বেলজিয়াম জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সাফল্যগাঁথা
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
৩৯ নং লাইন:
| Regional cup first = [[1972 European Football Championship|১৯৭২]]
| Regional cup best = রানার্স-আপ, [[1980 European Football Championship|১৯৮০]]
| medaltemplates = {{MedalSport | পুরুষদের [[Football at the Summer Olympics|ফুটবলlফুটবল]]}}
{{MedalGold | [[1920 Summer Olympics|১৯২০ অ্যান্টিয়ার্প]] | [[Football at the 1920 Summer Olympics|দলগত]]}}
}}
 
'''বেলজিয়াম জাতীয় ফুটবল দল''' ({{lang-nl|Het Belgisch voetbalelftal}}; {{lang-fr|L'équipe belge de football}}; {{lang-de|Die Belgische Fußballnationalmannschaft}}) আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে [[Évence Coppée Trophy|১৯০৪]] সাল থেকে [[বেলজিয়াম|বেলজিয়ামের]] জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করছে। সমর্থকদের কাছে দলটি ''রেড ডেভিলস'' ({{lang-nl|Rode Duivels}} {{IPA-nl|ˈroːdə ˈdœy̯vəɫs|}}; {{lang-fr|Diables Rouges}}; {{lang-de|Rote Teufel}}) ডাকনামে পরিচিত। [[football in Belgium|বেলজিয়াম ফুটবলে]] পরিচালনা পরিষদরূপে [[Royal Belgian Football Association|রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন]] কর্তৃক বেলজিয়াম দল পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। [[ব্রাসেলস|ব্রাসেলসে]] অবস্থিত [[King Baudouin Stadium|কিং বৌদোইন স্টেডিয়াম]] দলের নিজস্ব স্টেডিয়াম ও অনুশীলনী মাঠ হিসেবে ব্যবহার করা হয়। শুরুতে সহকারী ম্যানেজারের দায়িত্বে নিয়োজিত [[Marc Wilmots!|মার্ক উইলমটস]] মে, ২০১২ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন।<ref name="DS150512A" /><ref name="DS150512B">{{cite news | title = Leekens verlaat Rode Duivels voor Club Brugge|newspaper= [[De Standaard]] |first = L. |last = B. |first = Jan |last = M. |language = Dutch | date = 15 May 2012 | url = http://www.standaard.be/cnt/DMF20120513_032 }}</ref>
 
== ইতিহাস ==
১ মে, ১৯০৪ তারিখে অনুষ্ঠিত [[Évence Coppée Trophy|ইভেন্স কপি ট্রফি]] [[প্রতিযোগিতা|প্রতিযোগিতার]] মাধ্যমে বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম খেলায় অংশ নেয়। ঘটনাবহুল খেলায় [[ফ্রান্স জাতীয় ফুটবল দল|ফ্রান্সের]] সাথে খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। এ খেলাটি উভয় দলের জন্য প্রথম ছিল। বেলজিয়ামের [[Uccle|আক্কলে]] স্টেড ভিভিয়ের দ্য’ওই (গুজ পন্ড স্টেডিয়াম) মাঠে অনুষ্ঠিত খেলায় প্রায় দেড় হাজার দর্শকের সমাগম হয়েছিল। হাত উত্তোলনের মাধ্যমে এ ট্রফিটির প্রতীকি পুরস্কার প্রদান করা হয়।<ref name="UEFABelFra1904">{{cite web | title = Belgium v France − a 109-year-old rivalry|publisher= [[UEFA]] | date = 13 August 2013 | url = http://www.uefa.com/worldcup/news/newsid=1980808.html }}</ref> বিশদিন পর বেলজিয়াম ও ফ্রান্স দল [[ফিফা]] প্রতিষ্ঠায় সাত জনকের অন্যতম হিসেবে অংশগ্রহণ করে।<ref>{{cite web | title = History of FIFA - Foundation |publisher= [[FIFA]].com | accessdate = 16 May 2014 | url = http://www.fifa.com/classicfootball/history/fifa/foundation.html }}</ref> ৩-৩ ড্রয়ের পূর্বে ফ্রান্সের সাথে বেলজিয়ামের নির্বাচিত খেলোয়াড়েরা চারটি খেলায় অংশ নিলেও দলে কয়েকজন ইংরেজ খেলোয়াড় থাকায় তা ফিফা কর্তৃক স্বীকৃত হয়নি।<ref name="HUB1980-13">{{cite book |last=Hubert |first=Christian |title=Les diables rouges |language=French |year=1980 |publisher=Arts & voyages |location=Brussels |isbn=978-28-016-0046-7 |page=13}}</ref> ২৮ এপ্রিল, ১৯০১ তারিখে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত খেলোয়াড়দেরকে নিয়ে বেলজিয়াম দল [[নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল|নেদারল্যান্ডসকে]] ৮-০ গোলে পরাভূত করে।<ref name="HUB1980">{{cite book |last=Hubert |first=Christian |title=Les diables rouges |language=French |year=1980 |publisher=Arts & voyages |location=Brussels |isbn=978-28-016-0046-7 |page=12}}</ref> ঐসময় সিদ্ধান্ত নেয়া হয় যে, ১৯০৫ সাল থেকে বছরে দু’বার একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। [[Antwerp|অ্যান্টিয়ার্প]] ও [[Rotterdam|রটেরড্যামে]] (পরবর্তীকালে [[Amsterdam|আমস্টারডাম]]) একবার করে খেলা হয়েছিল। ৬ অথবা ৭টি প্রধান ক্লাব দলের প্রতিনিধি নেয়া গড়া কমিটির মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড় নির্ধারিত হতো। ১৯৩২ সাল পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে বেলজিয়ান-ডাচ কাপ ট্রফি প্রতিযোগিতার প্রচলন ছিল।
 
আনুষ্ঠানিকভাবে দল প্রতিষ্ঠার মাত্র দুই বছর পর পিঁয়েরে ওয়াকিয়ার্স নামীয় এক সাংবাদিক দলের ডাকনাম দ্য রেড ডেভিলস নামে আখ্যায়িত করেন। ১৯০৬ সালে ফ্রান্সের বিপক্ষে ৫-০ ও ৫-০ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ফলেই পিঁয়েরে এ নামকরণ করেছিলেন।<ref>{{cite book |last1= Guldemont |first1= Henry |last2=Deps |first2=Bob |title= 100 ans de football en Belgique'': ''1895–1995, Union royale belge des sociétés de football association |language= French |year= 1995 |publisher= Vif |location=Brussels |isbn = 90-5466-151-8 |page=65 }}</ref> দলের জার্সির মূল রঙ লাল রাখা হয়। [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] কারণে ১৯১৫ থেকে ১৯১৮ সময়কালের মধ্যে জাতীয় দলের কার্যক্রম স্থগিত রাখা হয়।
 
== সাফল্যগাঁথা ==