ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭৭ নং লাইন:
 
অর্নিথিস্কিয়ানদের প্রধান প্রধান ক্লেডগুলো হল বর্মযুক্ত [[থাইরিওফোরা]], বর্মহীন [[অর্নিথোপোডা]] এবং শিরস্ত্রাণযুক্ত [[মার্জিনোসেফালিয়া]]। এরা প্রত্যেকেই [[আদি জুরাসিক]] নাগাদ আবির্ভূত হয়।
 
===থাইরিওফোরা===
[[File:Stegosaurus BW.jpg|thumb|''স্টেগোসরাস স্টেনোপ্‌স্‌'' এর পুনর্নির্মাণ]]
ত্বকের উপরিভাগে অবস্থিত [[বর্ম (জীববিদ্যা)|বর্ম]] হল [[থাইরিওফোরা|থাইরিওফোরানদের]] মূল শনাক্তকারী বৈশিষ্ট্য<ref name="Sereno"/>। এদের আদিমতম উদাহরণগুলোর মধ্যে একটা হল ''[[স্কুটেলোসরাস]]'', যারা অন্যান্য দিক দিয়ে ''[[লেসোথোসরাস|লেসোথোসরাসের]]'' অনুরূপ হলেও শুধু বর্মের উপস্থিতির জন্যই আকারে পৃথক হয়ে গিয়েছিল<ref>Benton, Michael J. (2012). Prehistoric Life. Edinburgh, Scotland: Dorling Kindersley. p. 271. ISBN 978-0-7566-9910-9.</ref>। এদের লেজ ছিল লম্বা আর ইচ্ছেমতো দু'পা বা চার পায় চলার ক্ষমতা ছিল, যে ক্ষমতা বিবর্তনের পরের ধাপে সমস্ত [[স্টেগোসর]] ও [[অ্যাঙ্কিলোসর|অ্যাঙ্কিলোসরের]] দেহে লোপ পায়। এই দু'টো [[ক্লেড]] আপাতভাবে একে অপরের থেকে আলাদা দেখতে হলেও প্রকৃতপক্ষে মাথার খুলি ও অবশিষ্ট কংকালের অনেক বৈশিষ্ট্যের দিক দিয়ে সদৃশ ছিল।
 
[[স্টেগোসর|স্টেগোসরেরা]] তাদের পিঠের উপরকার দু'সারি চওড়া পাত আর লেজের আগায় অবস্থিত লম্বা কাঁটার জন্য বিখ্যাত। ''[[স্টেগোসরাস]]'' বাদে অধিকাংশ [[স্টেগোসর|স্টেগোসরের]] কাঁধ থেকেও একজোড়া করে কাঁটা গজাত। এই পাত আর কাঁটা আগেকার বর্মের (''স্কুটেলোসরাসের'' মতো) আঁশ থেকেই উদ্ভূত হয়। সবচেয়ে পুরোনো স্টেগোসরের প্রজাতি হল ''[[হুয়ায়াঙ্গোসরাস]]''।
 
[[অ্যাঙ্কিলোসর|অ্যাঙ্কিলোসরেদের]] দেহের সুগঠিত ও অত্যন্ত মজবুত বর্ম থেকে সহজেই চেনা যায়। এদের মাথার খুলির হাড়ের ঘনত্ব খুব বেশি হত। বিবর্তনের ধারায় [[অ্যাঙ্কিলোসর|অ্যাঙ্কিলোসরেরা]] দু'টো ভাগে ভাগ হয়েছিল, [[নোডোসরিডি]] ও [[অ্যাঙ্কিলোসরিডি]], যাদের পার্থক্য ছিল মূলতঃ খুলির গড়নে।
 
==জীবাশ্ম প্রমাণ==