জুনায়েদ খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ করা হল
১১৯ নং লাইন:
খান ২০০৭ সালের ২৪ জানুয়ারী মাত্র ১৭ বছর বয়সে এবোটাবাদ দলের হয়ে মুলতানের বিরুদ্ধে প্রথম শ্রেনীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। তার প্রথম উইকেট ছিল ''মাজিদ''। উক্ত খেলাটি ড্র এর মাধ্যেমে শেষ হলেও জুনায়েদ ৫৭ রান খরচ করে চার উইকেট গ্রহণ করেন।<ref>{{citation |url=http://cricketarchive.com/Archive/Scorecards/113/113376.html |title=f49863 Multan v Abbottabad: Quaid-e-Azam Trophy Silver League 2006/07 |publisher=CricketArchive |accessdate=2011-06-07}}</ref>
 
== পাকিস্তান দলের মধ্যেদলে নির্বাচন ==
সোহেল তানভীর এর হাঁটুর আঘাতজনিত কারনে জুনায়েদ ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড তার নাম অন্তর্ভূক্ত করা হয়েছিল।<ref>{{citation |url=http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/500081.html |title=Sohail Tanvir out of the World Cup |publisher=ESPNcricinfo |date=9 February 2011 |accessdate=2011-04-25}}</ref> তিনি টুর্নামেন্টের একটি ম্যাচও খেলতে পারেননি এবং তাকে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের জন্য অপেক্ষা করতে বাধ্য হয়েছিল। এপ্রিল ও মে মাসে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১টি টি২০ ম্যাচের জন্য পাকিস্তান স্কোয়াডে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। ২১ এপ্রিল তিনি টি২০ আত্মপ্রকাশ করেন এবং উক্ত ম্যাচে তিনি উইকেটশূন্য ছিলেন।<ref>{{citation |url=http://www.espncricinfo.com/ci/engine/match/489212.html |title=T20I no. 199 Pakistan in West Indies T20I Match: West Indies v Pakistan |publisher=ESPNcricinfo |accessdate=2011-04-25}}</ref> দুই দিন পরে জুনায়েদ খান, মোহাম্মদ সালমান, এবং হাম্মাদ আজম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। উদ্বোধনী বোলার হিসেবে ওয়াহাব রিয়াজ বল করলেও খান ১০ ওভারে ৪৯ রান খরচ করে ১টি উইকেট লাভ করেন।<ref>{{citation |url=http://www.espncricinfo.com/ci/engine/match/489213.html |title=ODI no. 3152 Pakistan in West Indies ODI Series&nbsp;– 1st ODI: West Indies v Pakistan |publisher=ESPNcricinfo |accessdate=2011-04-25}}</ref>
 
== বোলিং স্টাইল ==
== কাউন্টি ক্রিকেট ==