গ্রান্ট ফ্লাওয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন
Suvray (আলোচনা | অবদান)
অবসর
৭৩ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
১৯৯০ সালে ঠিক ১৯ বছর বয়সে আইসিসি প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য হিসেবে ছিলেন তিনি। এরফলে জিম্বাবুয়ে দল [[ক্রিকেট বিশ্বকাপ|বিশ্বকাপ ক্রিকেটে]] খেলার যোগ্যতা লাভ করে। জিম্বাবুয়ে প্রতিযোগিতায় জয়ের লক্ষ্য নিয়েই অগ্রসর হতে থাকে। শুরুর দিকের খেলাগুলোতে গ্রান্ট ফ্লাওয়ার প্রচুর রান করতে থাকেন। যদি তারা প্রতিযোগিতায় জয়ী না হতো তাহলে তাদের টেস্ট ক্রিকেটের ন্যায় বৃহৎ আসরে অংশগ্রহণের সুযোগ ঘটতো না। প্রতিযোগিতায় ভাল খেলা স্বত্ত্বেও তাকে [[১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ|১৯৯২]] সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ দেয়া হয়নি। ১৯৯৩ সালে ইংল্যান্ডে চলে যান ও ম্যানচেস্টারের উইডনেস ক্রিকেট ক্লাব ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে খেলেন।
 
শক্তিশালী [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান দলের]] বিপক্ষে জিম্বাবুয়ের চমকপ্রদ টেস্ট বিজয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে পাকিস্তান দলের বিপক্ষে বেশ সফলকাম ছিলেন। ৪০-এরও অধিক গড়ে পাকিস্তানের বিরুদ্ধে একটি [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] [[সেঞ্চুরি (ক্রিকেট)|ডাবল সেঞ্চুরিসহ]] ৩টি সেঞ্চুরি করেছেন।
 
== অবসর ==
২০০৪ সালে [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গন থেকে অবসরের ঘোষণা দেন গ্রান্ট ফ্লাওয়ার। জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নের সাথে বিদ্রোহী খেলোয়াড়দের অসহযোগিতায় তাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে অ্যান্ডি ফ্লাওয়ারকে সাথে নিয়ে [[Kolpak player|কোলপ্যাক খেলোয়াড়]] হিসেবে [[Essex County Cricket Club|এসেক্সের]] সাথে চুক্তিবদ্ধ হন। প্রথম মৌসুম শেষে ২০০৫ সালের [[লিস্ট এ ক্রিকেট|লিস্ট এ ক্রিকেটে]] ব্যাটিং গড়ে তিনি শীর্ষস্থানে এবং [[উইকেট]] লাভে তৃতীয় স্থানে ছিলেন। এসেক্সের পক্ষে পরের মৌসুমও চমৎকার খেলেন যা কাউন্টি ক্রিকেটে তার শেষ মৌসুমে পরিণত হয়। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আকস্মিকভাবে জিম্বাবুয়ে দলে তাকে ডাকা হয়। ২০১০ সালের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচে একদিনের আন্তর্জাতিকের প্রথমটিতে সর্বশেষ অংশগ্রহণ করেন গ্রান্ট ফ্লাওয়ার।<ref>http://www.cricinfo.com/zimbabwe/content/story/483649.html</ref> [[২০১১ ক্রিকেট বিশ্বকাপ|২০১১]] সালের ক্রিকেট বিশ্বকাপে সফলভাবে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন।<ref>http://www.cricinfo.com/south-africa-v-zimbabwe-2010/content/story/479337.html</ref><ref>http://www.cricinfo.com/zimbabwe/content/current/story/479692.html</ref>
 
== তথ্যসূত্র ==
৯২ ⟶ ৯৭ নং লাইন:
[[বিষয়শ্রেণী:এসেক্সের ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:লিচেস্টারশায়ারের ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:কোলপ্যাকেরকোলপ্যাক ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ম্যাশোনাল্যান্ডের ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:চেশায়ারের ক্রিকেটার]]