লেভ ইয়াশিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
১৭ নং লাইন:
| nationalcaps1 = ৭৮ | nationalgoals1 = ০
}}
'''লেভ ইভানোভিচ ইয়াসিন''' ({{lang-ru|Лев Ива́нович Я́шин}}; [[জন্ম]]: [[২২ অক্টোবর]], [[১৯২৯]] - [[মৃত্যু]]: [[২০ মার্চ]], [[১৯৯০]]) সাবেক [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের]] [[মস্কো|মস্কোয়]] জন্মগ্রহণকারী বিখ্যাত রুশ [[ফুটবল|ফুটবলার]] ছিলেন। সর্বদাই কালো পোষাক পরিধান ও খেলায় উজ্জ্বীবনীর শক্তির বহিঃপ্রকাশ ঘটায় ''ব্ল্যাক অক্টোপাস'', ''ব্ল্যাক স্পাইডার'', ''ব্ল্যাক প্যান্থার'' প্রভৃতি ডাকনামে তিনি পরিচিতি পান। বিশ্ব ফুটবলের ইতিহাসে তাঁকে [[গোলরক্ষক|সর্বকালের শ্রেষ্ঠ গোলরক্ষক]] হিসেবে বিবেচনা করা হয়।<ref name="britannica">{{cite web |title=Yashin, Lev Ivanovich.|work=Encyclopædia Britannica Online|url=http://www.britannica.com/eb/article-9077855/Lev-Ivanovich-Yashin|accessdate=25 June 2008 }}</ref> ১৯৬৩ সালে একমাত্র গোলরক্ষক হিসেবে তিনি বর্ষসেরা ইউরোপীয় ফুটবলার হিসেবে ঘোষিত হয়েছিলেন। সাবেক [[সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল|সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দলের]] অন্যতম খেলোয়াড় ইয়াসিন ঘরোয়া ফুটবলে ডায়নামো মস্কো’র পক্ষেও খেলেছেন। অন্যতম গোলরক্ষক হিসেবে গোল সীমারেখায় দূর্দান্ত ক্রীড়া মনোভাব, দৃষ্টিনন্দন উপস্থিতি, গোল রক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য স্মরণীয় হয়ে আছেন।<ref name="FIFA">[http://www.fifa.com/classicfootball/players/player=174638/ "Yashin, the impregnable Spider" ]. FIFA. Retrieved 23 November 2013</ref> এছাড়াও তিনি [[Football Federation of the Soviet Union|সোভিয়েত ইউনিয়ন ফুটবল ফেডারেশনের]] [[vice president|সহ-সভাপতির]] দায়িত্ব পালন করেছেন।
 
== প্রারম্ভিক জীবন ==
মস্কোর একটি শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন ইয়াসিন। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] সময়কালীন সময়ে ১২ বছর বয়সে যুদ্ধে সহায়তাকল্পে কারখানায় তাঁকে জোরপূর্বক কাজ দেয়া হয়। তারপর তাঁকে মস্কোর সামরিক কারখানায় কাজ করার জন্য প্রেরণ করা হয়। ১৯৪৫ সালে ইয়াসিন মস্কো’র ডায়নামো ক্লাবে আইস হকি খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন। তৎকালীন সোভিয়েত গোলরক্ষক [[Alexei Khomich|আলেক্সি টাইগার খোমিচ]] তাঁর ক্রীড়ানৈপুণ্যে মুগ্ধ হয়ে সম্ভাব্য উত্তরাধিকারীরূপে ইয়াসিনকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলেন। এরপরখোমিচ তাঁর ক্লাবের সহ-খেলোয়াড়, প্রতিপক্ষ ও মন্ত্রণাদাতার ভূমিকায় ছিলেন। এছাড়াও, ইয়াসিনের অভ্যন্তরীণ প্রতিপক্ষ গোলরক্ষক ছিলেন ওয়াল্টার সানায়া যিনি ১৯৫৩ সালে ক্লাব ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এরপর ১৯৫০ সালে ডায়নামো দলের আমন্ত্রণে [[FC Dynamo Moscow|ডায়নামো মস্কো]] যুব দলের পক্ষে ফুটবলে এক প্রীতি খেলার মাধ্যমে অভিষেক ঘটে তাঁর। ঐ খেলায় তিনি একটি গোলও করেন। ঐ বছর তিনি কেবলমাত্র লীগের দুই খেলায় অংশ নিয়েছিলেন। বড়দের দলে ১৯৫৩ সালে অংশগ্রহণ করেন। এ দলে তিনি ১৯৭১ সালে অবসর-পূর্ব পর্যন্ত অবস্থান করেন। অবস্থানকালীন সময়ে ডায়নামো পাঁচবার লীগইউএসএসআর ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা ও তিনবার [[USSR Cup|ইউএসএসআর কাপ]] শিরোপা জয় করে। স্থির প্রতীজ্ঞাবদ্ধ থাকায় সংরক্ষিত খেলোয়াড় হিসেবে ডায়নামোতে অবস্থান করতে থাকেন। এই ফাঁকে ইয়াসিন মস্কো’র [[HC Dynamo Moscow|ডায়নামো ক্লাবে]] [[ice hockey|আইস হকি’র]] গোলি হিসেবে অংশগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি ইউএসএসআর আইস হকি কাপ জয়ে ভূমিকা রাখেন ও গোলরক্ষক হিসেবে ইউএসএসআর আইস হকি চ্যাম্পিয়নশীপে দলকে তৃতীয় স্থান এনে দেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দলে ১৯৫৪ সালে অভিষিক্ত হন লেভ ইয়াসিন।ইয়াসিন ও [[cap (football)|৭৪তম]] খেলোয়াড়রূপে জাতীয় দলের সদস্য হন।<ref>{{Cite web | url = http://rsssf.com/miscellaneous/yashin-intl.html | title = Lev Ivanovich Yashin - International Appearances | author = Matthias Arnhold | date = 13 December 2012 | accessdate = 2 January 2013 | publisher = Rec.Sport.Soccer Statistics Foundation}}</ref> এ সময়েও সোভিয়েত দল আন্তর্জাতিক ফুটবলে প্রভূত উন্নতি সাধন করে। অস্ট্রেলিয়ার [[মেলবোর্ন|মেলবোর্নে]] অনুষ্ঠিত ১৯৫৬ সালের [[Football at the Summer Olympics#Men's results|গ্রীষ্মকালীন অলিম্পিকে]] সোভিয়েত ফুটবল দলকে [[স্বর্ণপদক]] জয়ে সহায়তা করেন। এছাড়াও, [[1960 European Nations' Cup|১৯৬০]] সালে প্রথমবারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ বিজয়ে অন্যতম ভূমিকা রাখেন।<ref name="Mail">[http://www.dailymail.co.uk/sport/football/article-2353806/Greatest-XI-history-football.html#ixzz2lTfTxgKb "The greatest XI in the history of football... and there's no room for Ronaldo, Eusebio and Best"]. Daily Mail. Retrieved 23 November 2013</ref>
 
[[ফুটবল বিশ্বকাপ|বিশ্বকাপ ফুটবলে]] সোভিয়েত দলের পক্ষে ইয়াসিন চারবার অংশগ্রহণ করেন। সোভিয়েত দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। তাঁর সুযোগ্য নেতৃত্বে সোভিয়েত দল [[১৯৫৮ ফিফা বিশ্বকাপ|১৯৫৮]] ও [[১৯৬২ ফিফা বিশ্বকাপ|১৯৬২]] সালে কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ হয়। এছাড়াও, তাঁর দল [[১৯৬৬ ফিফা বিশ্বকাপ|১৯৬৬]] সালের বিশ্বকাপে চতুর্থ স্থান অধিকার করেছিল। বিশ্বকাপে তিনি সর্বমোট ১২ খেলায় অংশগ্রহণ করেন ও চারবার কোন গোল হজম করেননি।
 
[[সুইডেন|সুইডেনে]] অনুষ্ঠিত ১৯৫৮ সালের বিশ্বকাপে ইয়াসিন তাঁর ক্রীড়াশৈলী প্রদর্শনের সুযোগ পান। তাঁর দল কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ হয়। গ্রুপ-পর্বে এ বিশ্বকাপ বিজয়ী দল [[ব্রাজিল জাতীয় ফুটবল দল|ব্রাজিলের]] বিপক্ষে ২-০ ব্যবধানে হারলেও তিনি গোল সংখ্যা বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন।<ref>{{cite book | first=Ruy | last= Castro | year=2005 | title=Garrincha - The Triumph and Tragedy of Brazil’s Forgotten Footballing Hero| publisher=Yellow Jersey Press | location=London | isbn=0-224-06433-9 }}</ref> এ বিশ্বকাপে তিনি [[FIFA World Cup awards#All-Star Team|সেরা তারকাদের দলের]] সদস্যরূপে নির্বাচিত হয়েছিলেন।
 
তিনি তাঁর সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৫০টি পেনাল্টি রক্ষা করেন ও ২৭০টি গোল বাঁচান।
 
== সম্মাননা ==
১৯৬৮ সালে [[অর্ডার অব লেনিন]] উপাধিতে ভূষিত হন ইয়াসিন। অবসর-পরবর্তী সময়কালে [[কোচ (ক্রীড়া)|কোচের]] দায়িত্বেও ছিলেন তিনি। ১৯৯৪ সালে [[FIFA World Cup All-Time Team|ফিফা বিশ্বকাপ সর্বকালের সেরা দলেও]] তিনি অন্যতম সদস্যরূপে মনোনীত হন। এছাড়াও, ১৯৯৮ সালে গঠিত [[World Team of the 20th Century|বিংশ শতকের বিশ্ব দলের সদস্যও]] ছিলেন লেভ ইয়াসিন। ২০০২ সালে গঠিত বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে [[FIFA Dream Team|ফিফা স্বপ্নের দলে]] তাঁকে অন্তর্ভূক্ত করা হয়। ১৯৬৩ সালে একমাত্র গোলরক্ষক হিসেবে [[Ballon d'Or (1956–2009)|ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার]] হিসেবে তিনি অন্তর্ভূক্ত হন।<ref name="FIFA"/> [[IFFHS|আইএফএফএইচএস]] কর্তৃক তিনি বিংশ শতকের শ্রেষ্ঠ গোলরক্ষকের মর্যাদা লাভ করেন।<ref>{{cite web |title=IFFHS' Century Elections |author= Stokkermans, Karel |work= RSSSF |url=http://www.rsssf.com/miscellaneous/iffhs-century.html |accessdate=25 June 2008 }}</ref>
 
== তথ্যসূত্র ==