অঞ্জন দত্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
somalochona
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
১৭ নং লাইন:
| notable_instruments =
}}
বাংলা গান এর জগতে '''অঞ্জন দত্ত''' একজন জনপ্রিয় শিল্পী। [[জীবনমুখী গান]] নামে বাংলা গান এর যে ধারা প্রচলিত, [[অঞ্জন দত্ত]] সেই ধারার গান লেখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। তাঁর ছেলেবেলা কেটেছে [[দার্জিলিং]]-এ। তিনি [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস্‌ করেছেন। তাঁর গান এর সহজবোধ্যতা সবাই কে আকৃষ্ট করে। তাঁর ছেলেবেলার কথা তাঁর গান এ ভীষণভাবে ফুটে উঠেছে। তাঁর সবচাইতে জনপ্রিয় গান '2441139'। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তাঁর পরিচালিত একটি ছবির নাম হল [[দ্য বঙ কানেকশন]]। সমসামায়িক অঞ্জন দত্তের একতা ছবি হল "রঞ্জনা আমি আর আসবনা"।
 
== অঞ্জন দত্ত'র গানের এ্যালবাম ==
৫৪ নং লাইন:
== সমালোচনা ==
অনেকে মনে করেন অঞ্জন দত্ত'র বিভিন্ন গানের সুর প্রায় একইরকম, একই সুর ঘুরিয়ে ফিরিয়ে তিনি অনেক গানে ব্যবহার করেন। অনেকের মতে, তার গানের কথা খুব হাল্কা ধরনের।
এছাড়া তার গানের সুরে অনেক ক্ষেত্রেই [[সিমন]] এবং [[গারফাঙ্কল]],[[বব ডিলান]] এদের গানের সুরের অনুসরণ লক্ষ্য করা যায়। তার ছায়াছবি গুলিতেও বারবার প্রবাসী বঙ্গ সন্তানদের জীবন যাত্রাই ধরা পরে। যদিও অঞ্জন দত্ত গনেশ টকিজ করার পর বলেছিলেন তিনি এই জাতীয় সিনেমা করে ভুল করেছেন। দর্শক তাকে বুঝিয়ে দিয়েছে তারা তাঁর অ-ভারতীয় কিংবা প্রবাসী ভারতীয়দের জীবনের ওপর হওয়া সিনেমা গুলি বেশি পছন্দ করে। তাই তিনি পরের ছবি আবারও প্রবাসী বাঙলীর জীবন নিয়ে শুরু করেন।
 
== তথ্যসূত্র ==