সিন্ট্যাকটিক স্ট্রাকচারস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sujoykroy (আলোচনা | অবদান)
Sujoykroy ব্যবহারকারী সিন্ট্যাকটিক স্ট্রাকচার পাতাটিকে সিন্ট্যাকটিক স্ট্রাকচারস শিরোনামে স্থ...
Sujoykroy (আলোচনা | অবদান)
বানান
১ নং লাইন:
'''সিন্ট্যাকটিক স্ট্রাকচারস্ট্রাকচারস'''({{lang-en|Syntactic Structures}}) হল [[নোম চমস্কি|নোম চমস্কির]] লেখা একটি [[ভাষাবিজ্ঞান|ভাষাবিজ্ঞানের]] বই। এর প্রথম প্রকাশ ১৯৫৭ খৃষ্টাব্দে। এই বইতেই চমস্কির ''ট্রান্সফর্মেশনাল গ্রামারের'' বা ''রূপান্তরমূলক ব্যাকরণের'' ভিত্তি স্থাপিত হয়। এতে লেখা একটি বহুচর্চিত উক্তি হল '''কালারলেস গ্রীন আইডিয়াস স্লিপ ফিউরিয়াসলি''', যা চমস্কির মতে একটি সম্পূর্ণ গ্রামাটিক্যাল বা ব্যাকরণশুদ্ধ অথচ সম্পূর্ণ অর্থহীন বাক্যের উদাহরণ।<ref name="Chomsky15">চমস্কি ১৯৫৭:১৫</ref>
 
সিন্ট্যাক্সের সংজ্ঞা হিসেবে তিনি বলেছেন, সিন্ট্যাক্স হল সেই নীতি ও পদ্ধতিগুলির পর্যালোচনা যেগুলির দ্বারা কোন একটি ভাষার বাক্যগুলি গঠন করা হয়।<ref name="Chomsky11">চমস্কি ১৯৫৭:১১</ref>
 
==বিষয়বস্তু==
''সিন্ট্যাক্সসিন্ট্যাকটিক স্ট্রাকচারেস্ট্রাকচারসে'' চমস্কি লিঙ্গুইস্টিক স্ট্রাকচারের বা ভাষাবিজ্ঞানগত গঠনপ্রণালীর একটি ফর্মাল বা বিধিসম্মত থিওরি তৈরী করতে চেয়েছেন। তিনি সুস্পষ্ট ফর্মুলা বা সূত্র ও সুনির্দিষ্ট ভাবে নির্মিত মডেল রচনার উপর জোর দিয়েছেন।<ref name="ChomskyPreface">চমস্কি ১৯৫৭:ভুমিকা</ref>
 
===ব্যাকরণের গ্রহণযোগ্যতা===
২৬ নং লাইন:
যেকোন রূপান্তরমূলক ব্যাকরণের বা ট্রান্সফর্মেশনাল গ্রামারের তিনটি সহজাত ব্যবস্থা আছে, যথা ফ্রেজ স্ট্রাকচার নিয়মাবলী, রূপান্তরমূলক বা ট্রান্সফর্মেশনাল নিয়মাবলী এবং মরফোফোনেমিক নিয়মাবলী। ফ্রেজ স্ট্রাকচার নিয়মাবলী ব্যবহার করা হয় ব্যাকরণগত শ্রেণী বা গ্রামাটিক্যাল ক্যাটেগরি সম্প্রসারনের জন্য ও প্রতিস্থাপনের জন্য। এগুলির প্রয়োগের ফলে এক সারি মরফিম (পদ, ওয়ার্ড) তৈরী হয়। একটি ট্রান্সফর্মেশনাল বা রূপান্তরমূলক নিয়ম একসারি মরফিম ও তাদের মধ্যবর্তী কাঠামোর উপর কাজ করে এবং সেটিকে একটি নতুন সারিতে ও নতুন কাঠামোতে রূপান্তরিত করে। এটি মূল সারিটির পুনর্বিন্যাস করতে পারে অথবা কোন মরফিম যুক্ত বা বিযুক্ত করতে পারে। রূপান্তরমূলক নিয়ম দুধরনের হয়, অবলিগেটরি বা বাধ্যতামূলক এবং অপশনাল বা ঐচ্ছিক। বাধ্যতামূলক রূপান্তরমূলক নিয়ম যখন ফ্রেজ স্ট্রাকচারের প্রান্তিক বা অন্তিম মরফিম সারি বা টারমিনাল স্ট্রিংগুলিতে<ref name="dictionary">Dictionary of Linguistics and Phonetics, David Crystal</ref> প্রয়োগ করা হয় তখন সেই ভাষার কার্নেল সমূহ তৈরি হয়, যেগুলি সহজ, অ্যাকটিভ বা কর্ত্তৃবাচক, ঘোষণামূলক বা ডীক্লেরাটিভ এবং সম্মতিবাচক হ্যাঁ-সূচক বা অ্যাফার্মেটিভ বাক্য। জটিল, প্যাসিভ বা কর্মবাচক, নেতিবাচক ও প্রশ্নোবাচক বাক্য গঠন করতে গেলে এক বা একাধিক ঐচ্ছিক রূপান্তরমূলক নিয়ম একটি নির্দিষ্ট ক্রমানুসারে কার্নেল বাক্যগুলির উপর প্রয়োগ করতে হবে। সবশেষে, রূপান্তমুলক নিয়ম প্রয়োগের পরে প্রাপ্ত পদসমষ্টি বা মরফিম সারিকে মরফোফোনেমিক নিয়মাবলীর দ্বার একসারি ফোনেম(ভাষার ধ্বনিতত্ত্বের মূলগত উপাদান)-এ পরিবর্তিত করা হয়। <ref name="Chomsky44">চমস্কি ১৯৫৭:৪৪-৪৭</ref>
 
''সিন্ট্যাকটিক স্ট্রাকচারেস্ট্রাকচারসে'' চমস্কি ''জেনেরটিভ'' বা ''উৎপাদনশীল'' বা ''সৃষ্টিশীল'' নামে একটি নতুন শব্দের প্রবর্তণ করেছেন এবং এটিকে ব্যবহার করেছেন বিশেষ প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে। যখন চমস্কি বলেন যে একটি ভাষার এক গুচ্ছ সীমিত নিয়মাবলী অসীম বাক্যসমূহ জেনারেট বা সৃষ্টি করবে তখন তিনি আসলে বলতে চান যে ওই নিয়মগুলি ওই ভাষার প্রাপ্ত (বর্তমান) ও অপ্রাপ্ত (ভবিষ্যতে প্রাপ্য) সমস্ত বাক্যসমূহের পুঙ্খানুপুঙ্খ গঠনগত বর্ণনা দেবে।<ref name="Chomsky49"/>
 
==তথ্যসূত্র==
{{Reflist|4}}
 
 
==বহিঃসংযোগ==