ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৬ নং লাইন:
 
===সরোপডোমর্ফা===
প্রথম সরোপডোমর্ফদের প্রোসরোপড বলা হয়। অন্ত্য ট্রায়াসিক থেকে আদি জুরাসিক,অর্থাৎ ২২ কোটি ৭০ লক্ষ থেকে ১৮ কোটি বছরের পুরোনো পাথরের স্তরে এদের জীবাশ্ম পাওয়া যায়<ref>Weishampel, Dodson & Osmolska, 2004, The Dinosauria</ref>। এরা দ্বিপদ ও চতুষ্পদ দু'রকমেরই হত, লেজ আর গলা ছিল খুব লম্বা আর এদের মাথা ছিল অপেক্ষাকৃত ছোট। ২.৫ থেকে ১০ মিটার (৮.২ থেকে ৩৩ ফুট) পর্যন্ত এরা লম্বা হত (আনুভূমিকভাবে) আর প্রায় বাধ্যতামূলকভাবে শাকাহারী হত। [[থেকোডন্টোসরাস]] প্রভৃতি প্রোসরোপডদের কিছু আদিমতম নমুনার (২০.৫ থেকে ২২ কোটি বছর) গড়নে তাদের পূর্বপুরুষদের দ্বিপদ ভঙ্গি আর বড় মাথার আভাস পাওয়া যায়<ref>Yates, A.M. & Kitching, J. W. (2003). "The earliest known sauropod dinosaur and the first steps towards sauropod locomotion". Proc. R. Soc. Lond.: B Biol Sci. 2003 Aug 22; 270(1525): 1753–8</ref>।
 
এই প্রাণীগুলোই পরবর্তীকালে বিশালদেহী শাকাহারী সরোপডে বিবর্তিত হয়, যাদের কেউ কেউ অন্তত ২৬ মিটার (৮৫ ফুট) পর্যন্ত দীর্ঘ হত। এই ক্লেডের অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য হল এদের সামনের পা ও পিছনের পায়ের দৈর্ঘ্যের অনুপাত ০.৬ এর বেশি, অর্থাৎ অধিকাংশ সরোপডের পশ্চাৎপদ অগ্রপদের চেয়ে বেশি লম্বা হত। উল্লেখযোগ্য ব্যতিক্রম হিসেবে [[ব্র্যাকিওসরাস|ব্র্যাকিওসরাসের]] নাম করা যেতে পারে, যাদের লম্বা অগ্রপদ থেকে অনুমান করা হয় তারা আধুনিক [[জিরাফ|জিরাফের]] মতো বড় গাছের উঁচু ডালপালা খাওয়ার জন্য অভিযোজিত হয়েছিল<ref>"Hearts, neck posture and metabolic intensity of sauropod dinosaurs". Proc. Biol. Sci. 267 (1455): 1883–7. September 2000. doi:10.1098/rspb.2000.1225. PMC 1690760. PMID 11052540</ref>।
 
সরোপডদের জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে ডাইনোসরদের উৎপত্তির সময় থেকে তাদের রাজত্বের একদম শেষভাগে [[ক্রিটেশিয়াস-প্যালিওজিন অবলুপ্তি ঘটনা]] পর্যন্ত (২২.৭ থেকে ৬.৬ কোটি বছর) সুদীর্ঘ সময়কাল জুড়ে। বেশির ভাগ নিদর্শন [[জুরাসিক]] যুগের, অর্থাৎ কমবেশি ২২.৭ থেকে ১২.১ কোটি বছরের পুরোনো।
 
[[ক্রিটেশিয়াস|ক্রিটেশিয়াস যুগের]] সরোপডদের দু'টো শাখা ছিল; [[ডিপ্লোডোকয়ডিয়া|ডিপ্লোডোকয়ডিয়ারা]] রাজত্ব করেছিল ১২.১ থেকে ৬.৬ কোটি বছরের মধ্যে, আর [[টাইটানোসরিফর্ম|টাইটানোসরিফর্মেরা]] ১৩.২ থেকে ৬.৬ কোটি বছরের মধ্যে। টাইটানোসরিফর্মদের অন্তর্গত অধোবিভাগগুলো হল [[টাইটানোসরিয়া]], [[টাইটানোসরিডি]] এবং [[সল্টাসরিডি]]। ডিপ্লোডোকয়ডিয়া ও টাইটানোসরিফর্ম এই দু'টো শাখাই [[নিওসরোপোডা]] থেকে বিবর্তিত, যারা ১৬.৯ কোটি বছর আগে প্রথম আত্মপ্রকাশ করে।
 
সরোপডরা পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ স্থলচর প্রাণী হিসেবে বিখ্যাত, যদিও তাদের মাথার খুলির আয়তন অনুপাতে খুবই ছোট হত। সময়ের সাথে সাথে বিভিন্ন সরোপড ডাইনোসরের দেহের আয়তন বৃদ্ধি এবং খুলির আয়তনের পরিবর্তন নীচের ছক দু'টোয় দেখানোর চেষ্টা করা হল।
 
[[চিত্র:সরোপডদৈর্ঘ্য.gif]]
[[চিত্র:সরোপড খুলি দৈর্ঘ্য.gif]]
 
প্রাচীন থেকে নবীন এই ক্রমে ছকে ব্যবহৃত ডাইনোসরগুলো হলː ইও ''[[ইওর‍্যাপ্টর]]'';
 
'''প্রোসরোপডসমূহ-''' রি ''[[রিওজাসরাস]]'', প্ল্যা ''[[প্ল্যাটিওসরাস]]'', য়ু ''[[য়ুনানোসরাস]]'', ম্যা ''[[ম্যাসোস্পণ্ডাইলাস]]'', জিং ''[[জিংশানোসরাস]]'', অ্যা ''[[অ্যাঙ্কিয়াসরাস]]'', লু ''[[লুফেঙ্গোসরাস]]'', য়ি ''[[য়িমেনোসরাস]]'' ;
 
'''সরোপডসমূহ-''' শু ''[[শুনোসরাস]]'', ওমে ''[[ওমেইসরাস]]'', মা ''[[মামেঞ্চিয়াসরাস]]'', সি ''[[সিটিওসরাস]]'', ডিক্রে ''[[ডিক্রেওসরাস]]'', ব্র্যা ''[[ব্র্যাকিওসরাস]]'', ইউ ''[[ইউহেলোপাস]]'', অ্যাপা ''[[অ্যাপাটোসরাস]]'', ক্যা ''[[ক্যামারাসরাস]]'', ডিপ্লো ''[[ডিপ্লোডোকাস]]'', হ্যা ''[[হ্যাপ্লোক্যান্থোসরাস]]'', আ ''[[আমার্গাসরাস]]'', আর ''[[আর্জেন্টিনোসরাস]]'' (আনুমানিক), ব ''[[বনিটাসরা]]'', কো ''[[কোয়েসিটোসরাস]]'', আলা ''[[আলামোসরাস]]'', স ''[[সল্টাসরাস]]'', রা ''[[রাপেটোসরাস]]'', অ ''[[অপিস্থোসিলিকডিয়া]]'', নে ''[[নেমেগ্‌টোসরাস]]''।
 
''আর্জেন্টিনোসরাস'' বাদে এই ছকে সেই সমস্ত সরোপডেরই উল্লেখ করা হয়েছে যাদের প্রায় পুরো কংকালটাই জীবাশ্ম হিসেবে বিজ্ঞানীদের হাতে এসেছে। এরা ছাড়াও অনেক সরোপড ছিল যারা আয়তনে খুব বড় (দেখুন [[ডাইনোসরের আয়তন]]), কিন্তু তাদের কংকালের খুব অল্প কিছু হাড়ই আজ অবধি পাওয়া গেছে বলে তাদের এখানে অন্তর্ভুক্ত করা যায়নি। ''ইওর‍্যাপ্টরের'' খুলির দৈর্ঘ্য ও দেহের দৈর্ঘ্যের অনুপাত সরোপডদের থেকে অনেক বেশি। সবচেয়ে বড় খুলি ''নেমেগ্‌টোসরাসের'',যারা সার্বিক আয়তনের বিচারে খুব একটা বড় ছিল না। ''নেমেগ্‌টোসরাসের'' খুলি পাওয়া গিয়েছিল একটা ১১ মিটার (৩৬ ফুট) লম্বা কবন্ধ ''অপিস্থোসিলিকডিয়ার'' কংকালের পাশে, এবং এ'থেকে কেউ কেউ অনুমান করেন এই দু'টো আসলে একই প্রজাতি। কিন্তু এরা যেহেতু আলাদা আলাদা পরিবারের অন্তর্গত, তাই এই অনুমান ভিত্তিহীন হওয়ার সম্ভাবনাই বেশি<ref>D'Emic, M. D. (2012). "The early evolution of titanosauriform sauropod dinosaurs". Zoological Journal of the Linnean Society 166 (3): 624–671. doi:10.1111/j.1096-3642.2012.00853.x.</ref>।
 
বিশালদেহী শাকাহারী এবং বিশালদেহী উদ্ভিদের বিবর্তনের মধ্যে কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কি না তা এখনও নিশ্চিত করে বলা যায়নি। ডাইনোসরদের রাজত্বকালের পুরোটা জুড়েই কনিফার অর্থাৎ পাইন জাতীয় ব্যক্তবীজীরা ছিল প্রধান উদ্ভিদগোষ্ঠী। তাদের ক্রমবর্ধমান সংখ্যা ট্রায়াসিক যুগে আজ থেকে ১৯ কোটি বছর আগে স্থিতিশীল হয়। উদ্ভিদদের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ছিল সাইকাডদের, কিন্তু ১২ কোটি বছর আগে সদ্য বিবর্তিত সপুষ্পক উদ্ভিদেরা প্রভাবে তাদের ছাড়িয়ে যায়। ফার্নের প্রভাবও গোটা মধ্যজীব মহাযুগে কমবেশি অপরিবর্তিত ছিল। জুরাসিকের শেষভাগের অবলুপ্তি ঘটনায় সমস্ত শাকাহারী ডাইনোসরই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
 
==অর্নিথিস্কিয়া==