হরিবংশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১০ নং লাইন:
{{stack begin | float = left}}
{{Location map | India Gujarat
| alt = Dwarkaসাগরের isতীরে on sea coastদ্বারকা
| float = leftবামে
| caption =
| label = Dwarkaদ্বারকা
| lat_deg = 22.23
| lon_deg = 68.97
}}
[[Fileচিত্র:Dwarka1.jpg|thumb|left|230px|[[দ্বারকা]] হল হরিবংশের একাধিক অধ্যায়ের প্রেক্ষাপট।<ref>Manmatha Nath Dutt, [https://archive.org/stream/Vishnupurana-English-MnDutt#page/n15/mode/2up Vishnu Purana], Harivamsa (1896), pages 283-286</ref> শহরটি সমুদ্রতীরবর্তী বলে বর্ণিত। এটি অধুনা [[গুজরাত]] রাজ্যের অন্তর্গত; উনবিংশ শতাব্দীর একটি ছবিতে দ্বারকা (নিচে)।]]
{{stack end}}
[[পুরাণ|পুরাণের]] "পঞ্চলক্ষণ" প্রথার দুটি হরিবংশে দেখা যায়। একটি হল "বংশ" বা রাজাবলি প্রথা। অপরটিতে রাখাল বালক হিসেবে কৃষ্ণের জীবন বর্ণিত হয়েছে।
২৬ নং লাইন:
 
হরিবংশ পর্বের রচনাশৈলী ও বিষয়বস্তু বিষ্ণুপর্ব ও ভবিষ্য পর্বের পূর্ববর্তী সময়ে রচিত। [[অশ্বঘোষ]] এই পর্ব থেকেই শ্লোক উদ্ধৃত করেছিলেন। সেই হিসেবে হরিবংশ পর্বটিকে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রচিত বলা চলে।
 
==সংস্করণ==
হরিবংশের দুটি সংস্করণ পাওয়া যায়। প্রথাগত সংস্করণে তিনটি পর্বে বিন্যস্ত মোট ২৭১টি অধ্যায় রয়েছে। এর মধ্যে হরিবংশ পর্বে ৫৫টি অধ্যায়, বিষ্ণু পর্বে ৮১টি অধ্যায় এবং ভবিষ্য পর্বে ১৩৫টি অধ্যায় রয়েছে। সটীক সংস্করণটি (১৯৬৯-৭১, পি. এল. বৈদ্য সম্পাদিত) প্রথাগত সংস্করণের এক-তৃতীয়াংশ। এই সংকরণে ১১৮টি অধ্যায় ও ৬০৭৩টি শ্লোক পাওয়া যায়। এর মধ্যে হরিবংশ পর্বে ১-৪৫ অধ্যায়, বিষ্ণু পর্বে ৪৬-১১৩ অধ্যায় এবং ভবিষ্য পর্বে ১১৪-১১৮ অধ্যায় দেখা যায়। বৈদ্যের মতে সটীক সংস্করণটি বিস্তারিত পাঠান্তর। তাঁর মতে মূল হরিবংশ এই সংস্করণের ২০শ অধ্যায়ে শুরু এবং ৯৮তম অধ্যায়ে শেষ হয়েছে।<ref>[{{IAST|Harivaṃśa}} 1969-71: 785, XXX and 795]</ref>