ফ্রাঙ্ক ওরেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Suvray (আলোচনা | অবদান)
৬০ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
১৯৪৭ সালে তাঁর মা নিউইয়র্কে স্থানান্তরিত হন ও বাবা অধিকাংশ সময়ই সমুদ্রে অতিবাহিত করেন। ফলে ওরেল জামাইকায় চলে যান। ১৯৪৭-৪৮ মৌসুমে [[Gubby Allen|গাব্বি এলেনের]] [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি তাঁর প্রথম টেস্টে অভিষিক্ত হন। এ সিরিজ শেষে তিনি ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে আবাস গড়েন ও [[ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়|ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে]] অর্থনীতি বিষয়ে পড়াশোনা করতে থাকেন ফ্রাঙ্ক ওরেল। পাশাপাশি সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লীগে র‌্যাডক্লিফের হয়ে খেলেন। ১৯৫০ সালে [[ট্রেন্ট ব্রিজ|ট্রেন্ট ব্রিজে]] অনুষ্ঠিত টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিনি তাঁর সর্বোচ্চ ২৬১ রান সংগ্রহ করেন।
 
== অধিনায়কত্ব ==
১৯৫০ সালে [[ট্রেন্ট ব্রিজ|ট্রেন্ট ব্রিজে]] অনুষ্ঠিত টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিনি তাঁর সর্বোচ্চ ২৬১ রান সংগ্রহ করেন। ব্যতিক্রমধর্মী [[অল-রাউন্ডার]] ওরেল ১৯৬০-৬৩ মেয়াদকালে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। অধিনায়কত্ব থাকাকালীন জুন-আগস্ট, ১৯৬৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ৫ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৬০-এর দশকের শুরু থেকে [[আন্তর্জাতিক ক্রিকেট|বিশ্ব ক্রিকেট]] অঙ্গনে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ওরেল, [[এভারটন উইকস|এভারটন ডি. উইকস]] ও [[ক্লাইড ওয়ালকট|ক্লাইড ডি. ওয়ালকটকে]] একত্রে ''থ্রি ডব্লিউ'' নামে অভিহিত করা হতো। ক্রিকেটে ইনিংসের মাঝামাঝি সময়ে সেরা জুটি হিসেবে তাঁরা বিবেচিত হতেন।
ত্রিনিদাদের দ্য নেশন পত্রিকার সম্পাদক [[C. L. R. Jame|সি. এল. আর. জেমসের]] [[Development of the Test captaincy of West Indies|ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্বের উন্নয়ন]] শীর্ষক সফল প্রচারণার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ দলে শ্বেতাঙ্গদের টেস্টে অধিনায়কত্ব প্রাপ্তির বিষয়টি শেষ হয়ে যায়। এরফলে ব্যতিক্রমধর্মী [[অল-রাউন্ডার]] ওরেল প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটাররূপে ওয়েস্ট ইন্ডিজ দলকে পুরো সিরিজে নেতৃত্ব দেবার মর্যাদা লাভ করেন। তাঁর অধিনায়কত্বের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট থেকে কৃষ্ণবর্ণের অধিনায়কত্ব হবার নিষিদ্ধতা বিষয়টি দূরীভূত হয়।<ref>[http://www.english-heritage.org.uk/server/show/ConWebDoc.4574 Potted biography of James, including his part in getting Worrell made captain]</ref> [[West Indian cricket team in Australia in 1960-61|১৯৬০-৬১]] মৌসুমে তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর করে ওয়েস্ট ইন্ডিজ দল। ওরেল ও তাঁর প্রতিপক্ষীয় [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলীয়]] অধিনায়ক [[রিচি বেনো]] উভয় দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলায় অনুপ্রাণিত করেছিলেন। প্রথম টেস্টটি নাটকীয়ভাবে [[Tied test#The Tied Test, 1960|টাই]] হয়। কিন্তু ঐ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।
 
১৯৫০ সালে [[ট্রেন্ট ব্রিজ|ট্রেন্ট ব্রিজে]] অনুষ্ঠিত টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিনি তাঁরসমগ্র সর্বোচ্চখেলোয়াড়ী ২৬১ রান সংগ্রহ করেন। ব্যতিক্রমধর্মী [[অল-রাউন্ডার]] ওরেলজীবনে ১৯৬০-৬৩ মেয়াদকালে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। অধিনায়কত্ব থাকাকালীন জুন-আগস্ট, ১৯৬৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ৫ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৬০-এর দশকের শুরু থেকে [[আন্তর্জাতিক ক্রিকেট|বিশ্ব ক্রিকেট]] অঙ্গনে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ওরেল, [[এভারটন উইকস|এভারটন ডি. উইকস]] ও [[ক্লাইড ওয়ালকট|ক্লাইড ডি. ওয়ালকটকে]] একত্রে ''থ্রি ডব্লিউ'' নামে অভিহিত করা হতো। ক্রিকেটে ইনিংসের মাঝামাঝি সময়ে সেরা জুটি হিসেবে তাঁরা বিবেচিত হতেন।
 
== উদারতা ==
 
== সম্মাননা ==