কাউন্টি ক্রিকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
দলসমূহ
৭ নং লাইন:
 
১৯২১ সালে [[Buckinghamshire County Cricket Club|বাকিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব]] পর্যাপ্ত খেলার সুবিধা না থাকায় আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। ১৯৪৮ সালে [[Devon County Cricket Club|ডেভন কাউন্টি ক্রিকেট ক্লাবের]] যোগদানের আবেদন প্রত্যাখ্যাত হয়। ১৯৮৮ সালে সকল খেলার সময়সূচী তিনদিনব্যাপী করা হয়। সমগ্র দিনে ছয় ঘন্টাসহ বিরতি রাখা হয়। প্রায়শঃই প্রথম দুই দিন এক ঘন্টা বৃদ্ধি করে দীর্ঘসময় ও শেষদিনে সংক্ষিপ্ত সময় ধার্য্য করা হয়। ফলে কোন কারণে দলগুলোর অন্যত্র নির্ধারিত খেলায় অংশগ্রহণের জন্য বেশ কিছু সময় ভ্রমণে ব্যয় করতে পারতো। ১৯১৯ মৌসুমে পরীক্ষামূলকভাবে দুই দিনের খেলায় দীর্ঘসময়ব্যাপী রাখা হয়। সকাল নয়টা থেকে মধ্য-গ্রীষ্মের সন্ধ্যা পর্যন্ত এ সময়সীমা ছিল। পরবর্তীকালে এ ঘটনার কোন পুণরাবৃত্তি হয়নি। ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত কিছু খেলা চারদিন পর্যন্ত রাখা হয়। ১৯৯৩ থেকে অদ্যাবধি সকল খেলাই চারদিনের রাখা হয়েছে।
 
== দলসমূহ ==
=== প্রথম-শ্রেণীর কাউন্টি দল ===
ইংল্যান্ডের আঠারোটি ইংরেজ [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] কাউন্টি প্রধান ক্রিকেট দলরূপে পরিচিত। সবগুলো দলই প্রতিষ্ঠাকালীন প্রতিনিধিত্বকারী ও [[Historic counties of England|ঐতিহাসিক ইংরেজ কাউন্টির]] নাম অনুসারে পরিচিত। তন্মধ্যে [[Historic counties of Wales|ওয়েলসের কাউন্টি]] [[Glamorgan|গ্ল্যামারগন]] রয়েছে যা ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টিরূপে গণ্য করা হয়।
 
ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টিগুলো নিম্নরূপ:
{| width=50%
|-
||
*[[Derbyshire County Cricket Club|ডার্বিশায়ার]]
*[[Durham County Cricket Club|ডারহাম]]
*[[Essex County Cricket Club|এসেক্স]]
*[[Glamorgan County Cricket Club|গ্ল্যামারগন]]
*[[Gloucestershire County Cricket Club|গ্লুচেস্টারশায়ার]]
*[[Hampshire County Cricket Club|হ্যাম্পশায়ার]]
*[[Kent County Cricket Club|কেন্ট]]
*[[Lancashire County Cricket Club|ল্যাঙ্কাশায়ার]]
*[[Leicestershire County Cricket Club|লিচেস্টারশায়ার]]
||
*[[Middlesex County Cricket Club|মিডলসেক্স]]
*[[Northamptonshire County Cricket Club|নর্দাম্পটনশায়ার]]
*[[Nottinghamshire County Cricket Club|নটিংহ্যামশায়ার]]
*[[Somerset County Cricket Club|সমারসেট]]
*[[Surrey County Cricket Club|সারে]]
*[[Sussex County Cricket Club|সাসেক্স]]
*[[Warwickshire County Cricket Club|ওয়ারউইকশায়ার]]
*[[Worcestershire County Cricket Club|ওরচেস্টারশায়ার]]
*[[Yorkshire County Cricket Club|ইয়র্কশায়ার]]
|}
 
সচরাচর কাউন্টির নামের শেষে কাউন্টি ক্রিকেট ক্লাব শব্দগুলো ক্রিকেট দলের পূর্ণাঙ্গ নামে যুক্ত করা হয়েছে যা সংক্ষেপে সিসিসি নামে পরিচিত।
 
=== প্রথম-শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত অন্যান্য দল ===
ইংরেজ কাউন্টি ক্রিকেট মৌসুমের প্রথম-শ্রেণীর উদ্বোধনী খেলাটি [[লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] অনুষ্ঠিত হয়। [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|মেরিলেবোন ক্রিকেট ক্লাবের]] (এমসিসি) সাথে পূর্ববর্তী বছরের কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের মধ্যে প্রত্যেক ক্রিকেট মৌসুমে এ খেলাটি প্রচলিত ধারা মোতাবেক হয়ে থাকে। যখন এমসিসি অন্য যে-কোন প্রথম-শ্রেণীর কাউন্টির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়, তখন তা প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলারূপে মর্যাদা পায়।
 
ছয়টি এমসিসি-সৌজন্যেপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় দল (এমসিসিইউ) প্রথম-শ্রেণীর মর্যাদার দাবীদার। তারাও প্রথম-শ্রেণীর কাউন্টি দলের বিপক্ষে অংশ নেয়। সেগুলো হলো:
 
*[[Cambridge University Cricket Club|কেমব্রিজ এমসিসিইউ]] (১৮২৭ থেকে)
*[[Oxford University Cricket Club|অক্সফোর্ড এমসিসিইউ]] (১৮২৭ থেকে)
*[[Durham MCC University|ডারহাম এমসিসিইউ]] (২০০১ থেকে)
*[[Loughborough MCC University|লাফবোরা এমসিসিইউ]] (২০০৩ থেকে)
*[[Cardiff MCC University|কার্ডিফ এমসিসিইউ]] (২০১২ থেকে)
*[[Leeds/Bradford MCC Universities|লিডস/ব্রাডফোড এমসিসিইউ]] (২০১২ থেকে)
 
অধিকাংশ প্রথম-শ্রেণীর কাউন্টি দলগুলো বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের বিপক্ষে ইংরেজ ক্রিকেট মৌসুম শুরুর প্রাক্কালে তিন-দিনের ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। আংশিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ শেষ হয় ও ক্রিকেট মৌসুম শুরু হয় এবং আংশিকভাবে কাউন্টি ক্লাবগুলোর প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক খেলা হিসেবে বিবেচিত হয়।<ref>http://www.ecb.co.uk/news/domestic/mcc-universities</ref>
 
== তথ্যসূত্র ==