রবি নিয়োগী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"Robi_Niyogi.jpg" সরানো হয়েছে, কমন্স হতে Captain-tucker এটি মুছে ফেলেছেন কারণ: Per [[commons:Commons:Deletion requests/Files uploaded by Sozib mi...
http://www.gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=274 থেকে সরাসরি টুকে দেওয়া অংশ অপসারণ
৩৯ নং লাইন:
== শিক্ষা জীবন ==
রবি নিয়োগীর শিক্ষা জীবনের শুরু [[শেরপুর ভিক্টোরিয়া একাডেমি|শেরপুর ভিক্টোরিয়া একাডেমিতে]]। পরে তিনি সেখান থেকে গোবিন্দপুর পিস মেমোরিয়াল-এ ভর্তি হন। ১৯২৬ সালে সেখান থেকেই তিনি মেট্রিকুলেশন পাশ করেন। ১৯২৬ সালে রবি নিয়োগী ময়মনসিংহের [[আনন্দমোহন কলেজ|আনন্দমোহন কলেজে]] ইন্টারমিডিয়েটে ভর্তি হন। এরপর [[ময়মনসিংহ]] থেকে চলে যান কলকাতায়। সেখানে গিয়ে ভর্তি হন বিদ্যাসাগর কলেজে। কিন্তু কলেজে ভর্তি হলেও পড়াশোনা আর হয়ে ওঠেনি।
 
== রাজনৈতিক জীবন ==
স্কুলে পড়ার সময় মাত্র ১১ বছর বয়সেই রবি নিয়োগী [[খেলাফত আন্দোলন|খেলাফত আন্দোলনে]] যুক্ত হয়ে পড়েন। তাঁর ভাই [[মণীন্দ্র চন্দ্র নিয়োগী]], যাঁর ডাক নাম মনি। তিনি ছিলেন গোপন বিপ্লবী দল [[অনুশীলন সমিতি|অনুশীলন সমিতির]] সদস্য। অথচ তিনি এই দলের সদস্য হিসেবে এতোটাই গোপনে কাজ করতেন যে, বাড়ির কেউ-ই সে সম্পর্কে কিছুই জানত না। পরে [[মহাত্মা গান্ধী|মহাত্মা গান্ধীর]] [[সত্যাগ্রহ আন্দোলন|সত্যাগ্রহ আন্দোলনের]] সময় মণীন্দ্র নিয়োগী [[জামালপুর|জামালপুরে]] পিকেটিং কার্যক্রমে অংশ নিতে গেলে পুলিশ তাঁকে আটক করতে যায়। তিনি উল্টো পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন। পুলিশ পাল্টা ধাওয়া করলে তিনি [[ব্রহ্মপুত্র নদী]] সাঁতরে [[শেরপুর|শেরপুরে]]পালিয়ে আসেন। পুলিশ সেখানেই তাঁকে গ্রেফতার করে। তখনই বিষয়টি প্রকাশ হয়ে পরে। এই মামলায় তিনি ছয়-সাত বছর জেল খাটেন।
 
== কৃষক আন্দোলন ==