন। এছাড়া আপনি এখন কোন কাজগুলো করছেন, কোনগুলো করা হয়েছে, নোটিশ, প্রয়োজনীয় সংযোগ, প্রভৃতি দিয়ে আপনি আপনার ব্যবহারকারী পাতা সাজাতে পারেন। আপনার ব্যবহারকারী পাতা উইকিপিডিয়া মার্কআপ গুলো নিয়ে আপনার অনুশীলনের একটি সুন্দর ক্ষেত্র (অর্থাৎ, আপনার ব্যক্তিগত [[উইকিপিডিয়া:খেলাঘর|খেলাঘর]])।
 
আরেকটা প্রচলিত ব্যবহার হচ্ছে উইকিপিডিয়ায় আপনার কর্মকাণ্ড সম্পর্কে জানানো। তাই আপনি আপনার বর্তমান পরিকল্পনা, উইকিপিডিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের ওপর গবেষণাপত্র (জার্নাল), এবং কীভাবে উইকিপিডিয়ার নিবন্ধ ও নীতিমালা পরিবর্তন করা যায় সে বিষয়ে আপনার গঠন মূলক মতামত দিয়ে সমৃদ্ধ করতে পারেন। আপনি যদি উইকিপিডিয়ায় কিছুদিন কাজ করতে না পারেন, তবে ব্যবহারকারী পাতার ওপর একটি [[উইকিপিডিয়া:উইকিছুটি|উইকিছুটির]] নোটিশও দিতে পারেন।
 
আপনি আপনার ব্যবহারকারী পাতায় আপনার পছন্দানুযায়ী উক্তি, ছবি রাখতে পারেন, বা আপনার প্রিয় উইকিপিডিয়া নিবন্ধ বা ছবির লিঙ্কও রাখতে পারেন। ছবি রাখার সময় ছবিটি অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। নিম্নের [[#আমার ব্যবহারকারী পাতায় কী রাখা উচিত নয়?|আমার ব্যবহারকারী পাতায় কী রাখা ''উচিত নয়''?]] অংশটি দেখুন)।
 
অন্যরাও আপনার ব্যবহারকারী পাতা সম্পাদনা করতে পারেন। যেমন: আপনাকে [[উইকিপিডিয়া:উইকিপদক|উইকিপদক]] দেওয়ার জন্য বা আপনার অন্য কোনো ছবি দেওয়ার জন্য। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনার ক্ষমতা [[উইকিপিডিয়া:বাধাদান নীতি|খর্ব করা]] হলে সেই নোটিশও আপনার ব্যবহারকারী পাতায় দেওয়া হতে পারে।
 
আপনি যদি আপনার [[উইকিপিডিয়া:বহু-লাইসেন্স|দ্বৈত লাইসেন্স]] একটি লাইসেন্সের আওতাভুক্ত করতে চান বা [[পাবলিক ডোমেইন|পাবলিক ডোমেইনে]] মুক্ত করতে চান, তবে আপনি আপনার ব্যবহারকারী পাতায় একটি নোটিশ রাখতে পারেন। কারণ বড় টেমপ্লেট ও বিষয়শ্রেণীর নামের কারণে কিছু ব্যবহারকারী তা ব্যবহারকারী উপপাতাগুলোতে সরিয়ে নেন (নিম্নের [[#ব্যবহারকারী উপপাতা কী?|ব্যবহারকারী উপপাতা কী]] অংশটি দেখুন। আপনি লাইসেন্স যুক্ত করুন বা না করুন উইকিপিডিয়ার সকল বিষয়বস্তু [[GNU Free Documentation License|গনু ফ্রি ডকৃমেন্টেশন লাইসেন্স]] এবং [[:en:Creative Commons licenses|ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার অ্যালাইক লাইসেন্সের]] আওতায় বিনামূল্যে ব্যবহার যোগ্য।
 
অনেক ব্যবহারকারী, তাঁরা যেসকল ভাষা জানেন তাঁর একটা তালিকা তাঁদের ব্যবহারকারী পাতায় রাখেন ([[উইকিপিডিয়া:বাবেল]] দেখুন)।
 
আপনি আপনার ব্যবহারকারী পাতায় আপনার হোমপেইজের সংযোগ দিতে পারেন, কিন্তু সেটার কোনো প্রচারমূলক বার্তা আপনার রাখা উচিত নয়।
 
'''বি.দ্র.''': আলাপ পাতায় রাখা আপনার [[উইকিপিডিয়া:স্বাক্ষর|স্বাক্ষরের]] মাধ্যমেও আপনার ব্যবহারকারী পাতায় যাওয়া সম্ভব।
 
=== ব্যবহারকারী উপপাতা কী? ===
<span id="SUB"/>{{shortcut|WP:UP#SUB}}
{{see|উইকিপিডিয়া:উপপাতা}}
আপনার যদি অতিরিক্ত পাতার দরকার হয়, তবে আপনি ব্যবহারকারী [[উইকিপিডিয়া:উপপাতা|উপপাতা]] তৈরি করে নিতে পারেন। সেখানে কম-বেশি আপনি আপনার ব্যবহারকারী পাতা বা ব্যবহারকারী আলাপ পাতার তথ্য রাখতে পারেন।
 
উদারহরণ:
* যে সমস্ত কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, পুরোপুরি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত। এটা খুব একটা প্রয়োজনীয় নয়
* আপনার আলাপ পাতার [[উইকিপিডিয়া:কীভাবে আলাপ পাতার সঙ্কলন তৈরি করবেন|সঙ্কলন তৈরি করা]]
* পরীক্ষা করা; [[উইকিপিডিয়া:টেমপ্লেট|টেমপ্লেট]] তৈরির পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আলাদা উপপাতা তৈরি করতে পারেন।
* অন্য কোনো অংশ তৈরির জন্য, যেগুলো আপনার ব্যবহারকারী পাতায় রাখলে তা খুব বড়ো হয়ে যায়। যেমন: আপনার প্রাপ্ত উইকিপদকসমূহ বা সে সমস্ত ছবি আপনি তুলেছেন তার তালিকা।
 
== <span id="NOT"/>আমার ব্যবহারকারী পাতায় কী থাকা ''উচিত নয়''? ==