ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩৬ নং লাইন:
সরোপডরা পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ স্থলচর প্রাণী হিসেবে বিখ্যাত, যদিও তাদের মাথার খুলির আয়তন অনুপাতে খুবই ছোট হত। সময়ের সাথে সাথে বিভিন্ন সরোপড ডাইনোসরের দেহের আয়তন বৃদ্ধি এবং খুলির আয়তনের পরিবর্তন নীচের ছক দু'টোয় দেখানোর চেষ্টা করা হল।
 
[[চিত্র:সরোপডদৈর্ঘ্য.gif|700px]]
[[চিত্র:সরোপড খুলি দৈর্ঘ্য.gif|700px]]
 
প্রাচীন থেকে নবীন এই ক্রমে ছকে ব্যবহৃত ডাইনোসরগুলো হলː ইও ''[[ইওর‍্যাপ্টর]]'' ;
 
'''প্রোসরোপডসমূহ-''' রি ''[[রিওজাসরাস]]'', প্ল্যা ''[[প্ল্যাটিওসরাস]]'', য়ু ''[[য়ুনানোসরাস]]'', ম্যা ''[[ম্যাসোস্পণ্ডাইলাস]]'', জিং ''[[জিংশানোসরাস]]'', অ্যা ''[[অ্যাঙ্কিয়াসরাস]]'', লু ''[[লুফেঙ্গোসরাস]]'', য়ি ''[[য়িমেনোসরাস]]'' ;
৫৮ নং লাইন:
বিচ্ছিন্ন কয়েকটি নমুনা ও ক্ল্যাডিস্টিক্স বিশ্লেষণ<ref>Rauhut, Oliver W.M. (2003). "A tyrannosauroid dinosaur from the Upper Jurassic of Portugal". Palaeontology 46 (5): 903–910. doi:10.1111/1475-4983.00325.</ref> থেকে আন্দাজ করা হয় [[টির‍্যানোসরয়ডিয়া]] অন্যান্য থেরোপডের থেকে বিবর্তনের ধারায় আলাদা হয়ে গিয়েছিল মধ্য জুরাসিকে, যদিও আজ অবধি আবিষ্কৃত এদের প্রাচীনতম সম্পূর্ণ জীবাশ্মটি ''[[ইওটির‍্যানাস|ইওটির‍্যানাসের]]'', যারা বেঁচে ছিল তার একটু আগে; ১২.১ থেকে ১২.৭ কোটি বছরের মধ্যে। ''[[টির‍্যানোসরাস]]'' এবং তার অজস্র জ্ঞাতির কোনোটাই অন্ত্য ক্রিটেশিয়াসের আগে বিবর্তিত হয়নি<ref>Hicks, J.F.; Johnson, K.R.; Obradovich, J.D.; Tauxe, L.; Clark, D. (2002). "Magnetostratigraphy and geochronology of the Hell Creek and basal Fort Union Formations of southwestern North Dakota and a recalibration of the Cretaceous–Tertiary Boundary" (PDF). Geological Society of America Special Papers 361: 35–55. doi:10.1130/0-8137-2361-2.35.</ref>।
 
[[File:থেরোপড.png|thumb|width:1000px500px|কয়েকটি নির্বাচিত বৃহৎ থেরোপড ডাইনোসর ও একজন মানুষের গড় আয়তনের তুলনামূলক চিত্র]]
[[অর্নিথোমিমোসরিয়া]] জীবাশ্মগুলোর সময়কাল ১২.৭ থেকে ৬.৫ কোটি বছর আগে। আদি ক্রিটেশিয়াস থেকে প্রাপ্ত ''[[হার্পাইমিমাস]]'' কে এই বিভাগের প্রাচীনতম সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে<ref>Kobayashi, Y. and Barsbold, R. (2005). "Anatomy of Harpymimus okladnikovi Barsbold and Perle 1984 (Dinosauria; Theropoda) of Mongolia." In Carpenter, K. (ed.) The Carnivorous Dinosaurs. Indiana University Press: 97-126</ref>।