উইকিপিডিয়া:ছবি ব্যবহারের নীতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: টি আন্তঃউইকি সংযোগ স্থানান্তর করেছে, যা এখন উইকিউপাত্তের - d:q6618850 এ রয়েছে
১১০ নং লাইন:
{{seealso|Wikipedia:Guide to image deletion}}
 
# ছবিটি যিনি আপলোড করেছেন, তার সাথে যোগাযোগ করুন, এবং আপনার উদ্দ্বেগেরউদ্বেগের কথা জানান। এক্ষেত্রে হয়তো আপনি সমস্যাটি সমাধান করতে পারবেন।
# ছবিটির বর্ণনা অংশে অপসারনেরঅপসারণের নোটিশ যোগ করুন
#* এটি যদি নিশ্চিতভাবেই কপিরাইট ভঙ্গ করা হয়ে থাকে তবে, {{tl|db-filecopyvio}} ট্যাগ যোগ করুন
#* এছাড়া ছবিটির জন্য যদি [[WP:CSD#Files]] তালিকায় উল্লিখিত অন্যান্য কোনো শর্ত প্রযোজ্য হয় তবে নির্দিষ্ট ধরণ অনযায়ী ট্যাগ ব্যবহার করুন। উৎসের বর্ণনা উল্লেখ করা না থাকলে {{tls|nsd}} ট্যাগ, লাইসেন্স সংক্রান্ত তথ্য না থাকলে {{tls|nld}} ট্যাগ, উৎস এবং লাইসেন্স উভয় ক্ষেত্রে ত্রুটি থাকলে {{tls|nsdnld}}, এবং {{tls|npd}} ট্যাগ ব্যবহার করুন এমন ছবিতে যেখানে লাইসেন্সের উল্লেখ করা আছে তবে সেটি প্রযোজ্য কিনা সেটি যাচাই প্রয়োজন
#* ছবিটি যদি সৌজন্যমূলকভাবে ব্যবহারের জন্য হয়ে থাকে কিন্তু [[WP:NFC|মুক্তনয় এমন উপাদানের নীতিমালা]] ভঙ্গ করে থাকে তবে নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করুন। কোনো নিবন্ধ ব্যবহার করা না হলে {{tls|orfud}}, {{tls|rfud}} যদি এটি কোনো মুক্ত ফাইল দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব হয়, ছবটি সৌজন্যমূলকভাবে ব্যভহারের জন্য যদি যুক্তিসহ ব্যাখ্যা দেয়া না থাকে তবে {{tls|nrd}} টেমপ্লেট, সৌজন্যমূলক ব্যবহারের জন্য যুক্তিসহ ব্যাক্ষাটি যদি অপর্যাপ্ত হয়ে থাকে তবে ব্যবহার করতে হবে {{tls|dfu}} টেমপ্লেটটি
#:এই প্রতিটি ক্ষেত্রেই একজন প্রশাসক নির্দিষ্ট কিছু দিন অপেক্ষা করার পর ছবিগুলো মুছে ফেলবেন।
# মুক্তামুক্ত লাইসেন্সের অধিনেঅধীনে প্রকাশিত কোনো ফাইল যদি ভুল ট্যাগের অধিনেঅধীনে প্রকাশিপ্রকাশিত হয়েছে বলে মনে করেন তবে ফাইলটি [[WP:PUF|সম্ভবত মুক্তনয় এমন ফাইল]] তালিকায় যুক্ত করুন। এর জন্য ফাইলে {{tl|puf}} টেমপ্লেট যোগ করতে হবে এবং টেমপ্লেটের বর্ণনা অনুযায়ী [[WP:PUF]] পাতায় এটি তালিকাভুক্ত করতে হবে।
# এছাড়া আপনি যদি মনে করেন যে ছবিটি অন্য কোনো কারণে অপসারণ করা প্রয়োজন তবে, {{tl|ffd}} টেমপ্লেটটি ব্যবহার করে ফাইলটি [[WP:FFD|ফাইল অপসারণ]] তালিকায় যুক্ত করুন। এরপর টেমপ্লেটের বর্ণনা অনুযায়ী [[WP:FFD]] পাতায় ফাইলটি তালিকাভুক্ত করতে হবে। সাধারণত যে সকল ছবির মান খারাপ, মেয়াদ উত্তীর্ণ, অবিশ্বকোষীয়, সম্ভাব্য অব্যবহৃত, অথবা সৌজন্যমূলকভাবে ব্যবহারের ক্ষেত্রে বিতর্ক রয়েছে এমন ছবির ক্ষেত্রে এটি ব্যভহার করা হয়।
# বিতর্কিতভাবে ব্যবহার করা হয়েছে মুক্ত নয় এমন ফাইলগুলো আপনি [[WP:NFCR|non-free content review]] পাতায়ও যোগ করতে পারবেন
# এই প্রতিটি ক্ষেত্রেই , আপলোডারকে যথাযথভাবে জানানো এবং সংশোধনের জন্য সময় দিতে হবে। এই কাজগুলো করার নির্দেশনাগুলো অপসারণ টেমপ্লেটে উল্লেখ করা থাকে।
 
উপরে উল্লেখিত নিয়মগুলো অনুসরণ করে কোনো ফাইল অপসারণ করার জন্য আপনাকে উইকিপিডিয়ার একজন [[উইকিপিডিয়া:প্রশাসক|প্রশাসক]] হতে হবে। সফলভাবে কাজটি সম্পন্ন করার জন্য ফাইলটির বর্ণনা পাতায় যেয়ে ''(del)'' অথবা ''Delete this page'' লিংকে ক্লিক করতে হবে। প্রশাশকগণ অপসারণকৃত ছবি পুনরায়ফিরিয়েপুনরায় ফিরিয়ে আনতে পারেন।
 
<span id="NAME"></span>
+
 
== চিত্রের শিরোনাম ও ফাইলের নাম ==
{{shortcut|WP:IUP#NAME}}