ফ্রাঙ্ক ওরেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
৬৩ নং লাইন:
 
== অধিনায়কত্ব ==
তিনি সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৯৬০-৬৩ মেয়াদকালে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। অধিনায়কত্ব থাকাকালীন জুন-আগস্ট, ১৯৬৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ৫ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৬০-এর দশকের শুরু থেকে [[আন্তর্জাতিক ক্রিকেট|বিশ্ব ক্রিকেট]] অঙ্গনে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ওরেল, [[এভারটন উইকস|এভারটন ডি. উইকস]] ও [[ক্লাইড ওয়ালকট|ক্লাইড ডি. ওয়ালকটকে]] একত্রে ''থ্রি ডব্লিউ'' নামে অভিহিত করা হতো। ক্রিকেটে ইনিংসের মাঝামাঝি সময়ে সেরা জুটি হিসেবে তাঁরা বিবেচিত হতেন।
ত্রিনিদাদের দ্য নেশন পত্রিকার সম্পাদক [[C. L. R. Jame|সি. এল. আর. জেমসের]] [[Development of the Test captaincy of West Indies|ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্বের উন্নয়ন]] শীর্ষক সফল প্রচারণার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ দলে শ্বেতাঙ্গদের টেস্টে অধিনায়কত্ব প্রাপ্তির বিষয়টি শেষ হয়ে যায়। এরফলে ব্যতিক্রমধর্মী [[অল-রাউন্ডার]] ওরেল প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটাররূপে ওয়েস্ট ইন্ডিজ দলকে পুরো সিরিজে নেতৃত্ব দেবার মর্যাদা লাভ করেন। তাঁর অধিনায়কত্বের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট থেকে কৃষ্ণবর্ণের অধিনায়কত্ব হবার নিষিদ্ধতা বিষয়টি দূরীভূত হয়।<ref>[http://www.english-heritage.org.uk/server/show/ConWebDoc.4574 Potted biography of James, including his part in getting Worrell made captain]</ref> [[West Indian cricket team in Australia in 1960-61|১৯৬০-৬১]] মৌসুমে তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর করে ওয়েস্ট ইন্ডিজ দল। ওরেল ও তাঁর প্রতিপক্ষীয় [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলীয়]] অধিনায়ক [[রিচি বেনো]] উভয় দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলায় অনুপ্রাণিত করেছিলেন। প্রথম টেস্টটি নাটকীয়ভাবে [[Tied test#The Tied Test, 1960|টাই]] হয়। কিন্তু ঐ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।
 
ত্রিনিদাদের দ্য নেশন পত্রিকার সম্পাদক [[C. L. R. Jame|সি. এল. আর. জেমসের]] [[Development of the Test captaincy of West Indies|ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্বের উন্নয়ন]] শীর্ষক সফল প্রচারণার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ দলে শ্বেতাঙ্গদের টেস্টে অধিনায়কত্ব প্রাপ্তির বিষয়টি শেষ হয়ে যায়। এরফলে ব্যতিক্রমধর্মী [[অল-রাউন্ডার]] ওরেল প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটাররূপে ওয়েস্ট ইন্ডিজ দলকে পুরো সিরিজে নেতৃত্ব দেবার মর্যাদা লাভ করেন। তাঁর অধিনায়কত্বের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট থেকে কৃষ্ণবর্ণের অধিনায়কত্ব হবার নিষিদ্ধতা বিষয়টি দূরীভূত হয়।<ref>[http://www.english-heritage.org.uk/server/show/ConWebDoc.4574 Potted biography of James, including his part in getting Worrell made captain]</ref> [[West Indian cricket team in Australia in 1960-61|১৯৬০-৬১]] মৌসুমে তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর করে ওয়েস্ট ইন্ডিজ দল। ওরেল ও তাঁর প্রতিপক্ষীয় [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলীয়]] অধিনায়ক [[রিচি বেনো]] উভয় দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলায় অনুপ্রাণিত করেছিলেন। প্রথম টেস্টটি নাটকীয়ভাবে [[Tied test#The Tied Test, 1960|টাই]] হয়। কিন্তু ঐ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।
তিনি সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৯৬০-৬৩ মেয়াদকালে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। অধিনায়কত্ব থাকাকালীন জুন-আগস্ট, ১৯৬৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ৫ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৬০-এর দশকের শুরু থেকে [[আন্তর্জাতিক ক্রিকেট|বিশ্ব ক্রিকেট]] অঙ্গনে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ওরেল, [[এভারটন উইকস|এভারটন ডি. উইকস]] ও [[ক্লাইড ওয়ালকট|ক্লাইড ডি. ওয়ালকটকে]] একত্রে ''থ্রি ডব্লিউ'' নামে অভিহিত করা হতো। ক্রিকেটে ইনিংসের মাঝামাঝি সময়ে সেরা জুটি হিসেবে তাঁরা বিবেচিত হতেন।
 
৩ ফেব্রুয়ারি, ১৯৬২ তারিখে সফরকারী [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতীয় ক্রিকেট দলের]] অধিনায়ক [[Nari Contractor|নারি কন্ট্রাক্টর]] আহত হন। ওয়েস্ট ইন্ডিজের [[ফাস্ট বোলিং|ফাস্ট বোলার]] [[Charlie Griffith|চার্লি গ্রিফিথের]] বাউন্সারে তিনি গুরুতর আঘাত পান। এরফলে মাথায় আঘাতপ্রাপ্ত কন্ট্রাক্টরের খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে।<ref name=ParsiKhabar>[http://parsikhabar.net/individuals/nari-contractor-i-dont-mind-living-it-all-over-again/1443/ Contractor has said: "It was as Griffith was to deliver the fourth ball of his second over that somebody opened a window in the pavilion. There were no sight screen at that time and my 100 per cent concentration wasn’t on that delivery. I saw it just inches away before it hit me. But it isn’t true that I ducked.” Quoted in Arzan Sam Wadia, "Nari Contractor: ‘I don’t mind living it all over again’",] ''Parsi Khabar'', 7 March 2009.</ref> উভয় দলের মধ্য থেকে প্রথম খেলোয়াড়রূপে ওরেল আহত কন্ট্রাক্টরের জীবন বাঁচাতে রক্ত দান করেন। জুন-আগস্ট, ১৯৬৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ৫ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] সফরঅংশগ্রহণ করে। সেখানেও দলটি জনপ্রিয়তা পায়। এছাতও দলটি ৩-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়লাভ করেছিল।<ref>[http://content-uk.cricinfo.com/wisdenalmanack/content/story/155246.html ''Wisden Cricketers' Almanack'', 1962 edition, "West Indies in Australia, 1960–61"]</ref><ref>[http://content-uk.cricinfo.com/wisdenalmanack/content/story/152799.html ''Wisden Cricketers' Almanack'', 1964 edition, "West Indies in England, 1963"]</ref> এ সিরিজ শেষেই পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন ফাঙ্ক ওরেল।
== উদারতা ==
৩ ফেব্রুয়ারি, ১৯৬২ তারিখে সফরকারী [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতীয় ক্রিকেট দলের]] অধিনায়ক [[Nari Contractor|নারি কন্ট্রাক্টর]] আহত হন। ওয়েস্ট ইন্ডিজের [[ফাস্ট বোলিং|ফাস্ট বোলার]] [[Charlie Griffith|চার্লি গ্রিফিথের]] বাউন্সারে তিনি গুরুতর আঘাত পান। এরফলে মাথায় আঘাতপ্রাপ্ত কন্ট্রাক্টরের খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে।<ref name=ParsiKhabar>[http://parsikhabar.net/individuals/nari-contractor-i-dont-mind-living-it-all-over-again/1443/ Contractor has said: "It was as Griffith was to deliver the fourth ball of his second over that somebody opened a window in the pavilion. There were no sight screen at that time and my 100 per cent concentration wasn’t on that delivery. I saw it just inches away before it hit me. But it isn’t true that I ducked.” Quoted in Arzan Sam Wadia, "Nari Contractor: ‘I don’t mind living it all over again’",] ''Parsi Khabar'', 7 March 2009.</ref> উভয় দলের মধ্য থেকে প্রথম খেলোয়াড়রূপে ওরেল আহত কন্ট্রাক্টরের জীবন বাঁচাতে রক্ত দান করেন। ১৯৬৩ সালে ওয়েস্ট ইন্ডিজ দল [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] সফর করে। সেখানেও দলটি জনপ্রিয়তা পায়। এছাতও দলটি ৩-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়লাভ করেছিল।<ref>[http://content-uk.cricinfo.com/wisdenalmanack/content/story/155246.html ''Wisden Cricketers' Almanack'', 1962 edition, "West Indies in Australia, 1960–61"]</ref><ref>[http://content-uk.cricinfo.com/wisdenalmanack/content/story/152799.html ''Wisden Cricketers' Almanack'', 1964 edition, "West Indies in England, 1963"]</ref>
 
== সম্মাননা ==
১৯৫১ সালে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃপক্ষ কর্তৃক তিনি [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটারের]] মর্যাদা লাভ করেন। ১৯৬০-৬১ মৌসুম থেকে ওয়েস্ট ইন্ডিজ-[[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] মধ্যকার টেস্ট সিরিজের বিজয়ী দলকে [[Frank Worrell Trophy|ফ্রাঙ্ক ওরেল ট্রফি]] [[পুরস্কার]] হিসেবে প্রদান করা হয় যা তাঁর নাম অনুসারে রাখা হয়েছে।<ref>[http://news.google.com/newspapers?id=QUw1AAAAIBAJ&sjid=CaYLAAAAIBAJ&pg=4678,5320144&dq=worrell+bradman&hl=en Report announcing the Frank Worrell Trophy, ''Glasgow Herald'', 10 February 1961.]</ref> স্যার [[Alexander Bustamante|আলেকজান্ডার বাস্তামান্তে]] কর্তৃক ১৯৬২ থেকে ১৯৬৪ মেয়াদে জামাইকার সিনেট সদস্য হন। [[University of the West Indies|ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের]] (ত্রিনিদাদ বিভাগ) ডিনেরও দায়িত্ব পালন করেন তিনি। বার্বাডোসের বিশ্ববিদ্যালয়ের কেভ হিল ক্যাম্পাসে অবস্থিত একটি আবাসিক ছাত্রাবাস তাঁর সম্মানে রাখা হয়েছে। ১৯৬৩ সালে ক্যারিবিয় সাংবাদিক আর্নেস্ট আইটল ফ্রাঙ্ক ওরেলের জীবনী লেখেন। ১৯৬৪ সালে ক্রিকেটে মূল্যবান অবদান রাখার দরুণ ওরেলকে [[Knight Bachelor|নাইট]] উপাধিতে ভূষিত করা হয়।
 
== দেহাবসান ==
লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ১৩ মার্চ, ১৯৬৭ তারিখে জামাইকার কিংসটনে দেহাবসান ঘটে ফ্রাঙ্ক ওরেলের। মৃত্যু পরবর্তীকালে জুন, ১৯৮৮ সালে ২ ডলার মূল্যমানের বার্বাডিয়ান স্ট্যাম্প অবমুক্ত করা হয়।
১৯৬৪-৬৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ দলকে পরিচালনা করেন তিনি ও ১৯৬৬-৬৭ মৌসুমে শীতকালে দলের সাথে ভারত সফরে যান। ভারতে অবস্থানকালেই তাঁর শরীরে [[লিউকিমিয়া|লিউকিমিয়ার]] অস্তিত্ব ধরা পড়ে। জামাইকায় ফিরে আসার এক মাস পর ১৩ মার্চ, ১৯৬৭ তারিখে কিংসটনে দেহাবসান ঘটে ফ্রাঙ্ক ওরেলের। তাঁর সম্মানে [[ওয়েস্ট মিনস্টার অ্যাবে|ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে]] স্মরণ সভার আয়োজন করা হয়। কোন ক্রীড়াবিদের সম্মানে এটিই ছিল প্রথম ঘটনা। মৃত্যু পরবর্তীকালে জুন, ১৯৮৮ সালে ২ ডলার মূল্যমানের বার্বাডিয়ান স্ট্যাম্প অবমুক্ত করা হয়।
 
== তথ্যসূত্র ==