হেসেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৭ নং লাইন:
 
==ভূগোল==
হেসে জার্মানির পশ্চিমে অবস্থিত। হেসের সীমান্তে জার্মান রাজ্য [[লোয়া জ্যাক্সোনি ]], [[থুরিনগিয়া]], [[বাভারিয়া]], [[বাডেন-ভুর্টেমবার্গ]], [[রিনেল্যান্ড-প্যালাটিনাটা]] এবং [[নর্থ রিনে-ভেস্টফালিয়া।ভেস্টফালিয়া]]।
হেসের প্রধান শহরগুলো হল ফ্রাঙ্কসুর্ট, ভিসবাডেন, ডার্মস্টাট, ওফেনবাখ, হানাউ, গিসেন, লিমবুর্গ, কাসেন। হেসের গুরুত্বপূর্ণ নদী হল রাজ্যের মধ্যাঞ্চলে ফুলডা, ইডার এবং দক্ষিণাঞ্চলে মাইন ও রিনে। হেসের পল্লী অঞ্চল পর্বতময়। হেসের অধিকাংশ মানুষ দক্ষিণাঞ্চলের রিনে মাইন এলাকায় বাস করে। রিনে নদী দক্ষিণ-পশ্চিমে হেসের সীমান্ত নির্দেশ করে। মাইন ও নেকার নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চল ওডেনভাল্ড নামে পরিচিত। মাইন, রিনে ও নেকার নদী এবং ওডেনভাল্ড-এর মধ্যবর্তী সমতলভূমিকে বলা হয় রিড। হেসে জার্মানির সবচেয়ে সবুজ রাজ্য, কারণ রাজ্যটির ৪২% স্থান বন দ্বারা আবৃত।<ref name="HesseGeography">{{cite web|title=Our State|url=http://www.hessen.eu/irj/hessen_en_Internet?cid=42734bf7b41385446b3a113d3314add9|publisher=State of Hesse|accessdate=14 April 2011}}</ref>