যৌক্তিক ইতিবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
আফতাব বট (আলোচনা | অবদান)
১ নং লাইন:
'''যৌক্তিক ইতিবাদ''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Logical Positivism) মূলত [[ভিয়েনা চক্র]] প্রদত্ত কতগুলো [[দার্শনিক]] চিন্তার সামগ্রিক রূপ।<ref name="দার্শনিক প্রবন্ধাবলি">{{Cite book |author=মো. আবদুল হালিম |title=দার্শনিক প্রবন্ধাবলি : তত্ত্ব ও বিশ্লেষণ |url= |chapter= |publisher=[[বাংলা একাডেমি]] |location=ঢাকা |date=মে ২০০৩ | |isbn= |page= |quote=}}</ref> ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের [[দর্শন]] ও বিজ্ঞানের কয়েকজন শিক্ষক এ-চিন্তাধারার বাহক ও ধারক। এ-দর্শন একদিকে যুক্তিধর্মী, অন্যদিকে বিজ্ঞানভাবাপন্ন। এ-দর্শনের দার্শনিকরা ভাষার যৌক্তিক বিশ্লেষণ ও অর্থ পরিষ্করণে আগ্রহী। তারা বিজ্ঞানের বাক্যগুলোকে বিশ্লেষণ, শ্রেণিকরণ এবং সম্পর্ক নির্ণয়নের ব্যবস্থা করেন এবং এজন্য তারা দর্শনকে বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত করেন।
== যৌক্তিক ইতিবাদী দার্শনিক ==
যৌক্তিক ইতিবাদ ভিয়েনা চক্রীয় [[দার্শনিক আন্দোলন]] হিসেবেও খ্যাত। উনবিংশ শতাব্দির শেষদিক থেকে বিংশ শতাব্দি পর্যন্ত এ-আন্দোলনের ব্যাপ্তিকাল। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে দর্শন ও বিজ্ঞানে নিয়োজিত কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী যৌক্তিক ইতিবাদী চিন্তার অগ্রনায়ক। এই বিশ্ববিদ্যালয়ের আরোহী বিজ্ঞানের দর্শনের অধ্যাপক [[মরিস শ্লিক]]কেই এ-দর্শনের উদ্গাতা বলে অভিহিত করা হয়।<ref name="দার্শনিক প্রবন্ধাবলি">< /ref> তিনি ছাড়া আর যাদের নাম যৌক্তিক ইতিবাদী হিসেবে উল্লেখ করা হয়: [[রুডলফ কারনাপ]], নিউরাথ, ফাইগল, ভাইজম্যান। [[এ জে এয়ার]] দর্শনের শিক্ষক ছিলেন। তিনি ১৯৩৩ সালে এ-চক্রের সদস্য হিসেবে যোগদান করেন।
 
== যৌক্তিক ইতিবাদের লক্ষ্য ==