সালমান আল-ফারসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ করা হল
তথ্যসূত্র যোগ করা হল
৪৩ নং লাইন:
 
'''সালমান আল ফারিসী''' হযরত মুহম্মদ সাঃ এর একজন বিখ্যাত সাহাবী। হযরত মুহাম্মদ সাঃ তাকে সালমান আল খায়র নাম প্রদান করেন। [[ইসলাম]] ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল মাবিহ ইবনে বুযিখ্‌শান । তিনি বর্তমান ইরানের ইস্পাহান নামক স্থানে জায়্য নগরীতে জন্মগ্রহণ করেন। তবে তার জন্মস্থান কোথায় তা নিয়ে মতভেদ আছে। তার পিতা ছিলেন একজন অগ্নি উপাসক। ইসলাম গ্রহণের পূর্বে সালমান খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। [[খন্দকের যুদ্ধ]]কালীন সময়ে তার পরামর্শে [[মুসলমান]] গণ পরিখা খনন করেন। দীনী ইল্‌মে তার ছিল অগাধ পান্ডিত্য। তিনি এ ব্যাপারে গভীর রাত পর্যন্ত হযরত মুহাম্মদ সাঃ এর সাথে আলোচনায় মগ্ন থাকতেন। তার নিকট হতে ৬০ টি এর মত হাদীস বর্ণিত হয়েছে। তার সন্তানদের মধ্যে এক পুত্র এবং তিনজন কন্যা সন্তানের কথা জানা যায়।
 
==জন্ম স্থান==
সালমান ফারস প্রদেশের কাজিরান শহরে অথবা পারস্যর এসফাহন প্রদেশে জন্মগ্রহণ করেন।<ref>{{cite web|url=http://www.experiencefestival.com/salman_the_persian_-_biography |title=Salman The Persian - Biography |publisher=Experiencefestival.com |date= |accessdate=2013-01-05}}</ref><ref>{{cite web|url=http://www.islamawareness.net/Caliph/salman_al_farsi.html |title=Salman al-Farsi (Salman the Persian) |publisher=Islamawareness.net |date= |accessdate=2013-01-05}}</ref>
 
==তথ্যসূত্র==