চন্দ্রনাথ মন্দির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
http://littlebangla.blogspot.in/2013/03/blog-post_423.html থেকে সরাসরি টুকে দেওয়া অংশ অপসারণ
১০ নং লাইন:
 
== ইতিহাস ==
{{unreferenced}}
{{হিন্দুধর্ম}}
[[রাজমালা]] অনুসারে প্রায় ৮০০ বছর পূর্বে [[গৌর|গৌরের]] বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্ভর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছার চেষ্টা করেন। [[ত্রিপুরা|ত্রিপুরার]] শাসক [[ধন মানিক্য]] এ মন্দির থেকে [[শিব|শিবের]] মূর্তি তার রাজ্যে সরিয়ে নেয়ার অপচেষ্টা করে ব্যর্থ হন।
বিভিন্ন তথ্য অনুসারে এখানের ইতিহাস সম্পর্কে নানা ধরনের তথ্য জানা যায়। প্রাচীন নব্যপ্রস্তর যুগে সীতাকুণ্ডে মানুষের বসবাস শুরু হয় বলে ধারনা করা হয়। এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের আসামিয় জনগোষ্ঠীর হাতিয়ার গুলো তারই স্বাক্ষর বহন করে। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, [[৬ষ্ঠ]] ও [[৭ম]] শতাব্দীতে সম্পূর্ণ [[চট্টগ্রাম]] অঞ্চল [[আরাকান]] রাজ্যের অধীনে ছিল। এর পরের শতাব্দীতে এই অঞ্চলের শাসনভার চলে যায় পাল [[সম্রাট ধর্মপাল]] দ্বারা এর হাতে (৭৭০-৮১০ খ্রীঃ)। [[সোনারগাঁও]] এর সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ্ (১৩৩৮-১৩৪৯ খ্রীঃ) [[১৩৪০]] খ্রীষ্টাব্দে এ অঞ্চল অধিগ্রহন করেন। পরবর্তীতে [[১৫৩৮]] খ্রীষ্টাব্দে সুর বংশের শের শাহ্ সুরির নিকট বাংলার সুলতানি বংশের শেষ সুলতান সুলতান গীয়াস উদ্দীন মুহাম্মদ শাহ্ পরাজিত হলে হলে এই এলাকা আরাকান রাজ্যের হাতে চলে যায় এবং আরাকানীদের বংশধররা এই অঞ্চল শাসন করতে থাকেন। পরবর্তীতে পর্তুগীজরাও আরাকানীদের শাসনকাজে ভাগ বসায় এবং [[১৫৩৮]] খ্রী: থেকে [[১৬৬৬]] খ্রী: পর্যন্ত এই অঞ্চল পর্তুগীজ ও আরাকানী বংশধররা একসাথে শাসন করে। প্রায় ১২৮ বছরের রাজত্ব শেষে [[১৯৬৬]] খ্রী: মুঘল সেনাপতি বুজরুগ উন্মে খান আরাকানীদের এবং পর্তুগীজদের হটিয়ে এই অঞ্চল দখল করে নেন।<ref>Prem Ranjan Dev, "[http://thedailystar.net/2007/02/17/d702171503122.htm Of Shiva Chaturdashi and Sitakunda]", ''The Daily Star'' (Dhaka), 2007-02-07. Retrieved on 2009-02-02</ref>
 
== শিব চতুর্দশী মেলা ==