জ্যোতিপ্রসাদ আগরওয়ালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৬ নং লাইন:
 
==অন্যান্য==
শিখ্ষাশিক্ষা ত্যাগ করে অসম আসার পর জ্যোতিপ্রসাদ আগরয়ালা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। ১৯৩২ সনে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য ১৫ মাসের জন্য কারাবাসে থাকেন। শিলচর জেলে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত থাকা অবস্থায় তিনি কারাবাস পূর্ন করেন। ১৯৩৩ সনে জ্যোতিপ্রসাদ ভোলাগুরি চাহ বাগিচায় চিত্রবন স্থাপন করেন ও প্রথম অসমীয়া চলচিত্র “জয়মতীর” সম্পাদনার কাজ আরম্ভ করেন। ১৯৩৫ সনে লখ্ষীনাথ বেজবরুয়ার কাহিনীর উপড়ে আধারিত অসমীয়া প্রথম চলচিত্র “জয়মতী” মুক্তি পায়। জয়মতী চলচিত্র থেকে হওয়া বানিজ্যিক লোকসানের ধন আদায় করার জন্য তিনি ১৯৩৯ সনে দ্বিতীয় অসমীয়া চলচিত্র “ইন্দ্রমালতী” নির্মান করেছিলেন। ১৯৪১ সনে জ্যোতিপ্রসাদ আগরয়ালা পুনরায় স্বাধীনতা সংগ্রামে অংশগ্র্ন করেন।
 
==ব্যাক্তিগত জীবন==
১৯৩৬ সনে জ্যোতিপ্রসাদ আগরয়ালা দেওয়ানী ভূঞার সঙ্গে বিবাহ করেছিলেন।