শ্লেসভিগ-হলষ্টাইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, সমস্যা? এখানে জানান
২৯ নং লাইন:
| longd = 9 | longm = 30 | longs = 50 |
}}
'''শ্লেসভিগ-হোলস্টাইন''' ([[জার্মান ভাষা|জার্মান ভাষায়]]: Schleswig-Holstein; {{IPA-de|ˈʃleːsvɪç ˈhɔlʃtaɪ̯n|pron|De-Schleswig-Holstein.ogg}}) জার্মানির সবচেয়ে উত্তরের রাজ্য। জার্মানির ষোলটি রাজ্যের অন্যতম শ্লেসভিগ-হোলস্টাইন। সাবেক ডাচি অফ হোলস্টাইন এবং ডাচি অফ শ্লেসভিগের সমন্বয়ে এই রাজ্যটি গঠিত হয়েছে। এর রাজধানী কিল। অন্যান্য উল্লেখযোগ্য শহর হল লুবেক, ফ্লেন্সবুর্গ এবং নয়েমুন্সটার।
 
রাজ্যটির সাবেক ইংরেজি নাম ''Sleswick-Holsatia,'' [[ডেনীয় ভাষা|ডেনীয় ভাষায়]] ''Slesvig-Holsten,'' লো জার্মান ভাষায় ''Sleswig-Holsteen,''
৩৮ নং লাইন:
 
==সংস্কৃতি==
শ্লেসভিগ-হোলস্টাইনের সংস্কৃতি ড্যানিশ ও জার্মান উভয় সংস্কৃতির প্রভাব রয়েছে। শহরের বাইরে গ্রামের দিকে অবস্থিত বিভিন্ন প্রাসাদ ও অট্টালিকা এর মিশ্র সংস্কৃতির প্রতিরূপ বহণ করে। এছাড়া এখানকার রন্ধনশৈলীতে এই দুই সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়।
 
এখানকার প্রধান উৎসব হল শ্লেসভিগ-হোলস্টাইন মিউজিক ফেস্টিভ্যাল। এটি প্রতি বছর এই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে। একটা বার্ষিক চলচিত্র উৎসবও এই রাজ্যে প্রতি বছর হয়।
 
শ্লেসভিগ-হোলস্টাইনে অনুষ্ঠিত ভাখেন ওপেন এয়ার নামক বার্ষিক হেচি মেটাল রক উৎসব বিশ্বের সবচেয়ে বড় হেচি মেটাল রক সঙ্গীতের উৎসব।
 
শ্লেসভিগে রয়েছে এই রাজ্যের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক জাদুঘর গোটোর্ফ ক্যাসেল।
 
==শিক্ষা==
ছয় বছর থেকে শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা রয়েছে শ্লেসভিগ-হোলস্টাইনে।<ref name="EducationSH1">{{cite web|title=Education in Schleswig-Holstein|url=http://www.schleswig-holstein.de/Portal/EN/Education/Education_node.html|publisher=State of Schleswig-Holstein|accessdate=14 April 2011}}</ref> এসব শিশুরা গ্রুন্ডশুলা বা জার্মান প্রাথমিক বিদ্যালয়ে চার বছর লেখাপড়া করার পর মাধ্যমিক বিদ্যালয়ে যায়। শ্লেসভিগ-হোলস্টাইনে এই ধরণের বিশেষ আঞ্চলিক বিদ্যালয় রয়েছে, যার জার্মান নাম রিজিওনালশুলা।<ref name="EducationSH1"/>
 
এই রাজ্যে রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়। এগুলো কিল, লুবেক এবং ফ্লেন্সবুর্গে অবস্থিত।<ref name="EducationSH2">{{cite web|title=Institutions of Higher Education in Schleswig-Holstein|url=http://www.schleswig-holstein.de/Portal/EN/Education/InstitutionsHigherEducation/InstitutionsHigherEducation_node.html|publisher=State of Schleswig-Holstein|accessdate=14 April 2011}}</ref> এছাড়া চারটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো ছাড়াও তিনটি বেশ কিছু বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
৬০ নং লাইন:
* [http://www.schleswig-holstein-360.de 360° Panoramas of Schleswig-Holstein]
* {{Osmrelation-inline|62775}}
{{টেমপ্লেট:জার্মানির রাজ্যসমূহ}}
 
[[বিষয়শ্রেণী:জার্মানির রাজ্য]]