সিয়াসাতনামা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: '''সিয়াসাতনামা''' (ফার্সি: سياست نامه, "''সরকারের গ্রন্...
 
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১ নং লাইন:
'''সিয়াসাতনামা''' ([[ফার্সি ভাষা|ফার্সি]]: سياست نامه, "''সরকারের গ্রন্থ''") '''সিয়ারুল মুলুক''' ([[আরবি ভাষা|আরবি]]:سیرالملوك, i.e.: "''রাজাদের জীবন''") নামেও পরিচিত, হল [[সেলযুক সাম্রাজ্য|সেলজুক সাম্রাজ্যের]] সুলতান [[আল্প আরসালান]] ও [[প্রথম মালিক শাহ|প্রথম মালিক শাহের]] উজির, [[নিজামিয়া|নিজামিয়ার]] প্রতিষ্ঠাতা [[নিজামুল মুলক|নিজামুল মুলকের]] লেখা বই। সেলজুক সাম্রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নিজামুল মুলক দীর্ঘ ৩০ বছর যাবত বিপুল ক্ষমতা ভোগ করেন।<ref>Esposito, John ''Dictionary of Islam'' p. 235</ref> মজবুত প্রশাসনিক কাঠামো গড়ে তোলায় তিনি দায়িত্বশীল ছিলেন।<ref>Morgan, David ''Medieval Persia 1040-1797'' p. 29</ref> শাসনের ক্ষেত্রে তার মতামত সিয়াসাতনামায় উল্লেখিত হয়েছে।
 
বইটি একাদশ শতকে ফারসি ভাষায় লেখা হয়েছে। সরকার, প্রশাসন ও জাতি কর্তৃক সম্মুখীন হওয়া সমস্যা নিয়ে বই লেখার জন্য [[প্রথম মালিক শাহ|মালিক শাহের]] অনুরোধে এই বই লেখা হয়। এই বই আইন ও সংবিধান এর মর্যাদা পায়।<ref>[http://www.islamic-world.net/economics/nizam_al_mulik.htm Economic Thought of Nizam Al-Mulik Al-Tusi<!-- Bot generated title -->]</ref> এতে ধর্ম, রাজনীতি নিয়ে ৫০টি অধ্যায় ও অন্যান্য বিষয়ে ১১টি অধ্যায় রয়েছে যা নিজামের হত্যার পূর্বে সংক্ষিপ্তরূপে লেখা হয়।<ref>[http://www.muslimphilosophy.com/ei2/nizam.htm NIZAM al-Mulk<!-- Bot generated title -->]</ref> একে সরকারের বাস্তবতা ও একে কিভাবে চালিত করতে হবে সে বিষয়ে শাসকের জন্য নির্দেশনা স্বরূপ দেখা হয়। এতে সৈনিক, পুলিশ, গোয়েন্দা ও অর্থ কর্মকর্তার কাজ তুলে ধরা হয়েছে।<ref>Lapidus, Ira ''A History of Islamic Societies'' p. 151</ref> শাসকের জন্য ন্যায়বিচার ও ধর্মীয় প্রয়োজনীয়তা নিয়ে নৈতিক উপদেশ এতে উল্লেখ রয়েছে। নিজামুল মুলক ন্যায়বিচার নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি এতে তুলে ধরেছেন। তিনি বলেন যে সব শ্রেণীকেই তাদের প্রাপ্য দিতে হবে এবং দুর্বলদের রক্ষা করতে হবে। যখন সম্ভব ন্যায়বিচার সাধারণ ও মুসলিম আইনের দ্বারা অস্বীকার করা হবে শাসক আল্লাহর কাছে দায়ী থাকবে।
 
এর মূল ইসলামে প্রোথিত, কিছু ক্ষেত্রে ইসলামপূর্ব পারস্যেও এর উৎস রয়েছে।<ref name="Morgan, David p. 30">Morgan, David ''Medieval Persia 1040-1797'' p. 30</ref> সিয়াসাতনামাকে ১২ শতকের পারস্যের অভিজাতদের তাদের পূর্ব সভ্যতার প্রতি দৃষ্টিভঙ্গি ও আমলাতন্ত্রের প্রক্রিয়া নিয়ে আলোকপাতকারী হিসেবে দেখা হয়। এটি ইসলামপূর্ব বিষয় থেকেও উপাদান লাভ করেছে।<ref> name="Morgan, David ''Medieval Persia 1040-1797'' p. 30<"/ref>
 
এর সর্বপ্রাচীন পান্ডুলিপি [[ইরান|ইরানের]] তাব্রিজ জাতীয় গ্রন্থাগারে রক্ষিত রয়েছে। ১৮৯১ সালে এটি সর্বপ্রথম [[ফরাসি ভাষা|ফরাসি]] ভাষায় অনুদিত হয়।
২২ নং লাইন:
*Lapidus, Ira ''History of Islamic Societies'' (Cambridge University Press, 2002) ISBN 978-0-521-77933-3
*Morgan, David ''Medieval Persia 1040-1797'' (Longman, 1988) ISBN 978-0-582-49324-7
*Khismatulin, Alexey. ‘To Forge a Book in the Medieval Ages: Nezām al-Molk’s Siyar al-Moluk (Siyāsat-Nāma)’ in ''Journal of Persianate Studies'' 1 (2008), pp. &nbsp;30–66. See at http://www.ingentaconnect.com/content/brill/jps/2008/00000001/00000001/art00003
*Khismatulin, Alexey. Two Mirrors for Princes Fabricated at the Saljūq Court: Nizām al-Mulk’s ''Siyar al-mulūk'' and al-Ghazālī’s ''Nasīhat al-mulūk'' in ''The Idea of Iran: the age of the great Saljuqs'' (forthcoming in Feb. 2013)