কোস্টা রিকা জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
২৬ নং লাইন:
| pattern_la2 =_costarica14a|pattern_b2=_costarica14a|pattern_la2=_costarica14a|pattern_ra2=_costarica14a|pattern_sh2=_costarica14a|pattern_so2=_costarica14a
| leftarm2 = FFFFFF|body2=FFFFFF|rightarm2=FFFFFF|shorts2=FFFFFF|socks2=FFFFFF
| First game = {{nowrap|{{flagu|Costa Rica}} ৭-০ {{fb-rt|SLV}} <br/> ([[Guatemala City|গুয়াতেমালা সিটি]], [[গুয়াতেমালা]]; ১৪ সেপ্টেম্বর ১৯২১)}}
| Largest win = {{flagu|Costa Rica}} ১২-০ {{fb-rt|PUR|1912}} <br/> ([[Barranquilla|বারানকুইলা]], [[কলম্বিয়া]]; ১০ ডিসেম্বর ১৯৪৬)
| Largest loss = {{fb|MEX}} ৭-০ কোস্টা রিকা {{flagicon|CRC}} <br/> ([[Mexico City|মেক্সিকো সিটি]], [[মেক্সিকো]]; ১৭ আগস্ট ১৯৭৫)
| World cup apps = ৪
| World cup first = ১৯৯০
| World cup best = ১৬ দলের রাউন্ড; [[1990 FIFA World Cup|১৯৯০]]
| Regional name = [[CONCACAF Gold Cup|কনকাকাফ চ্যাম্পিয়নশীপ<br/>& গোল্ড কাপ]]
| Regional cup apps = ১৫
| Regional cup first = [[1963 CONCACAF Championship|১৯৬৩]]
৪৪ নং লাইন:
 
কোস্টারিকা ফুটবল দল [[CONCACAF Championship|কনকাকাফ চ্যাম্পিয়নশীপ]] লাভ করেছে তিনবার এবং সাতবার [[UNCAF Nations Cup|আনকাফ ন্যাশনস কাপ]] জয় করেছে। এছাড়াও তারা চারবার [[কোপা আমেরিকা]] প্রতিযোগিতায় অংশ নিয়ে দুইবার কোয়ার্টার-ফাইনালে অংশগ্রহণ করে।
 
== ইতিহাস ==
সেপ্টেম্বর, ১৯২১ সালে [[গুয়াতেমালা সিটি|গুয়াতেমালা সিটিতে]] অনুষ্ঠিত [[Independence Centenary Games|ইন্ডিপেনডেন্স সেন্টেনারি গেমসের]] মাধ্যমে জাতীয় দলের অভিষেক ঘটে। প্রথম খেলায় [[El Salvador national football team|এল সালভেদর দলকে]] ৭-০ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করে। চূড়ান্ত খেলায় স্বাগতিক [[Guatemala national football team|গুয়াতেমালাকে]] ৬-০ গোলে হারিয়ে [[ট্রফি]] জয় করে।<ref>{{cite web|last=Romero|first=Marcos |title=Costa Rica International Soccer Matches Since 1920|url=http://www.rsssf.com/tablesc/cos-intres.html|publisher=RSSSF|date=28 August 2009|accessdate=2 November 2010}}</ref> ১৯৪০-এর দশকে দলটি ''দ্য গোল্ড শর্টিজ'' ডাকনামে পরিচিতি পেয়েছিল। ৫০ ও ৬০-এর দশকে মেক্সিকোর পরপরই দ্বিতীয় শক্তিধর দল হিসেবে কনকাকাফ অঞ্চলে আবির্ভূত হয়। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপ বাছাই-পর্বে রানার্স-আপ হয়েছিল। এ সময়ে রুবেন জিমেনেজ, এরল ড্যানিয়েলস, লিওনেল হার্নান্দেজ, এডগার মারিনের ন্যায় তারকা খেলোয়াড় ছিলেন। কিন্তু ৬০-এর দশকের শেষদিক থেকে এ অঞ্চল থেকে গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভেদর, হাইতি, ত্রিনিদাদ ও টোবাগো এবং কানাডার ন্যায় দেশগুলোর জাতীয় দল সম্মুখে চলে আসে। কিন্তু অধিকাংশ দলই বিশ্বকাপে তাদের সাফল্য খুব কমই দেখাতে সক্ষম হয়েছে। ১৯৭০ ও ১৯৮০-এর দশকের অধিকাংশ সময় বিশ্বকাপে কোস্টারিকা দলকে দেখা যায়নি। ১৯৮৬ সালের বিশ্বকাপ বাছাই-পর্বের পূর্ব পর্যন্ত তারা কনকাকাফ বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে পৌঁছতে পারেনি। বর্তমানে ৪৭ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন [[Rolando Fonseca|রোল্যান্ডো ফনসেকা]]।
 
== তথ্যসূত্র ==