প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
তথ্যসূত্র
Shankar Sen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩৭ নং লাইন:
}}
'''''প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার''''' ভারতীয় কবি [[মলয় রায়চৌধুরী]] রচিত ষাটের দশকের একটি জলবিভাজক কবিতা। কবিতাটি ১৯৬৩ সালে রচিত এবং প্রকাশিত হয়েছিল ১৯৬৪ সালের [[হাংরি আন্দোলন|হাংরি আন্দোলনের]] বুলেটিনে। প্রকাশের পর ১৯৬৪ সালের ২ সেপ্টেম্বর হাংরি আন্দোলনকারীদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে ভারতীয় আদালতে ভারতীয় দণ্ড বিধির ১২০বি (রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ), ২৯২ (সাহিত্যে অশ্লীলতা ) ও ২৯৪ (তরুণদের বিপথগামী করা) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর মধ্যে মলয় রায়চৌধুরীসহ অন্যান্য যাঁরা সংখ্যাটিতে লিখেছিলেন তাঁদের মধ্যে ছয়জনকে [[কলকাতা পুলিশ]] কর্তৃক গ্রেফতার করা হয়। ১৯৬৫ সালের মে মাসে বাকি সবাইকে মুক্তি দেয়া হলেও মলয় রায়চৌধুরীর বিরুদ্ধে ২৯২ ধারায় চার্জশীট প্রদান করা হয়। এবং ৩৫ মাসব্যাপী এ মামলা চলে। মলয়ের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন ভারতীয় সাহিত্যিক [[সুনীল গঙ্গোপাধ্যায়]], তরুণ সান্যাল ও জ্যোতির্ময় দত্ত। নিম্ন আদালতে মলয় রায়চৌধুরীর ২০০ টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ডের আদেশ হয়েছিল। গ্রেফতারি পরোয়ানার দরুন কবি [[উৎপলকুমার বসু]] অধ্যাপনার চাকরি থেকে বরখাস্ত হন। প্রদীপ চৌধুরী [[বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়]] থেকে রাসটিকেট হন। কবি [[সমীর রায়চৌধুরী]] সরকারি চাকরি থেকে বরখাস্ত হন। ঔপন্যাসিক [[সুবিমল বসাক]] ও কবি [[দেবী রায়]]কে [[কলকাতা]] থেকে মফঃস্বলে বদলি করে দেয়া হয়।<ref name="arts.bdnews24">{{cite web |author=[[মলয় রায়চৌধুরী]] |title=প্রতিসন্দর্ভের স্মৃতি |url=http://arts.bdnews24.com/?p=3068 |date=সেপ্টেম্বর ২১, ২০১০ |accessdate=জুলাই ১৪, ২০১৪ |publisher=arts.bdnews24.com}}</ref> ১৯৬৭ সালে [[কলকাতা উচ্চ আদালত]] মামলাটি খারিজ করে কবিতাটির সন্মান পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। কবিতাটি ভারতের এবং ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।<ref name="মিলনসাগর">{{cite web |author= |title=মলয় রায়চৌধুরী |url=http://www.milansagar.com/kobi/malay_roychoudhury/kobi-malay_roychoudhury.html |date= |accessdate=জুলাই ১৪, ২০১৪ |publisher=মিলনসাগর}}</ref>
 
==কবিতাটি নিয়ে ফিল্ম এবং আবৃত্তি==
প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতাটি নিয়ে একটি স্বল্পদৈর্ঘের ফিল্ম তৈরি করেছেন পরিচালক মৃগাঙ্কশেখর ভট্টাচার্য । শুভার চরিত্রে অভিনয় করেছেন শ্রীজা ভট্টাচার্য খ কবিতাটি ইউ টিউবে আবৃত্তি করেছেন ফ্লোরিডানিবাসী কবি শিবাশীষ দাশগুপ্ত এবং বাংলাদেশী আবৃত্তিকার রাজীব চৌধুরী ।
 
== উৎস ==