ক্রিস স্মলিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন নিবন্ধ
 
→‎শীর্ষ: সংশোধন
২৬ নং লাইন:
তরুণ বয়সে স্মালিং মিলওয়াল একাডেমীর হয়ে খেলা শুরু করেন এবং ের পরে মেইডস্টোন ইউনাইটেডে চলে আসেন। ২০০৫ সালে তিনি কেন্ট স্কুলের অনূর্ধ্ব ১৬ দলে সুযোগ পান যার হাত ধরে ২০০৮ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৮ স্কুল দলে জায়গা পান। এই সময়কালে স্মলিং নিজেকে প্রতিষ্ঠিত করেন যার ফলস্বরূপ তিনি মেইডস্টোন ইউনাইটেডের প্রথম একাদশে খেলার সুযোগ পান। ২০০৮ সালের মে মাসে [[Middlesbrough F.C.|মিডল্‌স্‌ব্রোর]] সাথে ২ বছর মেয়াদী চুক্তি করেন। যদিও মিডল্‌স্‌ব্রো কতৃপক্ষ স্মলিং এর হোম সিকনেসের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে তার সাথে করা চুক্তি বাতিল করে।
 
এর কিছুদিন পর, ২০০৮ সালের জুন মাসে স্মলিং Shortly after [[প্রিমিয়ার লীগ]] ক্লাব [[Fulham F.C.|ফুলহামের]] সাথে চুক্তিবদ্ধ হন এবং তাদের হয়ে ২০০৯ সালে পেশাদার ফুটবলে তার অভিষেক ঘটে। তাদের হয়ে ২০০৮-০৯ মৌসুমে ঐ অভিষেক খেলায় তিনি দলকে পরবর্তী মৌসুমের (২০১০) ইউরোপা লীগের চূড়ান্ত পর্বে পৌছাতে সাহায্য করেন।
 
২০১০ সালের জানুয়ারি মাসে স্মলিং [[ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব|ম্যানচেস্টার ইউনাইটেডের]] সাথে প্রাক-চুক্তি সাক্ষর করেন এবং জুন মাসে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করেন। ২০১০ সালের এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে [[Chelsea F.C.|চেলসির]] বিপক্ষে প্রতিযোগিতামূলক খেলায় ইউনাইটেডের হয়ে তার অভিষেক ঘটে। তখন থেকে এ পর্যন্ত ইউনাইটেডের হয়ে ৭০ এর অধিক খেলায় তিনি মাঠে নেমেছেন।