ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১০৫ নং লাইন:
 
নকশাদার শিংওয়ালা শিরস্ত্রাণের বিবর্তনের বৈচিত্র্য দেখা যায় নানা প্রকার সেরাটোপ্‌সিয়ানের মধ্যে। ''[[প্রোটোসেরাটপ্‌স]]'', ''[[ট্রাইসেরাটপ্‌স]]'' ও ''[[স্টিরাকোসরাস]]'' হল এদের মধ্যে সবচেয়ে জানাশোনা নাম। সমস্ত মার্জিনোসেফালিয়ার খুলির পিছন দিকে যে পাতের আকারের উপবৃদ্ধি থাকে তার থেকেই এদের উন্নত কারুকার্যখচিত শিরস্ত্রাণের উদ্ভব হয়েছিল। সেরাটোপ্‌সিয়ার দু'টো ভাগ। পাখির মত চঞ্চুযুক্ত ''[[সিটাকোসরাস]]'' প্রভৃতি প্রাথমিক নমুনা এবং [[নিওসেরাটোপ্‌সিয়া]]।
 
পাশের ছবিটিতে দেখানো হয়েছে সেরাটোপ্ জাতীয় ডাইনোসরদের খুলির বৈচিত্র্য। ক- ''[[প্রোটোসেরাটপ্‌স|প্রোটোসেরাটপ্‌সের]]'' গোটা কংকাল। খ থেকে ঝ- খুলি। খ- পাশ থেকে ''[[সিটাকোসরাস]]'', গ- উপর থেকে ''সিটাকোসরাস'', ঘ- ''প্রোটোসেরাটপ্‌স'' পাশ থেকে, ঙ- ''প্রোটোসেরাটপ্‌স'' উপর থেকে, চ- পাশ থেকে ''[[ট্রাইসেরাটপ্‌স]]'', ছ- উপর থেকে ''ট্রাইসেরাটপ্‌স'', জ- ''[[স্টিরাকোসরাস]]'' পাশ থেকে (নীচের চোয়াল ছাড়া), ঝ- ''স্টিরাকোসরাস'' উপর থেকে।
 
সেরাটপ্‌সিড ডাইনোসরদের বিবর্তন অনেকাংশে কোনো কোনো [[স্তন্যপায়ী]] প্রাণীগোষ্ঠীর বিবর্তনের সাথে তুলনীয়। স্তন্যপায়ীদের কোনো কোনো বিভাগের মতোই এদের বিবর্তন [[ভূতাত্ত্বিক সময়|ভূতাত্ত্বিক সময়ের]] নিরিখে খুব তাড়াতাড়ি হয়েছিল। অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যেই এদের দেহের বড় আয়তন, খাদ্যাভ্যাস ও "বিচিত্র শিং জাতীয় অঙ্গের" বৈশিষ্ট্যগুলো আত্মপ্রকাশ করে<ref name="socioecology-intro-264" />।
 
[[ক্রিটেশিয়াস|ক্রিটেশিয়াস যুগে]] সেরাটোপ্ ডাইনোসরদের বিবর্তনের একটা সোজাসাপটা ছক হিসেবে ''[[সিটাকোসরাস]]'' (১২·১-৯·৯ কোটি বছর) থেকে ''[[প্রোটোসেরাটপ্‌স]]'' (৮·৩ কোটি বছর) থেকে ''[[ট্রাইসেরাটপ্‌স]]'' (৬·৭ কোটি বছর) ও ''[[স্টিরাকোসরাস]]'' (৭·২ কোটি বছর)—এই ধারাক্রমের কথা বলা হয়। পাশ থেকে দেখলে ''সিটাকোসরাস'' ও ''স্টিরাকোসরাসের'' খুলির মধ্যে অনেক তফাৎ চোখে পড়ে, কিন্তু উপর থেকে দেখলে উভয় প্রজাতির খুলিতেই স্পষ্ট পঞ্চভুজাকার বিন্যাস বোঝা যায়।
 
==জীবাশ্ম প্রমাণ==