ক্যামেরুন জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আফ্রিকা কাপ অব নেশন্স
Suvray (আলোচনা | অবদান)
ফিফা বিশ্বকাপ
৭ নং লাইন:
| Sub-confederation = [[Central African Football Federations' Union|ইউনিফ্যাক]] <br> (মধ্য আফ্রিকা)
| Confederation = [[Confederation of African Football|কাফ]] (আফ্রিকা)
| Captain = [[Samuel Eto'o|স্যামুয়েল এতোইতো]]
| Coach = [[Volker Finke|ভল্কার ফিনকে]]
| Most caps = [[Rigobert Song|রিগোবার্ট সং]] (১৩৭)
| Top scorer = [[স্যামুয়েল এতোইতো]] (৫৫)
| Home Stadium = [[Stade Ahmadou Ahidjo|স্টেড আহমাদো আহিদজো]]
| FIFA Trigramme = CMR
২৭ নং লাইন:
| pattern_la2=_cameroon14a|pattern_b2=_cameroon14a|pattern_ra2=_cameroon14a|pattern_s2=_long_cameroon14a
| leftarm2=FFFF00|body2=FFFF00|rightarm2=FFFF00|shorts2=17603E|socks2=D01124
| First game = {{nowrap|{{fb|Belgian Congo}} 3–2৩-২ Frenchফরাসি Cameroonক্যামেরুন {{flagicon|FRA}} <br> ([[Belgian Congo]]; September 1956)}}
| Largest win = {{flagu|Cameroon|1961}} 9–0৯-০ {{fb-rt|CHA}} <br> ([[Republic of the Congo (Léopoldville)|DR Congo]]; April 1965)
| Largest loss = {{fb|NOR}} 6-1 Cameroonক্যামেরুন {{flagicon|CMR}} <br> ([[Osloঅসলো]], [[Norwayনরওয়ে]]; 31৩১ Octoberঅক্টোবর 1990১৯৯০) <br> {{fb|RUS}} 6–1 Cameroon {{flagicon|CMR}} <br> ([[Palo Alto, California]], [[USA]]; 28 June 1994) <br> {{fb|CRC}} 5–0 Cameroon {{flagicon|CMR}} <br> ([[San José, Costa Rica|San José]], [[Costa Rica]]; 9 March 1997)
| World cup apps = 7
| World cup first = 1982 ১৯৮২
| World cup best = Quarterকোয়ার্টার-finalফাইনাল; [[1990 FIFA World Cup|1990১৯৯০]]
| Regional name = [[Africaআফ্রিকা Cupকাপ ofঅব Nationsনেশন্স]]
| Regional cup apps = 16১৬
| Regional cup first = [[1970 African Cup of Nations|1970১৯৭০]]
| Regional cup best = Winnersবিজয়ী, [[1984 African Cup of Nations|1984১৯৮৪]], [[1988 African Cup of Nations|1988১৯৮৮]], <br> [[2000 African Cup of Nations|2000২০০০]], [[2002 African Cup of Nations|2002২০০২]]|
| Confederations cup apps = 2
| Confederations cup first = 2001২০০১
| Confederations cup best = Runnersরানার্স-upআপ, [[2003 FIFA Confederations Cup|2003২০০৩]]
}}
'''ক্যামেরুন জাতীয় ফুটবল দল''' ({{lang-fr|Équipe du Cameroun de football}}) আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে [[ক্যামেরুন|ক্যামেরুনের]] জাতীয় দল হিসেবে প্রতিনিধিত্ব করছে। দলটি ফরাসি ভাষায় ''লেস লায়ন্স ইনডম্পটেবলস'' ডাকনামে পরিচিত যার অর্থ দাঁড়ায় ‘অদম্য সিংহ’। [[ফেডারেশন ক্যামেরুনাইস দ্য ফুটবল]] সংস্থা কর্তৃক দলটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ পর্যন্ত দলটি [[ফিফা বিশ্বকাপ|ফিফা বিশ্বকাপের]] চূড়ান্ত পর্বে সাতবার অংশগ্রহণ করে। সংখ্যাটি [[আফ্রিকা]] মহাদেশের যে-কোন জাতীয় দলের চেয়ে বেশী। কিন্তু দলটি কেবলমাত্র একবারই গ্রুপ-পর্বের স্তর অতিবাহিতঅতিক্রম করতে পেরেছে। [[১৯৯০ ফিফা বিশ্বকাপ|১৯৯০]] সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে [[ইংল্যান্ড জাতীয় ফুটবল দল|ইংল্যান্ড দলের]] বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে অতিরিক্ত সময় পরাজিত হয়। এছাড়াও ক্যামেরুন দল [[আফ্রিকা কাপ অব নেশন্স|আফ্রিকান নেশন্স কাপে]] চারবার শিরোপা লাভ করেছে।
 
== আফ্রিকা কাপ অব নেশন্স ==
১৯৬০ সালে [[Djibouti national football team|জিবুতি দলের]] বিপক্ষে ক্যামেরুন সর্বপ্রথম খেলতে নামে। খেলায় ক্যামেরুন ৯-২ গোলের বিরাট ব্যবধানে জয়ী হয়। [[1970 African Nations Cup|১৯৭০]] সালের আফ্রিকা কাপ অব নেশন্স প্রতিযোগিতায় সর্বপ্রথম অংশগ্রহণ করে। কিন্তু প্রথম-পর্বেই দলটিকে ফিরে আসতে হয়। দুই বছর পর [[1972 Africa Cup of Nations|১৯৭২]] সালে আফ্রিকান নেশন্স কাপে স্বাগতিকের মর্যাদা লাভ করে দলটি। খেলায় অদম্য সিংহ দল তৃতীয় স্থান লাভ করে। এরপর পরবর্তী দশ বছরের মধ্যে দলটি এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়নি। [[1984 Africa Cup of Nations|১৯৮৪]] সালের নেশন্স কাপে অংশ নিয়ে গ্রুপ-পর্বে দ্বিতীয় হয় ও পেনাল্টি গোলে আলজেরিয়াকে সেমি-ফাইনালে পরাজিত করে ফাইনালে উঠে। চূড়ান্ত খেলায় তারা ৩-১ গোলের ব্যবধানে নাইজেরিয়াকে পরাজিত করার মাধ্যমে প্রথমবারের মতো শিরোপা লাভ করে।
 
== ফিফা বিশ্বকাপ ==
১৯৮২ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ব ফুটবল অঙ্গনে নিজেদের অস্তিত্ব তুলে ধরে ক্যামেরুন। স্পেনে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় ১৬ দল থেকে ২৪ দলে উন্নীত করা হয়। আলজেরিয়ার পাশাপাশি তারাও আফ্রিকার প্রতিনিধিত্ব করে। গ্রুপ-পর্বে ইতালি (১-১), পোল্যান্ড (০-০) ও পেরুর (০-০) সাথে ড্র করে দলটি। তা স্বত্ত্বেও দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে পারেনি।
 
বাছাই পর্বে তিউনিসিয়াকে পরাজিত করে ও নাইজেরিয়াকে পাশ কাটিয়ে ১৯৯০ সালে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ক্যামেরুন। বি গ্রুপে অবস্থান করে উদ্বোধনী খেলায় [[François Omam-Biyik|ফ্রাঙ্কো ওমাম-বায়িকের]] গোলে পূর্বতন চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ ও রোমানিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে এবং সোভিয়েত ইউনিয়ন দলের কাছে ৪-০ ব্যবধানে হেরে যায়। এরফলে গোল পার্থক্যে দলটি শীর্ষস্থান অর্জন করে। দ্বিতীয় পর্বে অতিরিক্ত সময়ে ৩৮ বছর বয়সী [[Roger Milla|রজার মিলা’র]] দুই গোলে কলম্বিয়াকে হারায় তারা। কোয়ার্টার ফাইনালে [[Gary Lineker|গ্যারি লিনেকারের]] পেনাল্টিতে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে পরাজিত হয়। রুশ ম্যানেজার ও সাবেক খেলোয়াড় [[Valeri Nepomniachi|ভ্যালেরি নেপোমিয়াচি]] দলের [[কোচ (ক্রীড়া)|কোচের]] দায়িত্ব পালন করেন।
 
== তথ্যসূত্র ==