ঙ্গাগ-দ্বাং-ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
==সংক্ষিপ্ত জীবনী==
ঙ্গাগ-দ্বাং-ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো ১৬৩৫ খ্রিষ্টাব্দে [[তিব্বত|তিব্বতের]] আমদো অঞ্চলের স্তাগ-ফ্যুগ ({{bo|w=rgyal}}) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয় এবং গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। শিক্ষা শেষ করে তিনি ব্দে-য়াংস ({{bo|w=bde yangs}}) মহাবিদ্যালয়, গোমাং মহাবিদ্যালয়, গ্যুমে মহাবিদ্যালয়ে এবং [[দ্গা'-ল্দান বৌদ্ধবিহার|দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের]] ব্যাং-র্ত্সে ({{bo|w=byang rtse}}) মহাবিদ্যালয়ে অধ্যাপনা ও প্রধানের দায়িত্ব পালন করেন। ১৬৮২ খ্রিষ্টাব্দে তিনি [[দ্গা'-ল্দান বৌদ্ধবিহার|দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের]] চুয়াল্লিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং চার বছর এই পদে থাকেন। এই সময় তিনি এই বিহারের প্রধান প্রার্থনা ভবনের সংস্কার সাধন করেন। ১৬৮৬ খ্রষ্টাব্দে তিনি [[মঙ্গোলিয়া]] যাত্রা করে হাল-হা ও আও-রোদ নামক দুইটি ধর্মীয়গোষ্ঠীর মধ্যে বিরোধের অবসান ঘটান। ১৬৮৭ খ্রিষ্টাব্দে [[চীন|চীনের]] সম্রাট [[বেইজিং]] শহরে শিক্ষাপ্রদানের জন্য একজন বৌদ্ধ লামা প্রেরণের জন্য [[পঞ্চম দলাই লামা|পঞ্চম দলাই লামাকে]] অনুরোধ জানালে তাঁর নির্দেশে ঙ্গাগ-দ্বাং-ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো এই দায়িত্বগ্রহণ করেন। এই কারণে তিনি খ্রি-র্গ্যা-নাগ-পা ({{bo|w=khri rgya nag pa}}) উপাধিলাভ করেন। ১৬৮৮ খ্রিষ্টাব্দে [[চীন]] থেকে [[তিব্বত]] ফিরে আসার সময় তাঁর মৃত্যু ঘটে। [[ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস]] ({{bo|w=ngag dbang brtson 'grus}}) নামক প্রথম [['জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা]] ({{bo|w='jam dbyangs bzhad pa}}) এবং [[গ্রাগ্স-পা-ওদ-জের]] ({{bo|w=grags pa 'od zer}}) নামক দ্বিতীয় [[ল্চাং-স্ক্যা হো-থোগ-থু]] ({{bo|w=lcang-skya ho-thog-thu}}) উপাধিধারী দুই অবতারী লামারা তাঁর অন্যতম উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।<ref name= Samten>{{Cite encyclopedia| last = Chhosphel| first = Samten| title =The Forty-Fourth Ganden Tripa, Lodro Gyatso| encyclopedia = The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters| accessdate = 2014-06-15| date = December 2010| url =http://www.treasuryoflives.org/biographies/view/Trichen-44-Lodro-Gyatso/2872}}</ref>
 
== তথ্যসূত্র ==