আডিডাস ব্রাজুকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
ছবি যোগ
১ নং লাইন:
[[চিত্র:Adidas Brazuca.jpg|thumb|আডিডাস ব্রাজুকা]]
'''আডিডাস ব্রাজুকা''' [[ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ|স্বাগতিক]] [[ব্রাজিল|ব্রাজিলে]] অনুষ্ঠিতব্য [[২০১৪ ফিফা বিশ্বকাপ]] [[ফুটবল]] খেলার আনুষ্ঠানিক [[বল (ফুটবল)|বল]]।<ref name=fifanews>{{cite web|title=adidas Brazuca – Name of Official Match Ball decided by Brazilian fans|url=http://www.fifa.com/worldcup/news/newsid=1693277/|publisher=FIFA|accessdate=2012-09-03}}</ref> বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা [[ফিফা|ফিফা’র]] অন্যতম অংশীদার ও [[১৯৭০ ফিফা বিশ্বকাপ|১৯৭০]] সাল থেকে [[ফিফা বিশ্বকাপ|ফিফা বিশ্বকাপে]] বল সরবরাহকারী [[আডিডাস]] প্রতিষ্ঠান এ বল তৈরির দায়িত্ব পায়।<ref name=fifanews /> ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল [[সমর্থক|সমর্থকদের]] মাধ্যমে বলের নামকরণ '''ব্রাজুকা''' রাখা হয়েছে। নামকরণের জন্য সাধারণ [[ভোট|ভোটের]] আয়োজন করা হয়। দশ লক্ষেরও অধিক ব্রাজিলীয় ফুটবল অনুরাগী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ৭০ শতাংশেরও অধিক ভোটের মাধ্যমে ব্রাজুকা নামকরণে ভোটারগণ তাদের সমর্থন ব্যক্ত করে। ব্রাজিলীয় সংস্কৃতির বিষয়াবলীর সাথে মিল রেখে আডিডাস কর্তৃপক্ষ ''ব্রাজুকা'', ''বোসা নোভা'' ও ''কার্নাভালেস্কা''-সহ তিনটি সম্ভাব্য নামের তালিকা প্রস্তুত করেছিল।