দোয়েল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
→‎তথ্যসূত্র: বিষয়শ্রেণী বাতিল (প্রধান বিষয়শ্রেণী উপশ্রেণী ভাগ করা আছে) Aftab
Devkanya (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২০ নং লাইন:
 
'''দোয়েল''' প্যাসেরিফরম (অর্থাৎ [[চড়াই]]-প্রতিম) বর্গের অন্তর্গত একটি পাখি। [[বাংলাদেশ]] ও [[ভারত|ভারতের]] জনবসতির আশেপাশে দেখতে পাওয়া ছোট পাখীদের মধ্যে দোয়েল অন্যতম। নানা রকম সুরে ডাকাডাকির জন্য দোয়েল সুপরিচিত। অস্থির এই পাখীরা সর্বদা গাছের ডালে বা মাটিতে লাফিয়ে বেড়ায় খাবারের খোঁজে। কীট পতঙ্গ, ছোট ছোট শুঁও পোকা এদের প্রধান খাদ্য। কখনো কখনো সন্ধ্যার আগে আগে এরা খাবারের খোঁজে বের হয়। পুরুষ দোয়েল স্ত্রী দোয়েলকে আকৃষ্ট করার জন্য মিষ্টি সুরে ডাকাডাকি করে। তবে স্ত্রী দোয়েলও পুরুষ দোয়েলের উপস্থিতিতে ডাকতে পারে। এটি [[বাংলাদেশের]] জাতীয় পাখি। এটি একটি আকর্ষনীয় পাখি । সাদা ও কালোর সংমিশ্রণ পাখিটির গায়ের রং । বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বত্রই দোয়েল দেখা যায় ।
[[চিত্র:A male Oriental magpie robin, in Kochbihar, India.JPG|thumbnail|A male Oriental magpie robin, in Kochbihar, India]]
 
== প্রাপ্তিস্থান ==
নাতিশীতোষ্ণ দক্ষিণ এশিয়ায় মূলত: [[বাংলাদেশ]], [[ভারত]], [[পাকিস্তান]], [[শ্রীলংকা]], [[ইন্দোনেশিয়া]], [[মালয়েশিয়া]], [[চীন|চীনের]] দক্ষিণাঞ্চল ও [[ফিলিপাইন|ফিলিপাইনে]] এদের পাওয়া যায়। সাধারণত কাঠসমৃদ্ধ বন, চাষাবাদকৃত জমির আশেপাশে ও জনবসতিতে মানুষের কাছাকাছি এদের দেখতে পাওয়া যায়।